নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভনিতা নয় আমি উচিত কথা বলি

ভাঙ্গতে পারবে না আমি ভঙ্গুর নই। ছুঁতে পারবে না কভু যদি ক্ষিপ্র হই।

আবিরে রাঙ্গানো

আমেরিকায় তোমার সন্তান স্বর্ণ চামচ মুখে, মরুর বুকের পিপাসার্ত শিশুর বিঁধছে টোটা বুকে। শখঃ আডডাবাজী করা, গান শোনা, মহাবিশ্ব সম্পর্কে জানা, ঘুরতে যাওয়া, একটু আঁধটু লেখা....

আবিরে রাঙ্গানো › বিস্তারিত পোস্টঃ

আপনি যে গুলি খেয়ে মরবেন না তার কি গ্যারান্টি আছে?

২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৩

পেপারে দেখলাম "নাশকতাকারীদের দেখামাত্র গুলি!"। বিশ্বজিতের কথা মনে পড়ছে খুব। বিশ্বজিৎ কোন রাজনীতি করতো না, সে কোন মিছিল কিম্বা নাশকতা করেনি। ভয়ে দৌড় দিয়েছে। শুধু এজন্যই তাকে জীবন দিতে হলো নির্মম কোপ খেয়ে। আপনি জরূরী কাজে বাইরে যেতেই পারেন। ধরুন পাশে পুলিশ অন্য কাউকে গুলি করলো, সেটি শুনে আপনি দৌড় দিয়ে পালাতে গেলেন। রাজনীতি আপনার চৌদ্দগুষ্টির কেউ করে না। কিন্তু দৌড় দিয়ে পুলিশের চোখে আপনি নাশকতাকারী হয়ে গেলেন। আর যাবেন কই, পুলিশের গুলিতে উড়ে গেলো আপনার মাথার খুলি। মায়ের কোলে ফিরতে পারলেন না। নিষ্পাপ নিরপরাধ আপনার মৃত লাশটিকেও শান্তিতে থাকতে দিলো না, অপবাদ দেয়া হলো আপনি মিছিল-ভাংচুর করছিলেন। নাশকতাকারীদের দেখামাত্র গুলি - এর ফাঁদে আমি যে পড়বো না তার গ্যারান্টি কোথায়? কারণ কিছু কাজ এমন সময় দেখা দেয় বাইরে না গিয়ে পারা যায় না। আমাদের মাথায় খুলি আছে কিন্তু সে খুলির নিচে মানুষের মগজের পরিবর্তে বাঘের মগজে পরিপুর্ণ হচ্ছে দিনকে দিন। নিস্ঠুরতা আমাদের পেয়ে বসেছে। খুন দেখে দেখে এতোটাই অভ্যস্ত হয়ে পড়ছি যে প্রতিদিন পেপারে ১০/২০ টা খুনের ঘটনা না দেখলে পেপার পানসে লাগে। কি একটা যেন হয়নি মনে হয়। এজন্য খুন করার অর্ডার দিতে আমরা ২বার ভাবি না। সকল দেশ সভ্যতার দিকে এগিয়ে চলছে, আর আমার মাথায় একটি প্রশ্ন ঘুরপাক খায় - মানুষ হব কবে আমরা?

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২৩

মহাজগতিক ভাবুক রাজীব বলেছেন: তাহলে গাড়ি পুড়ানো আর ভাঙচুর থামানোর উপায়টা আপনিই বলে দিন

২৮ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১৮

আবিরে রাঙ্গানো বলেছেন: ভাইরে আমার এই হরতালের কারণে বিশাল ক্ষতি হয়েছে, হরতালকে আমি সাপোর্ট করি বলে মনে করেন? সামনে একটি ডেডলাইন, অথচ হরতালের কারণে আমার কাগজপত্র সব আটকে আছে। শুধুমাত্র হরতাল না থাকলে ডেডলাইনের মাঝে কাজটি করতে পারতাম।

২| ২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৩১

অেসন বলেছেন: আপনি যে হরতালকারীদের দেওয়া আগুনে পুড়ে মরবেন না তার গ্যারান্টি
আছে?

৩| ২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪৯

তিক্তভাষী বলেছেন: ফুটন্ত কড়াই আর জলন্ত উনুন। আপনার পছন্দ বেছে নিন।

২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৫

আবিরে রাঙ্গানো বলেছেন: হুম, সেটাই। কোনদিকে যাব বুঝতে পারছি না। সুজলা সুফলা শষ্য শ্যামল বাংলা, প্রিয় রুপসী সোনার বাংলা, জন্ম আমার ধন্য হলো মাগো, আমি বাংলায় গান গাই, আরো কত কি!!! ইদানিং বাংলাদেশ নামক নর্দমায় জন্ম হয়েছে বলে বড় আফসোস লাগে। আফসোস লাগে এই ভেবে যে সারা বিশ্ব আমাদেরকে চোর বাটপারের চেয়েও খারাপ মনে করে।

৪| ২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
তিক্তভাষী বলেছেন: ফুটন্ত কড়াই আর জলন্ত উনুন। আপনার পছন্দ বেছে নিন।



সহমত।

৫| ২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৫

শায়েরী বলেছেন: মানুষ হব কবে আমরা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.