নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবির আর্য

I wanna run, I wanna fly, even I want to fall, I just don't wanna stop!

আবির আর্য › বিস্তারিত পোস্টঃ

এবার শীতেই :)

১১ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:২৪

★★এবার শীতেই★★
.....................................
এবার শীতে হতেই পারে,
অন্য কোথাও যাওয়া,
এই গোধূলীর নরম আলোয়,
জানা গানটি যেতেই পারে,
ভিন্নসুরে গাওয়া!
শিশিরভেজা আর্দ্র ঘাসে,
দুজন মিলে ভিজতে পারি, স্মৃতি
তোমার ছোঁয়ার মত,
রহস্যময় কুয়াশাতে,
টানতে পারি দূরত্বটার ইতি।
কার্ডিগানের নরম ওমেএএ,
ঢাকতে পারো প্রেম থরোথর দেহ,
শেষবিকেলের হিমকুয়াশায়,
হাড়কাঁপানো শীতল হাওয়ায়,
উড়িয়ে দিতে পারো মনে,
যা আছে সন্দেহ!!
এবার শীতে ব্যালকনিতে,
দাঁড়িয়ে বসে দেখতে পারি,
অতিথি পাখির উষ্ণ নরম গলা,
লিপজেলহীন শুষ্ক ঠোঁটে,
যেতেই পারে এই পৃথিবীর,
সবচে নরম আর্দ্র পেলব
সেই কথাটি বলা!
তুমি আমি এবার শীতেই..........!!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০০

মিছবাহ পাটওয়ারী বলেছেন: চমৎকার পোস্ট। কপি নিলাম :)
https://www.facebook.com/JournalistMesbahPatwary/posts/409094479246427

২| ১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০৮

আবির আর্য বলেছেন: ধন্যবাদ @পাটওয়ারী ভাই :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.