নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবী আমার আবাস। মানুষ আমার পরিচয়।

আবীর চৌধুরী

ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ার

আবীর চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ডিজিটাল নিরাপত্তা আইনের নেক্সট ভিক্টিম কে?

২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৫৫

ব্র্যাকের মাইগ্রেশন বিভাগের হেড ও সাংবাদিক শরীফ ভাই লিখেছেন উনার ফেসবুক স্ট্যাটাসেঃ-

আড়াইবছর আগে যখন ডিজিটাল নিরাপত্তা আইন হয় বারবার এই কথাগুলো লিখেছিলাম। বলেছিলাম, শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর মধ্যে প্রতিযোগিতায় সবচেয়ে জঘন্য হবে ডিজিটাল এই নিরাপত্তা আইন। লিখেছিলাম, এটি কালা আইন। মুক্তমত প্রকাশে বিশ্বাসী এই আমি তীব্র ঘৃণাভরে এই আইন প্রত্যাখান করলাম। আফসোস সেদিন বহু মানুষ চুপ ছিল। আর উন্নয়নের গল্প বলনেওয়ালারা সেদিনও উন্নয়নের গল্প বলছিলো। উন্নয়নের এই ফেরিওয়ালাদের হয়তো বোধোদয় হয়নি কিন্তু গত আড়াই বছরে এই জাতির আশা করি বোধোদয় হয়েছে। কাজেই চলুন ডিজিটাল নিরাপত্তা আইনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তুলি। মনে রাখবেন এই যে আমি আমি আমরা সবাই চুপ থাকি তার কারণেই লেখক মোশতাক আহমেদরা মারা যান, কিশোররা জেলে থাকে। আমি আপনি কেউই এই দায় অস্বীকার করতে পারব না।

তার এই স্ট্যাটাসের নিচে মন্তব্য করেছে বঙ্গবন্ধু ফাউন্ডেশন কুয়ালালামপুর মহানগর মালয়েশিয়া শাখার সহ-সভাপতি মোহাম্মদ এলিয়াস হোসেনঃ-

ডিজিটাল নিরাপত্তা আইন কি সত্য মিথ্যা যাচাই-বাছাই না করেই গ্রেপ্তার করে কাউকে ভাই। আর ব্যাক্তিস্বাধীনতা বাকস্বাধীনতা মানে কি মিথ্যা তথ্য দিয়ে সমাজের ভিতর অস্থিরতা তৈরি করলেও তাকে গ্রেপ্তার করা যাবে না।

আমি এলিয়াস হোসেনের এই মন্তব্যের উত্তরে লিখেছিঃ-

ধরেন, আপনি একটা চোর। আর আপনার চুরি ধরা পরে না। বা ধরা পরলেও কেউ আপনাকে ধরিয়ে দেয় না।
কারণ, কেউ আপনাকে ভয় পায়, কেউ আপনার প্রতি কৃতজ্ঞ, কেউ আপনার হয়ে চাকরি করে, কেউ আপনার কারণে ব্যবসা খুলতে পেরেছে, কেউ আপনার প্রাপ্ত সুবিধার ও ক্ষমতার ভাগীদার।
এখন এমন অনেকে হয়তো আছে, যারা উপরের ক্যাটাগরিগুলোতে পরে না। কিংবা পরলেও, তাদের বিবেক কারো কাছে বিক্রি হয়ে যায় নাই। তাই আপনি চুরি করার পরেও তারা চেঁচিয়ে বলে- "চোর! চোর!"

এটাই কি "মিথ্যা তথ্য দিয়ে সমাজের ভিতরে অস্থিরতা" তৈরি করা?

আর মানলাম, গ্রেপ্তার করা হলো, গোলাম-রাষ্ট্রযন্ত্র দ্বারা ভয়/চাপ দেওয়া হলো, প্রভাব খাটানো হলো। কিন্তু জেলের অমানবিক পরিবেশে দিনের পর দিন কেন রাখা হলো, জেলের ভেতর কেন অত্যাচার করা হলো, কেন বারবার জামিন আবেদন নাকচ করা হলো? জেলে যারা সাজা কাটেন বা বন্দী থাকেন, তাদের কি ন্যুনতম মানবিক অধিকার নাই? দেশের সীমানার ভেতরে থাকা, বন্দী বা মুক্ত (যদিও সবাই একনায়কতন্ত্র ও পরিবারতন্ত্রের শিকলে বন্দী) যেকোন নাগরিকের বসবাসযোগ্য মানসম্মত জীবনযাপনের অধিকার নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের, সরকারের। শুধু ভেলকিবাজি আর লোকদেখানোর প্রজেক্টের নামে লুটপাট করা ছাড়া আর কি করেছে এরা, তা তো দেখছি না। আর উন্নয়ন করলেই কি গণতন্ত্রকে গলা টিপে মেরে ফেলতে হবে??

অথচ রন শিকদারের সকালে গ্রেফতার হয়ে দুপুরে জামিন হয়ে যায় ৫ হাজার টাকায়!

নিচের ডানপাশের ছবিতে দেখানো কার্টুনটি এঁকেছে কিশোর (যিনি এখন জেলের ভেতরে মৃত্যুর সাথে লড়ছেন), আর রম্যছড়াটি লিখেছেন মুশতাক আহমেদ। ব্যাংক খেকো চৌধুরী নাফিজ সারাফাতকে নিয়ে কিশোরের আঁকা এই কার্টুনের ক্যাপশনটার জন্যই তো জীবন দিতে হলো মুশতাককে।


"শক্তের ভক্ত, নরমের যম" হয়ে উঠা এই সমাজে আপনি কি? শক্ত, ভক্ত, নরম নাকি যম?
-------------------------------------------------
সংযোজনীঃ-

একজন বলছেনঃ-

সবকিছুতে শেখ হাসিনাকে টেনে আনছেন কেন? শেখ হাসিনা কি উনার বিরোদ্ধে মামলা করেছেন? না শেখ হাসিনার নির্দেশে উনাকে গ্রেপ্তার করা হয়েছে? উনি অপরাধ করেছেন উনার বিরোদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বিষয়টি সম্পূর্ণ স্বাভাবিক।।

আমি প্রত্যুত্তরে বললামঃ-

প্রথমত, রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী ক্ষমতার আসনে বসা শেখ হাসিনা কিছুতেই কোন কিছুর দায় এড়াতে পারেন না। সবকিছুতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ, এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো গেলে, কেন উনাকে দায়ী/দোষী করা যাবে না?? উনি কি অস্পৃশ্য দেবতাগোছের কিছু? উনি কি আইনের উর্ধ্বে? উনি কি সমালোচনার উর্ধ্বে?

দ্বিতীয়ত, দেশের সব বড় সিদ্ধান্ত উনার অনুমতি বা আদেশ বা সাজেশন ছাড়া হয় না। ডিজিটাল সিকিউরিটি এক্ট-ও তার মধ্যে সামান্য একটা। আর এটা করাই হয়েছে কিছু ব্যক্তি, কিছু পরিবার, একটি দল, সেই দলের ছায়াতলের সকল ব্যক্তি, এবং সরকারের আস্থাভাজন/শরিকদের বিরুদ্ধে বলা/করা/ভাবা সবকিছুকে আইনগতভাবে প্রতিহত করার জন্য।

তৃতীয়ত, উনি বিগত এক দশকের উপর ধরে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অগণিত বার সমালোচনা ও নিন্দার বিরোধিতা করেছে, হুমকি দিয়েছে, অপবাদ দিয়েছে, অপমান করেছে। এটাই কি যথেষ্ট নয়- উনার ইনটেনশন বুঝার জন্য।

চতুর্থত, যারাই রাষ্ট্র ও সরকারকে অপব্যবহার করে শাস্তি এড়িয়ে যাচ্ছে, ক্ষমতার অপব্যবহার করছে, অনিয়ম-দুর্নীতি করছে, লুটপাট করছে, এদের সবাই কোন না কোনভাবে উনার খুব কাছের লোক। এটা কি শুধুই কাকতালীয় ব্যাপার?!

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৪২

অপু তানভীর বলেছেন: এই লেখার কারণে হয়তো আপনিই হতে পারেন পরবর্তি ভিক্টিম !

২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:০৪

আবীর চৌধুরী বলেছেন: হোক সেটাই

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৫৯

ঢাবিয়ান বলেছেন: মানুষ যত বোবা হয়ে থাকবে তত নিরিহ প্রান এভাবে ঝড়বে। বোবা সেজে যারা নিজেদের খুব নিরাপদ ভাবছে, তারা জানে না যে পৈত্রিক প্রানটা হয়ত ডিজিটাল নিরাপত্তা আইনের হাতে না হারিয়ে অন্য কিছুর কারনে হারাবে। কারন যে সমাজে গনতন্ত্র নাই, ভোটাধিকার নাই , বাক স্বাধীনতা কেড়ে নেয়া হয় গুম খুনের মাধ্যমে সেই রাস্ট্রে আসলে কেউই নিরাপদ নয়।

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:২০

রাজীব নুর বলেছেন: ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা দরকার।
আইন করতে হবে দূর্নীতিবাজদের বিরুদ্ধে। রাজনীবিদদের ছত্রছায়ায় থেকে যারা অপকর্ম করে তাদের বিরুদ্ধে।

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:১৩

সাহাদাত উদরাজী বলেছেন: যে লোক এমন নিখুঁত কাটুন আঁকতে পারে তাকে তো পুরুস্কার দেয়া উচিত সরকারের, যে এমন কিছু লিখে সরকারকে মনে করিয়ে দেয় তাকে তো পুরুস্কার দেয়া দরকার, অথচ ঘটে উলটা! সরকার এই সব জেনে কোথায় এমন খারাপ চরিত্রের বিরুদ্ধে ব্যবস্থা নিবে তা না করে উলটা সত্যকে গলা টিপে মারতে চায়। নিজেরাই যখন ধরা খাবে তখন হয়ত বুঝবে কিন্তু সেই সময় কি করবে!

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:০৯

নেওয়াজ আলি বলেছেন: চোর ডাকাতের কত ক্ষমতা বুঝো নিরহ জনগণ

৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৪:৪৪

অভি চৌধুরী বলেছেন: প্রোফাইল পিক এ দেশের পতাকা দেখলেই আমি উঠে বসি, আপনাদের প্রোফাইল পিক এ দেশের পতাকা আর ভন্ডের মাথায় টুপি আমার কাছে এক রকম মনে হয়, আপনি অনুসারিত...

৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৪৫

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: এটা খুবই দুঃখজনক যে এইভাবে মধ্যযুগীয় বর্বরদের মতো রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সবার কণ্ঠরোধ করা হচ্ছে। যারা এটা করছে তারা ভুলে যাচ্ছে যে কোন কিছুই চিরস্থায়ী নয়।

৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:১৩

জুল ভার্ন বলেছেন: কী মন্তব্য লিখবো.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.