নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ABRAHAMETRY Mii

ABRAHAMETRY Mii

আব্রাহামিট্রি

সর্বপ্রথম আমি মুসলিম এরপরে বাকি সব পরিচয়

আব্রাহামিট্রি › বিস্তারিত পোস্টঃ

I didn't Know that: মুসলিম থিওরী

২০ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৫৭

I didn't Know that: মুসলিম থিওরী
প্রথমত সব ধর্মই (!) এটা মানে যে, সৃষ্টিকর্তা একজন (শুধু উছিলা ভেদে কেউ কেউ একাধিক GOD/GODESS বানায় এই আরকি!)

এবার দ্বিতীয় কথা হল, এটা সত্য যে সব শিশুরা প্রথমে মুসলিম হিসেবে জম্ম নেয় পরে সে যদি অমুসলিম হয়ে যায় সেটা হল পিতামাতার কারণে- [সহীহ মুসলিম ৬৪২৬]

এই কথাটা শুনার পরে অনেকেরই একটা প্রশ্ন উঠতে পারে যে,
“হিন্দুর ঘরে, খৃষ্টানের ঘরে যে ছেলেটা জম্মায় সেও কি মুসলিম? কেমনে কি?”

আসুন একটা জিনিষ আজ পরিষ্কার করা যাক যে মুসলিম বলতে আপনি কি বুঝেন আর আসলে মুসলিম কি বুঝায়?
আম-কাঠাল-কলা জনতা মুসলিম বলতে বুঝে, “যে ইসলাম ধর্ম পালন করে এই আর কি!!”
আমাদের আগে দুইটি জিনিষ জানা জরুরীঃ
১. মুসলিম শব্দটা এসেছে আরবী “ইসলাম” শব্দ থেকে যার অর্থঃ “আত্মসমর্পন করা বা নিজেকে দাস হিসেবে মেনে নেয়া বা নিজেকে বিনয়াবনত করা”, “হুকুম মান্য করা”, “কোন আপত্তি ছাড়াই আদেশ-নিষেধ মেনে চলা” এই!!!

আরবী ভাষায় যদি কোন কিছু কেউ পালন করে বা বৈশিষ্ট্যগ্রহন করে মেনে চলে তাহলে শব্দের সাথে শুরুতে “মু-” লাগিয়ে দেয়া হয়। যেমন ঈমান আনলে “মু’মিন” ... ইসলাম পালন করলে “মুসলিম” ... ...

২. ইসলাম আসলে কোন ধর্ম না !! (এটা হল অনেকের কাছে অজানা) একটা উদা দেইঃ ইয়াহুদা গোত্র থেকে এসেছে “ইয়াহুদী ধর্ম” আবার জিসাস ক্রাইষ্ট থেকে এসেছে “খৃষ্টান ধর্ম” একইভাবে গৌতম বুদ্ধ থেকে এসেছে “বুদ্ধ ধর্ম” কিন্তু ........................

ইসলামের ব্যাপারে আল্লাহ কখনো কোন জাগায় ধর্ম হিসেবে উল্লেখ করেননি বরং এটাকে বলা হয়েছেঃ একমাত্র দ্বীন (যার অর্থঃ পথ, পদ্ধতি, জীবন ব্যাবস্থা, life style)।

যে ইসলাম বুঝে পালন করবে সে যদি কোন হিন্দুর ঘরেও থাকে তারপরেও আল্লাহর নিকট সে মুসলিম। ব্যাপারটা খুব সহজ!!

সুতরাং অন্য ধর্মের ক্ষেত্রে যেটা হয়, বাপ-দাদার পৌতৃক সম্পত্তি হিসেবে ধর্ম পালন করা হয় সেখানে ইসলাম এরকম না আর তাই, একটা শিশু এমন “অনুগত ও নিষ্পাপ” হিসেবে জম্মায় যে সে আসলে প্রথমে “মুসলিম” হিসেবেই জম্মায় আর পরের কাহিনী তো আমাদের সবারই জানা...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.