![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কে সুন্দর কালো নাকি সাদাঃ Bayesian Calculation
কলোনিয়াল আমলে (১৭৮৩ - ১৮৩৩) যখন বৃটিশরা (যদিও আমরা তাদের মনে করি এরা ফর্সা আসলে এরা ধবল রোগী !!) যখন ক্ষমতায় আসলো সবসময়ই তারা আমাদের সামনে তাদেরকে মহৎ ও শ্রেষ্ঠ দেখাতে লাগলো।
এই সাদা বৃটিশরাই মূলত এমন সব গল্প, উপন্যাস আর চিন্তাধারা আমাদের মধ্যে ঢুকিয়েছে যেটা আমরা এখনো লালন পালন করছি এরই একটি চিন্তা ধারা হলঃ সাদা সুন্দর আর কালো অসুন্দর।
আজ ইথিওপিয়াকে বিশ্বের সবচেয়ে গরীব দেশ হিসেবে দেখানো হয়। আর এরা হল কালো !!! মিডিয়া এমনভাবে কালোদেরকে উপস্থাপন করেছে যে, যখনই কোন কালো কাউকে আমাদের সামনে উপস্থাপন করা হয় আমাদের চোখে "গেয়ো", "গরীব", "অসহায়", "দুঃস্থ", "অনাহার পীড়িত" কিছু প্রতিচ্ছবি ভেসে উঠে !!!!
কিন্তু ইতিহাস ঘাটলে দেখা যায় এক সময় এই ইথিওপিয়া ছিল বিশ্বের সবচেয়ে ধনী দেশ এবং মিথলোজিতে দেখা যায় যে গ্রীকরা মনে করত GOD রা ইথিওপিয়ানদের সাথে নিয়মিত উৎসব করত। তাদের এমন মর্যাদা ছিল !!!
ঐ সময় কালো মানে ছিলঃ ক্ষমতা, ঐশ্বর্য, সৌন্দর্য, আভিজাত্য
আর যখনই সাদারা ক্ষমতা দখল করে কালোদের উপর আধিপত্য নিলো তখনই সাদারা হয়ে গেলঃ সুন্দর।
সুতরাং যারা ক্ষমতায় ও ঐশ্বর্যে বেশী তারাই সুন্দর। (উপপাদ্য প্রমাণিত)
©somewhere in net ltd.