নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবটুক আশা সফল হয় কি

মালেক বিশ্বাস

জীবনের সন্ধানে মানুষের কল্যাণে এগিয়ে চলো

মালেক বিশ্বাস › বিস্তারিত পোস্টঃ

নিঃস্বার্থ ভালবাসা

২৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩১

নিঃস্বার্থ ভালবাসা যা কল্পনা করা যায় না । বেশ কিছু দিন হলো ভাবছি আমি একটা কল্পনার রাজ্যে বসবাস করে এমন মেয়ে কে নিয়ে । মনে হয় তাকে আমি অনেক দিন ধরে চিনি। কিন্তু আমি তাকে কথন দেখতে পাবো এই বলে আজও তাকে খুজে চলেছি। জানি না সে কোথায় আছে কেমন আছে। শুধু জানি আমি তাকে ভালবাসি। সে কি জানে না আমাকে সে ভালবাসে। একদিন আমি ঘরের জানালার ধারে বসে তাকে নিয়ে ভাবছি আর তাকে মনে করছি রাস্তার দিকে তাকা দেখি সে আমাদের বাড়ীর দিকে আসছে। আমি বিশ্বাস করতে পারছি না যে সত্যি কি সে আসছে। আমি ঘরের বাইরে বের হলাম দেখি সত্যই আমার কল্পনার রাজ্যে বসবাস করা সেই মেয়েটি । পরে আমি তাকে বল্লাম যে আমি তোমাকে ভালবাসি কিন্তু প্রতি উত্তরে সে বলে বসলো যে আমার সিট খালি নাই । কিছু সময় পর আমি অবাক হয়ে গেলাম একি আমি তোমাকে কত টুকু ভালবাসি তুমি কি জানো। এই কি ভালবাসার পরিনাম বুঝতে পারলাম না কিন্তু শেষ বেলাই সে বলে গেল আমি তোমাকে ঘৃনা করি। আমি তার ঘৃনা নিয়ে আজও বেচে আছি পারিনি অন্য কোন পথ চেছে নিতে।এই ছিল আমার নিঃস্বার্থ ভালবাসা।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১২

স্বপনচারিণী বলেছেন: স্বপ্ন দেখছিলেন নাকি! সামনে জীবনের অনেকখানি সময় পরে আছে। সফল হবেনই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.