![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অতি সাধারন একজন "জীবন একটাই , যদি হেরে যাই বাঁচব না , আর যদি বেঁচে থাকি কখনই হারব না "কবি বাংলার পান্থ
দোস্ত ও আমার কথোপকথন
দোস্তঃ এয়ারটেল সিম ইউজ করা বাদ দে ।
আমিঃকেন দোস্ত ??
দোস্তঃ তুই কোন খবর রাখস না ??ফেসবুকে দেখিস নাই সবাই আমরা ভারতীয় পণ্য বর্জন করছি
আমিঃ ও
দোস্তোঃ ও মানে ! বল বাদ দিবি ?
আমিঃ আইচ্ছা দিমু , তুই জিপি সিম ইউজ বাদ দে ।
দোস্তঃ জিপি বাদ দিমু কেন ?? ওইটা তো ভারতীয় না ।
আমিঃ ভারতীয় না , তাতে কি হইছে ?? বিদেশি তো । ফেলানি হত্যার রায় দেখে তোর দেশপ্রেম বেড়ে গেল তাইলে বিদেশি সিম ইউজ করবি কেন ?? দেশি টেলিটক ইউজ কর ।
দোস্ত উত্তর না দিয়াই অফ্লাইনে এ চইলা গেল
ভারতীয় পণ্য বর্জন করতে চান , ভাল কথা আমি শতভাগ সমর্থন দিচ্ছি ।
কিন্তু আমি আমার বন্ধুবান্ধব এমন মৌসুমি দেশপ্রেম দেইখা হতাশ । ফেসবুকে আসব কোন একটা ঘটনা দেইখা দুইদিন লাফালাফি করব তারপর আবার সবকিছু ভুইলা যাইব
০৩ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০০
সোয়াইব ইমরান আবীর বলেছেন: ধন্যবাদ
২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৪৩
শামীম সুজায়েত বলেছেন: ঝোঁকে ঝাঁকে বাঙালি
সর্ট টাইম মেমোরি
©somewhere in net ltd.
১|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৪
খাটাস বলেছেন: আমি নিজে ও এয়ারটেল সিম ব্যাবহার না করার সিদ্ধান্ত নিয়েছি। আমি না ভেবে হুজুগে সিদ্ধান্ত নেই না। আমার টা কি মৌসুমি দেশ প্রেম?
আর বেস ভাল টপিকে লিখেছেন। অন লাইনে বিশেষ করে ফেবু তে শুধু মৌসুমি না, সাবনুর, ময়ূরী, নিকিতা, মিকিতা সহ নানা কিসেমের দেশ প্রেম দেখা যায়।
শুভ কামনা।