নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবটুক আশা সফল হয় কি

মালেক বিশ্বাস

জীবনের সন্ধানে মানুষের কল্যাণে এগিয়ে চলো

মালেক বিশ্বাস › বিস্তারিত পোস্টঃ

রোযা অবস্থায় স্বপ্নদোষ হলে ছিয়াম বিশুদ্ধ হবে?

০৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:০২



হ্যাঁ, তার ছিয়াম বিশুদ্ধ হবে। কেননা স্বপ্নদোষ রোযা বিনষ্ট করে না। স্বপ্নদোষ তো মানুষের অনিচ্ছায় হয়ে থাকে। আর নিদ্রা অবস্থায় সংঘটিত বিষয় থেকে কলম উঠিয়ে নেয়া হয়েছে।

এ প্রসঙ্গে একটি সতর্কতাঃ বর্তমান যুগে অনেক মানুষ রামাযানের রাতে জেগে থাকে। কখনো আজেবাজে কর্ম এবং কথায় রাত কাটিয়ে দেয়। তারপর গভীর নিদ্রায় সমস্ত দিন অতিবাহিত করে। বরং মানুষের উচিত হচ্ছে, রোযার সময়টাকে যিকির, কুরআন তেলাওয়াত প্রভৃতি আনুগত্যপূর্ণ ও আল্লাহর নৈকট্যদানকারী কাজে অতিবাহিত করা।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১৬

রাহুল বলেছেন: এই গুলারে হেদা্য়েত দাও খোদা।আমিন।

২| ০৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:২৬

সেলিম আনোয়ার বলেছেন: স্বপ্নদোষে রোজা ভঙ্গ হয় না। তবে ফরয গোছল আদায় করে পাক হওয়া লাগে।নাপাক অবস্থায় নামায পড়া হারাম।ফরয গোসলের তিনটি ফরয।গরগরার সঙ্গে কুলি করা,নাকের নরম অংশে পানি পৌছানো আর সারা শরীর উত্তমরুপে ধৌত করা। রোজার সময় গরগরা না করে কুলি করলেও চলবে তদ্রুপ নাকে পানি দেয়ার ক্ষেত্রেও খেয়াল রাখতে হবে যাতে পানি পেটে না চলে যায়।আর কাপড় পাকের জন্য বিসমিল্লাহ বলে কাপড় ধোয়া শুরু করে তিনবার কাপড় চিপরে পরিস্কার করতে হবে। পাক আর পরিস্কার একটু ভিন্ন অর্থ বহন করে। বিসমিল্লাহ বলে ধোয়া শুরু তাহলে কাপড় পাক হবে। অন্যথায় পরিস্কার হবে শুধু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.