![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমেরিকায় তোমার সন্তান স্বর্ণ চামচ মুখে, মরুর বুকের পিপাসার্ত শিশুর বিঁধছে টোটা বুকে। শখঃ আডডাবাজী করা, গান শোনা, মহাবিশ্ব সম্পর্কে জানা, ঘুরতে যাওয়া, একটু আঁধটু লেখা....
এই প্রশ্নটি দ্বারা আমি জানতে চেয়েছি, আপনি যদি কাউকে কোরআনের কয়েকটি আয়াত মুখস্ত করতে বলেন তাহলে সর্বপ্রথম কোন আয়াতগুলি / সুরাটি মুখস্ত করতে বলবেন? ভাবছি আল কোরআনের আরো কিছু আয়াত মুখস্ত করব। কিন্তু কোন জায়গা থেকে মুখস্ত করব ঠিক করতে পারছি না। আপনার ২/৩ টি প্রিয় সূরা অথবা বড়সূরার অংশবিশেষ বললে উপকৃত হতাম। এবং সেসব জায়গাগুলো কেন আপনার প্রিয় সেটিও যদি উল্লেখ করেন তবে ভাল হয়।
২৪ শে জুন, ২০১২ রাত ১:২১
আবিরে রাঙ্গানো বলেছেন: কিন্তু সম্পূর্ণ কোরআন তো একবারে মুখস্ত করা সম্ভব না তাই সুর/ছন্দ/অর্থ মিলিয়ে যেসব জায়গা ভাল লাগে সেসব জায়গা আগে মুখস্ত করতে চাই।
২| ২৪ শে জুন, ২০১২ রাত ১২:৫৭
মাহমুদডবি বলেছেন: সুরা বাকারার শেষের ২ আয়াত অবশ্যই মুখস্ত করবেন। নবীজির (সাঃ) এর মিরাজের সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই ২ আয়াত উপহার দেন।
২৪ শে জুন, ২০১২ রাত ১:১৮
আবিরে রাঙ্গানো বলেছেন: মুখস্ত আছে আর কোন সাজেশন আছে ভাই?
৩| ২৪ শে জুন, ২০১২ রাত ১:০৭
সাইফুলহাসানসিপাত বলেছেন: সূরা আর রাহমান আর ইয়াসিন বেশি ভালো লাগে । পছন্দ ।
২৪ শে জুন, ২০১২ রাত ১:১৯
আবিরে রাঙ্গানো বলেছেন: মুখস্ত আছে আর কোন সাজেশন আছে ভাই?
৪| ২৪ শে জুন, ২০১২ রাত ১:১৪
ঘাষফুল বলেছেন: সূরা ফাতিহা, ইখলাস, নাস, আয়াতুল কুরসী, ইয়াসীন, রহমান..আপাতত এই গুলো মুখস্ত করতে পারেন..কাজে লাগবে। বিশেষ করে আয়াতুল কুরসী......দারুন কাজের।
২৪ শে জুন, ২০১২ রাত ১:১৮
আবিরে রাঙ্গানো বলেছেন: মুখস্ত আছে আর কোন সাজেশন আছে ভাই?
৫| ২৪ শে জুন, ২০১২ রাত ১:২০
নানাভাই বলেছেন: যে লোক আল্লাহর উপর ভরসা করে, তার জন্য তিনি(আল্লাহ) ই তো যথেষ্ঠ। সুরা তালাক(আয়াত-৩)
২৪ শে জুন, ২০১২ রাত ১:২২
আবিরে রাঙ্গানো বলেছেন: ধন্যবাদ ভাই। তবে একটি আয়াত না হয়ে সূরার অংশ বিশেষ হলে ভাল হয়।
৬| ২৪ শে জুন, ২০১২ রাত ১:২৩
ঘাষফুল বলেছেন: ভাই আপনার তো দেখি প্রায় সবই মু্খস্ত। মাশাল্লাহ। আপনি বরং আমারে টিপস দেন।
২৪ শে জুন, ২০১২ রাত ১:৫৩
আবিরে রাঙ্গানো বলেছেন: মুহাম্মদ এরশাদুল করিম ভাই অনেক টিপস দিয়ে দিয়েছেন। দেখুন কাজে লাগে কিনা। টাইম থাকলে চলেন দুজনে প্রতিযোগিতা করে মুখস্ত করি। তাহলে তাড়াতাড়ি হবে। রাজী আছেন নি?
৭| ২৪ শে জুন, ২০১২ রাত ১:২৭
নানাভাই বলেছেন: লেখক @@তাইলে সুরা ইয়াসীন। অনেক বরকত! তারপর আয়াতুল কুরসী।
২৪ শে জুন, ২০১২ রাত ১:৪৪
আবিরে রাঙ্গানো বলেছেন: জ্বী অনেক বরকত। তবে আপনার প্রোফাইলের ছবিটি অনেক বেশি পচা হয়েছে।
৮| ২৪ শে জুন, ২০১২ রাত ১:২৭
ফাহিম আহমদ বলেছেন: মুহাম্মদ এরশাদুল করিম কে জাঝা,,,,,,,
২৪ শে জুন, ২০১২ রাত ১:৪৫
আবিরে রাঙ্গানো বলেছেন: হ্যা ওনাকে ঝাঁঝাঁ সহকারে ধন্যবাদ দিয়েছি।
৯| ২৪ শে জুন, ২০১২ রাত ১:৩০
ফাহিম আহমদ বলেছেন: ভাই সমস্ত কুরআন ই ভালো লাগে জদি অর্থ বুঝে পড়েন,,, তবে মুখস্ত করার জন্য মুহাম্মদ এরশাদুল করিম ভাই ক টি সুরার কথা বলেছেন সেগুলো দেখতে পারেন,,,
২৪ শে জুন, ২০১২ রাত ১:৪৭
আবিরে রাঙ্গানো বলেছেন: ধন্যবাদ। হ্যাঁ সমস্ত কোরআন ই ভাল লাগে।
১০| ২৪ শে জুন, ২০১২ রাত ১:৪২
মুহাম্মদ এরশাদুল করিম বলেছেন: দয়া করে উপরেরটি মুছে দিবেন কিছু অনিচ্ছাকৃত বানান ভুল আছে।
প্রথমেই আপনাকে অনেক মুবারকবাদ জানাই একটি চমতকার উপলব্ধির জন্য। আল-কুরআন তেলওয়াতের লাভ তো বলে শেষ হবে না। সম্পূর্ণ কুরআন-ই পছন্দের । তারপর ও নিচের সুরা এবং আয়াতগুলো বিশেষভাবে দেখতে পারেন (আমার ভালোলাগা আর আপনার ও ব্লগে যারা এই ব্যাপারে আগ্রহী তাদের জন্য)।
১. সুরা ফাতেহা- এর উপর আর কোন দোয়া নাই। যদি বাংলা অর্থটা জেনে পড়েন দেখবেন মন ছুয়ে যাবে। আল্লাহু আকবার।
২. সুরা বাকারার প্রথম ৪ আয়াত + আয়তুল কুরসীসহ পরের দুই আয়াত (সুরা বাকারার ২৫৫, ২৫৬, ২৫৭) + সুরা বাকারার শেষ তিন আয়াত
(লিল্লাহে মা-ফিসসামাওয়াতি থেকে শেষ পর্যন্ত) সকালে ১ বার সন্ধ্যায় ১ বার.
৩. সুরা ইমরানের আয়াত ১৮, ১৯ ‘সাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা---ছারীউ’ল হিছাব’+ আয়াত ২৫, ২৬ “কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি ---বিগইরি হিসাব”।
৪. সুরা আনআমের প্রথম তিন আয়াত।
৫. সুরা তওবার শেষ দুই আয়াত।
৭. সুরা কাহফ শুক্রবার দিন পড়ার জন্য।
৮. সুরা মুলক (একে সুরা তাবারাকাল্লাজি ও বলে)- কবরে ঢাল হিসাবে সুরক্ষার জন্য ।
৯. সুরা মুজজাম্মিল ।
১০. প্রত্যেক দিন মাগরেব থেকে এশার মধ্যবর্তী সময়ে সুরা ওয়াকেয়া এবং সুরা সাজদা (একে সুরা আলিফ-লাম-মিম সাজদা ও বলে) পড়লে শবে কদরের রাতে সারা রাত ইবাদত করার সোওয়াব পাওয়া যায়।
১১. সুরা ইয়াসিন
১২. সুরা আর রাহমান
১৩. সুরা তাকাছুর- একবার পড়লে হাজার আয়াত পড়ার সোওয়াব পাওয়া যায়।
১৪. ”আউযুবিল্লাহিস সামিউল আলিম মিনাশশাইতানির রাজিম (৩ বার), বিসমিল্লাহির রাহমানির রাহিম (১ বার) + সুরা হাশরের শেষ ৪ আয়াত হুয়াল্লা হুল্লাজি লা ইলাহা থেকে শেষ পর্যন্ত” সকালে ১ বার সন্ধ্যায় ১ বার।
১৫. সুরা ফালাক ও নাস- সকল প্রকার অনিষ্ট (বিশেষভাবে জ্বীন, তাবিজ টোনা, ইত্যাদি) থেকে সুরক্ষার জন্য।
১৬. চার ক্বুল (কাফেরুন, ইখলাস, ফালাক, নাস)
অনেক রাত হলো । কষ্ট করে এবার একটু ইন্টারনেটে এই সুরা এবং আয়াতগুলার ফজিলত সার্চ দেন। সব বের হয়ে আসবে। না হয় আগামীকাল একবার চেষ্টা করব ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহুওয়াতায়ালা আমাদেরকে বেশী বেশী নেক আমল করার তৌফিক দান করূণ আর কাল কেয়ামতের দিন মাফ করে দিন। আ-মীন।
২৪ শে জুন, ২০১২ রাত ১:৪৩
আবিরে রাঙ্গানো বলেছেন: আপনি তো অনেক বেশি হোম ওয়ার্ক দিয়ে দিলেন। হ্যা অনেকগুলো মুখস্ত আছে আর বাকীগুলো চেষ্টা করব মুখস্ত করার। দেখি আর কোন ভাই কি দেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। কার কি ফজিলত কালকে টাইম পেলে হাদিসের উৎস সহ জানাইয়েন।
১১| ২৪ শে জুন, ২০১২ রাত ১:৪৬
চেয়ারম্যান০০৭ বলেছেন: আর রাহমান
১২ ই জুলাই, ২০১২ সকাল ৮:০৫
আবিরে রাঙ্গানো বলেছেন: ধন্যবাদ। চেয়ারম্যান সাহেবের কাম কি চেয়ারে বসে থাকা?
১২| ২৪ শে জুন, ২০১২ রাত ১:৫৮
অতলঅর্ণব বলেছেন: সুরা আসর, সূরা তীন, সূরা নিসা ৭৫-৭৮, সূরা ফালাক
২৪ শে জুন, ২০১২ রাত ৩:২৭
আবিরে রাঙ্গানো বলেছেন: ভাইজানের মনে হয় জিহাদের দিকে নজর একটু বেশি। সুরা ৬১ সাফ এর ১১ নং আয়াত আপনার জন্য। আল্লাহর বড়ত্ব নিয়ে যেসব আয়াত সেগুলো মুখস্ত করলে বেশি ভাল হয় না?
১৩| ২৪ শে জুন, ২০১২ রাত ২:০৯
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: Surra yasin, Ar rahmam
++++ fot karim vai
২৪ শে জুন, ২০১২ রাত ৩:২৩
আবিরে রাঙ্গানো বলেছেন: ধন্যবাদ আপনাকে।
১৪| ২৪ শে জুন, ২০১২ রাত ২:০৯
রুদ্রাক্ষী বলেছেন: সুরা হাশরের শেষ তিন আয়াত....খুব সুনদর লাগে।মাঝে মাঝে এই আয়াতের তিলাওয়াত শুনলে ভিষন ভালো লাগে...।মুখস্ত করে ফেলবেন ।বেশ সোজা।
আয়াতুল কুরসী,সুরা রহমানও বেশ সহজে আয়ত্ব আসবে.....।সকাল বেলায় ভয়ন্কর সুন্দর লাগে শুনতে।
সুরা ইয়াসিন মুখস্ত করার প্রয়াসে আছি।চেষ্টা চালিয়ে যাচ্ছি।
খুব ভালো লাগলো আপনার প্রয়াস দেখে ।আল্লাহ আপনার মন্গল করুক।
২৪ শে জুন, ২০১২ রাত ২:২৯
আবিরে রাঙ্গানো বলেছেন: জ্বী আমার এগুলো মুখস্ত আছে। সুরা আর রহমানের তিলাওয়াত অনেকের কন্ঠে শুনেছি। কিন্তু আমার কেছে সবচেয়ে ভাল লেগেছে এই তিলাওয়াতটি। Click This Link
ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।
১৫| ২৪ শে জুন, ২০১২ রাত ২:১০
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: fot- for
১৬| ২৪ শে জুন, ২০১২ রাত ২:৩০
এইচ এম শরীফ বলেছেন: পবিত্র ক্কোরানের একটি আয়াতের অর্থ অনেকটা এরকমঃ ক্কেয়মতের দিন সকল বন্ধু একে অপরকে সত্রু মনে করবে, তবে মো'মিন ব্যক্তিরা ছাড়া।
আসলে যে কোন সূরাই মুখস্ত করেন না কেনো, পরিপূর্ণভাবে আমল করা হোল সবেচেয়ে বেশি জরুরি, তাই নয় কী?
আমি আর কী বলবো সবই বলা হয়ে গেছে উপরে।
ধন্যবাদ আপনাকে।
২৪ শে জুন, ২০১২ রাত ৩:২২
আবিরে রাঙ্গানো বলেছেন: আমল করা বলতে কি বুঝিয়েছেন আপনি? শুধুমাত্র সূরা ইখলাস দিয়ে নামাজ পড়লেও তো নামাজ হয়। সারাদিন সুরা ইখলাস দিয়ে নফল নামাজ পড়লাম আমল হলো, কিন্তু সেটি কি ঠিক হলো? কি বলেন? একটি সূরা শিখে সেটি দিয়ে বারবার নামায পড়া বা নফল নামায পড়ার চেয়ে নফল নামাজের সময়টুকু কোরআন পাঠ করা উত্তম নয় কি?
রসুল (সা) বলেছেন: ও আবু জার! তোমার জন্য সকাল বেলা পবিত্র কোরআনের একটি আয়াত শিক্ষা করা ১০০ রাকাত নফল নামাজ পড়ার চেয়েও উত্তম। (Ibn-e-Ma’ja, Volume 1, Hadith # 619)
এই হাদিসের ব্যাপারে আপনার মতামত কি?
১৭| ২৪ শে জুন, ২০১২ রাত ২:৪১
কালো পতাকার খোঁজে বলেছেন: চমৎকার আলোচনা। আরো বেশী সাজেশন আশা করছি। পোস্টে প্লাস।
২৪ শে জুন, ২০১২ রাত ৩:২৯
আবিরে রাঙ্গানো বলেছেন: ধন্যবাদ আপনাকে। আসলে কোরআন শেখার ইচ্ছা সবসময় ছিল, কিন্তু বেশ কিছুদিন ধরে একটি ঝামেলায় আছি, সেজন্য কোরআন পাঠে মন দিতে পারছি না। কবে যে ঝামেলা শেষ হবে বুঝতে পারছি না। দোয়া করিয়েন।
১৮| ২৪ শে জুন, ২০১২ ভোর ৫:৪৪
আনজান বলেছেন: +++++++ for 'Abire Rangano' and 'Muhammod Ershadul Karim'
১২ ই জুলাই, ২০১২ সকাল ৮:০৪
আবিরে রাঙ্গানো বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আনজাম = তারকারাজি?
১৯| ২৪ শে জুন, ২০১২ সকাল ৮:১৪
কান্টি টুটুল বলেছেন:
সুন্দর পোষ্ট
সুরা...আত তাক্ভীর,
আয়াত.......সুরা মারইয়াম ১৬-২০
[16] এই কিতাবে মারইয়ামের কথা বর্ণনা করুন, যখন সে তার পরিবারের লোকজন থেকে পৃথক হয়ে পূর্বদিকে এক স্থানে আশ্রয় নিল।
[17] অতঃপর তাদের থেকে নিজেকে আড়াল করার জন্যে সে পর্দা করলো। অতঃপর আমি তার কাছে আমার রূহ প্রেরণ করলাম, সে তার নিকট পুর্ণ মানবাকৃতিতে আত্নপ্রকাশ করল।
[18] মারইয়াম বললঃ আমি তোমা থেকে দয়াময়ের আশ্রয় প্রার্থনা করি যদি তুমি আল্লাহভীরু হও।
[19] সে বললঃ আমি তো শুধু তোমার পালনকর্তা প্রেরিত, যাতে তোমাকে এক পবিত্র পুত্র দান করে যাব।
১২ ই জুলাই, ২০১২ সকাল ৭:৫৮
আবিরে রাঙ্গানো বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। টুটুল ভাইয়ের মরিয়ম + ঈসা (আ) প্রীতির প্রমান আবারো পেলাম। এই আয়াতগুলোতে তো একটি ঘটনা বর্ণনা করেছেন আল্লাহ। কিন্তু এমন ঘটনা তো অনেক আছে কোরআনে তাই নয় কি? সবার অন্য রিফারেন্সগুলো অন্যরকম।
২০| ২৪ শে জুন, ২০১২ সকাল ১১:৪২
মেলবোর্ন বলেছেন: সবাইতো বলে দিল আমি কি বলবো, আয়তুল কুরসি মুখস্ত করি যখন আমার বয়স চার কারন আম্মা সবসময় সেটা পরতেন তাই আমি কায়দা শেষ করার আগেই মুখস্ত হয়ে যায় শুনতে শুনতে এখন কার বাচ্চারা যেমনি শাহরুকের ছবির গান মুখস্ত করে ফেলে,
তার পর সুরা হাশরের শেষ তীন আয়াত, সুরা ফীল টাও বেশ ভাল লাগে এটা ক্লাস এইটএ আরবি স্যার শিখান তখন এটার অর্থ শুনে বেশ ভাল লাগে আর কিছু দিন আগে সুরা ফীল নিয়ে এখটি পোস্ট দেই দেখতে পারেন কিভাবে আল্লাহ সুরা ফীলে সুন্দর ভাবে শব্দ সিলেকশন করেছেন Click This Link
আর কোরআনের শেষের দিকের সুরা তো আপনার মুখস্ত আছে নিশ্চই সুরা সমুহ ৮০-১১৪
সুরা আর রহমান টা কিন্তু বেশ আবেগি পড়লেই মন ভাল হয়ে যায়
১২ ই জুলাই, ২০১২ সকাল ৭:৫৬
আবিরে রাঙ্গানো বলেছেন: ধন্যবাদ অনেক অনেক। সুরা আর রহমানের এই তিলাওয়াতটি কেমন লাগে দেখুনতো। http://www.youtube.com/watch?v=riW4W66ptqI আমার বেস্ট মনে হয়।
২১| ২৪ শে জুন, ২০১২ দুপুর ১:০৯
চিরতার রস বলেছেন: নানাভাই বলেছেন: যে লোক আল্লাহর উপর ভরসা করে, তার জন্য তিনি(আল্লাহ) ই তো যথেষ্ঠ। সুরা তালাক(আয়াত-৩)
১২ ই জুলাই, ২০১২ সকাল ৭:৫৪
আবিরে রাঙ্গানো বলেছেন: অনেক ধন্যবাদ। সুরা তাওবার শেষ আয়াতও একই রকমের। দেখে নিয়েন।
২২| ২৫ শে জুন, ২০১২ ভোর ৫:০৭
হাদী নয়ন বলেছেন: গতকাল রাতে যখন ঘুমাতে যাবো তখন আপনার এই সুন্দর পোস্ট টা চোখে পরে,তারাতারি প্রিয়তে রেখে ঘুমাতে চলে যাই।আজ সারাদিন কাজে ব্যাস্ত থাকার জন্য আর দেখা হয়নি ও ধন্যবাদ দেয়া হয়নি।
আপনাকে ধন্যবাদ এই কারনে যে আপনার মনে এই ইচ্ছা জাগাতে এখন আমরা অনেকেই এই পোস্ট থেকে উপকৃত হবো।
আল্লাহ আপনাকে পবিত্র আল কোরআনের আরো আনেক সুরা,আয়াত মুখস্ত করার তৌফিক দেন এবং সেই সাথে আমাদের কেও,আমিন।
১২ ই জুলাই, ২০১২ সকাল ৭:৫৩
আবিরে রাঙ্গানো বলেছেন: ঝা ঝা সহকারে ধন্যবাদ হাদী ভাই আপনাকে। কিন্তুক কোরআন মুখস্ত হতে চায় না যে মামু।
২৩| ১২ ই জুলাই, ২০১২ রাত ২:৪৫
রাহীম বলেছেন: ধন্যবাদ সব মন্তব্যকারীদের ও পোস্ট দাতাকে মহান আল্লাহ সবাইকে উত্তম জাজা দিক । আসলে পুরো কুরআনটাই খুব প্রিয় । তবে টিভি কুরান ডড কোম যে তিলাওয়াত করে তা খুব ভালো লাগে । আপনাদের সকলের আয়াতগুলো আশা করি খুব ভালো লাগবে ।
Click This Link
১২ ই জুলাই, ২০১২ সকাল ৭:৫১
আবিরে রাঙ্গানো বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভাল লেগেছে অনেক। সমস্যা হলো মুখস্ত হতে চায় না এখন। কোরআন মুখস্ত করার কোন ট্রিকস আছে নাকি?
২৪| ২৫ শে জুলাই, ২০১২ সকাল ১১:৩৯
শরিফ নজমুল বলেছেন: সুরা মুনাফিকুন এর শেষ তিন আয়াত...অর্থ পড়লেই বুঝবেন কতটা হৃদয়গ্রাহী.....
৩১ শে ডিসেম্বর, ২০১২ সকাল ১০:১২
আবিরে রাঙ্গানো বলেছেন: জ্বী ধন্যবাদ আপনাকে। পুরো কোরআনকে পারলেই মুখস্ত করার ইচ্ছা ছিল, কিন্তু আল্লাহ জানেন কতদুর কি হবে।
২৫| ২৪ শে নভেম্বর, ২০১২ বিকাল ৪:১১
সাইবার ডাঃ ডেভিলস ডুম বলেছেন: সূরা আল ইমরান এর ৮ নং আয়াত
অর্থ পড়লেই বুঝতে পারবেন কেন এই আয়াত পড়তে বল্লাম ।
ভালোথাকুন , আসসালামুয়ালাইকুম
৩১ শে ডিসেম্বর, ২০১২ সকাল ১০:১২
আবিরে রাঙ্গানো বলেছেন: ধন্যবাদ আপনাকে। হুম ভাল আয়াত। আমার ভাল লাগে আলে ইমরানের ২৬-২৭। অসাধারণ সুর এবং অর্থ।
২৬| ২৭ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২৪
মুহাম্মদ এরশাদুল করিম বলেছেন: ভাই, ভুল হইছে মনে হয়, মাফ চাইছি। আমার সামু আসা হয় না বললেই চলে, আমার জন্য ই-মেইলে সুবিধা, তাই বলেছিলাম আর কি...আপনার অফিসের সমস্যাটা বুঝতে পারছি...আমি মালোয়েশিয়াতে থাকি ...পি.এইচ.ডি করছি ইউনিভার্সিটি অব মালায়াতে। ..আমার গবেষণার বিষয়...ন্যানোটেকনোলজির আইনগত দিক।...আমার মনে হয়েছিল আপনি কাছাকছি কোথাও থাকেন, সিংগাপুর বা জাপান এই ধরনের কিছু মনে হয় আমি দেখছিলাম, আমি লজ্জিত আমি মনে করতে পারছি না। সামুতে যেই সময়টুকু মাঝে মাঝে আসছি, তাতে যেই ২/১ জন ব্লগারের লেখা বা আলোচনা আমার ভালো লেগেছিল তার মধ্যে আপনি ছিলেন তো, তাই আপনার সাথে যোগাযোগ রাখতে চাইছিলাম। কোরন নিয়ে, উচ্চশিক্ষা নিয়ে আপনার কয়েকটা পোষ্ট বা কমেন্ট পড়ছিলাম। ভাই, আমি ঢাকা বিশ্ব: থেকে আইনে স্নাতকোত্তর শেষ করি ২০০৩ এ। আলহামদুলিল্লাহ আন্তর্জাতিক জার্ণালে আমার কিছু লেখাসহ সামান্য আরও কিছু ব্যক্তিগত অর্জণ আছে। আরও ভালো কিছু করার প্রত্যাশায় অনেকদিন পরে আবার পড়াশুনাতে ফিরে আসছি তো, গবেষণার অনেক কিছু এখনো ধান্দা লাগে আর আমার বিষয়টিতে তো বিজ্ঞাণের সাথে অনেক সম্পর্ক, আমার কেন জানি মনে হইছিল যে, হয়তো আপনার সাথে কখনো যোগাযোগ করলে কোন বিষয় সহজ হতে পারতো। জানি না কেন আমার এই রকম মনে হইছিল...যাই হোক করজোড়ে ক্ষমা চাচ্ছি। দয়া করে বিষয়টি আর আমলে নিবেন না। আর সম্ভব হলে দয়া করে এইটি আর উপরের কমেন্টটি মুছে দিবেন। আপনার মতো হয়তো আমিও আমার ই-মেইল এড্রেস নিয়ে একটু কনসার্ণ। আপনার সুস্বাস্হ্য আর মঙ্গল কামনায়। ভালো থাকবেন। ইংরেজী নববর্ষ ২০১৩ এর অগ্রিম শুভেচ্ছা।
৩১ শে ডিসেম্বর, ২০১২ সকাল ১০:০৮
আবিরে রাঙ্গানো বলেছেন: ধন্যবাদ, বুঝতে পারলাম। ভাল লাগলো আপনি পিএইচডি করছেন শুনে। ভালভাবে গবেষণা/পড়াশুনা চালিয়ে যান। ইদানিং গবেষণায় আমি কোন আগ্রহ পাইনা। কয়েকটি জার্নাল পেপার সাবমিট করেছিলাম। একটির রিভিশন চেয়ে পাঠিয়েছে। কিন্তু এতো অলস হয়েছি, যে নড়েও নড়ছি না। হ্যা আপনার ধারণা ঠিক আছে। আমি বেশি দুরে থাকি না। হয়তো মালেশিয়াতেও চলে আসতে পারি যখন তখন।
আর লেখার ব্যাপারে: অনেক ভাল কনটেন্ট নিয়ে লিখলে লিখতে পারি, টপিক মাথায় আসে। কিন্তু ইচ্ছে করে না কারণ এখানে লিখে কোন ফায়দা আছে বলে মনে হয় না। এখানে সিরিয়াস টাইপের লেখা কেউ পড়ে না। বা সেখান থেকে তেমন কেউ শিক্ষা নেয় না। ভাল থাকুন। মেইল এড্রেস রেখে ছিলাম আমি আপনাকে মেইল করার চেষ্টা করব।
২৭| ০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ২:০৯
আজমান আন্দালিব বলেছেন: আর লেখার ব্যাপারে: অনেক ভাল কনটেন্ট নিয়ে লিখলে লিখতে পারি, টপিক মাথায় আসে। কিন্তু ইচ্ছে করে না কারণ এখানে লিখে কোন ফায়দা আছে বলে মনে হয় না। এখানে সিরিয়াস টাইপের লেখা কেউ পড়ে না। বা সেখান থেকে তেমন কেউ শিক্ষা নেয় না।...কথাটা ঠিক না। অনেকেই সামুতে নিরবে আসেন, তাঁরা সিরিয়াস পাঠক ও বটে। আর আপনি আপনার মতো লিখে যান। আর্কাইভ হিসেবে থাকলে ও লাভ।
২৮| ০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ২:২৩
মুদ্দাকির বলেছেন: সূরা ২৬ আয়াত ৭৭ থেকে ৯০ । আসসালামুয়ালাইকুম !!
©somewhere in net ltd.
১|
২৪ শে জুন, ২০১২ রাত ১২:৫৩
দেখি তো পারি কিনা..... বলেছেন: আলকুরআনের তিলাওয়াত শুনার সময় সব গুলোই ভালো লাগে। তবে সূরা আর রাহমান আর তাছাড়া কিছু মক্কী সূরা যেগুলো একটু ছোট বাট একটা আয়াত এর সাথে আরেকটা ছন্দ মিলানো ওগুলো শুনতে খুব ভালো লাগে।