![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমেরিকায় তোমার সন্তান স্বর্ণ চামচ মুখে, মরুর বুকের পিপাসার্ত শিশুর বিঁধছে টোটা বুকে। শখঃ আডডাবাজী করা, গান শোনা, মহাবিশ্ব সম্পর্কে জানা, ঘুরতে যাওয়া, একটু আঁধটু লেখা....
রিয়েল মাদ্রিদ বার্সাকে ৩-১ গোলে হারিয়েছে। দুই খেলায় বার্সা ৪-২ গোলে হেরে কোপা ডেল রে থেকে বিদায়। রিয়েল ভক্তরা আছো নাকি?
সংক্ষেপে খেলার গোল: খেলার ১৪ মিনিটে পিকে রোনালদোকে ডি বক্সের ভিতরে ফেলে দিলে রোনালদো পেনাল্টি থেকে গোল করে রিয়েলকে এগিয়ে দেয়। খেলার ৫৭ মিনিটে রোনালদো আরেক গোল করে রিয়ালকে ২-০ লিড এনে দেয়। ৬৭ মিনিটের সময় ভারানের হেডে রিয়েল ৩-০ তে এগিয়ে যায়। খেলা শেষ হওয়ার ২ মিনিট আগে বার্সার জর্দি আলবা ১ গোল করে ব্যবধান কমাতে সক্ষম হয়। এই ফলাফলের কারণে বার্সা বিদায় নিলো কোপা ডেল রে থেকে।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৬
আবিরে রাঙ্গানো বলেছেন: আমার মনে হয় ক্লাবগুলোতে টাকা পয়সার লেনদেন হয়। রিজাল্ট আগেই ঠিক থাকে খেলা হয় শুধু দর্শকদের দেখানোর জন্য। বার্সা একটা নিবে রিয়েল একটা নেবে। কারণ এদিকে বার্সা বাদ গেলো ওদিনে রিয়াল এটলাটিকোর নিচে পড়ে রয়েছে। মজার ব্যাপার না?
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১১
লোনা স্বপ্ন বলেছেন: রানিং ফ্ল্যাশ বলেছেন:
সব ট্রফি বার্সেলোনা নিয়ে গেলে চলবে.... তাহলেতো অন্য ক্লাবগুলো খেলাই ছেড়ে দেবে...
এই জন্যই আরকি...
এবার রিয়ালের ইজ্জতের ব্যপার দাড়িয়ে গেছে... ভাবা যায় আটলাটিকোর নীচে পড়ে আছে...
ভালো থাকুন.
পুরা সহমত
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৭
আবিরে রাঙ্গানো বলেছেন:
আমার মনে হয় ক্লাবগুলোতে টাকা পয়সার লেনদেন হয়। রিজাল্ট আগেই ঠিক থাকে খেলা হয় শুধু দর্শকদের দেখানোর জন্য। বার্সা একটা নিবে রিয়েল একটা নেবে। কারণ এদিকে বার্সা বাদ গেলো ওদিনে রিয়াল এটলাটিকোর নিচে পড়ে রয়েছে। মজার ব্যাপার না?
৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২০
রানিং ফ্ল্যাশ বলেছেন:
পুরটা না হলেও সম্ভবত কিছুটা... এসবের ভেতরে বাইরে কোটি কোটি টাকার ব্যবসা চলে... সো, অনেক কিছুই তাদের ইচ্ছামতো হতেই পারে...
ভালো থাকুন।
৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫২
মৃন্ময় বলেছেন: vai gum theikka uitta yes koia ekta dak parcilam.....
৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০০
রাসেল ভাই বলেছেন: ছ্যাড়াব্যাড়া ফুটবল খেলেছে বার্সা । খেলার প্রথম মিনিট থেকে কোন সময়ই ডিফেন্স ঠিক রাখে নাই ।
©somewhere in net ltd.
১|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৭
রানিং ফ্ল্যাশ বলেছেন:
সব ট্রফি বার্সেলোনা নিয়ে গেলে চলবে.... তাহলেতো অন্য ক্লাবগুলো খেলাই ছেড়ে দেবে...
এই জন্যই আরকি...
এবার রিয়ালের ইজ্জতের ব্যপার দাড়িয়ে গেছে... ভাবা যায় আটলাটিকোর নীচে পড়ে আছে...
ভালো থাকুন..