নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভনিতা নয় আমি উচিত কথা বলি

ভাঙ্গতে পারবে না আমি ভঙ্গুর নই। ছুঁতে পারবে না কভু যদি ক্ষিপ্র হই।

আবিরে রাঙ্গানো

আমেরিকায় তোমার সন্তান স্বর্ণ চামচ মুখে, মরুর বুকের পিপাসার্ত শিশুর বিঁধছে টোটা বুকে। শখঃ আডডাবাজী করা, গান শোনা, মহাবিশ্ব সম্পর্কে জানা, ঘুরতে যাওয়া, একটু আঁধটু লেখা....

আবিরে রাঙ্গানো › বিস্তারিত পোস্টঃ

কারণ আমরা তো বেওয়ারিশ কুত্তা, আমাদের পরণের পোষাক লাগে না।

১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:৫৯

পিস্তল হাতে বল করতে আসছেন পুলিশ, কুড়াল হাতে ব্যাট করবেন খোকা। আর আমরা উপভোগ করবো ফাইনাল খেলা। ব্যাপারটি এমন হলে বেশ ভালই উপভোগ্য হতো খেলাটি। কিন্তু যদি বোলারের কাজ ঠিকই পুলিশ করে আর ব্যাটিংয়ের কাজ করে রিক্সাওয়ালা কুলিদের মত নিরীহ আম জনতা তখন খেলাটি বেশি উপভোগ্য হয় খোকাদের জন্য আমাদের জন্য নয়।



নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে অনুষ্ঠিত যৌথ সভায় ২৫ অক্টোবরের সমাবেশকে ‘ফাইনাল খেলা’ হিসেবে উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘কোয়ার্টার ফাইনাল হয়েছে, সেমিফাইনাল হয়েছে। এবার ফাইনাল খেলা।



মাঠে লাশের পর লাশ পড়বে আর খোকা ফখরুলরা বাসায় নিরাপত্তা বেষ্টনীর মাঝে বসে হাতে তালি দিয়ে টিভিতে খেলা উপভোগ করবে। লাশ পড়লে ওরা উপভোগ করবে ঠিক আমরা যেমন উপভোগ করি প্রতিপক্ষের উইকেট পড়লে।



আমরা রাজনীতি করে খাই। ক্ষমতায় যাওয়ার জন্য যা যা দরকার সবই করব। মানুষ তো মানুষ নয় একেকটা রাস্তার কুত্তা, কামড়াতে আসলেই ধড়-মাথা আলাদা করে দিবি। খাবারের কাড়াকাড়িতে কামড়াকামড়ি করাই যাদের চিরাচরিত অভ্যাস, তারাই আমাদের দেশকে শাসন - শোষণ করে। দেশের আঈন শৃংখলা কত নিচে নামলে এমনভাবে সহিংসতাকে উৎসাহিত করা যায়।



আওয়ামীলীগের নিপীড়নে মানুষ অতিষ্ট হয়ে বিএনপিকে ভোট দিবে, এবং তারা ক্ষমতায় যাবে এটা একপ্রকারের নিশ্চিত। কিন্তু আমরা কাদেরকে ভোট দিচ্ছি এটা কি কখনো ভেবে দেখেছি? সুন্দরবনের ক্ষুধার্ত দুটি বাঘের কাছে একটি করে হরিন রেখে বারবার বলছি: আগের হরিনগুলো নাকি তুই যখন ঘুমিয়েছিলি তখন কোথায় চলে গেছে, ভাই এবার অন্তত ভাল করে পাহারা দিস, এটা হারিয়ে গেলে আমার পরণের পোষাকটিও হারাতে হবে। যথারীতি পরনের পোষাকটিও হারাতে হবে আমাদের সেদিন আর দুরে নেই। কারণ আমরা তো কুত্তা, আমাদের পরণের পোষাক লাগে না।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:৩০

আবিরে রাঙ্গানো বলেছেন: বঙ্গবন্ধু ১৯৭১ সালে: তোমাদের যার যা আছে তাই নিয়ে প্রস্তুত থেকো। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।

খোকা- মির্জা ২০১৩ সালে: তোমাদের যার যা আছে (দা-কুড়াল) তাই নিয়ে প্রস্তুত থেকো। কোয়ার্টার ফাইনাল নয়, সেমিফাইনাল নয়, এবারের খেলা ফাইনাল খেলা।

৭১ এ দেশ যেমন ২ ভাগ হয়েছিলো, ২০১৩ সালে বাংলাদেশকে ২ ভাগ করে একভাগ লীগকে আরেকভাগ বিএনপিকে দিলে খারাপ হয় না।

২| ১৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৩১

জগ বলেছেন: এভরি চুশীল ইজ এ ছুপা হাম্বা -- কথাটা আপনার ক্ষেত্রে সম্ভবত প্রযোজ্য।

১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৪৯

আবিরে রাঙ্গানো বলেছেন: কথাটির মানে বুঝিনাই। আমাকে কি গরু কইলেন? :((

৩| ১৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৩

জগ বলেছেন: হাম্বা = বাল সাপোর্টার
বাল = BAL = বাংলাদেশ আওয়ামি লীগ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.