নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ABRAHAMETRY Mii

ABRAHAMETRY Mii

আব্রাহামিট্রি

সর্বপ্রথম আমি মুসলিম এরপরে বাকি সব পরিচয়

আব্রাহামিট্রি › বিস্তারিত পোস্টঃ

মৃত ব্যাক্তির জন্য ◄ যা করবেন ও ►যা করবেন না

২৬ শে মার্চ, ২০১৫ রাত ১২:০৩

» ▓ _____মৃত ব্যাক্তির জন্য যা যা করা যাবে না ____ « ▓

১. কুলখানি
২. ফাতেহা পাঠ
৩. চেহলাম (চল্লিশা)
৪. মাটিয়াল (গ্রাম্য ভাষায় দাফন যারা করে তাদের টাকা দেয়া বা খাওয়ানো)
৫. ‪#‎মীলাদ‬ (এর মানে জম্মদিন "মৃত ব্যাক্তির জম্মদিন কিভাবে হয়??")
৬. খতমে "লা -ইলাহা ইল্লাল্লাহ"
৭. খুর'আন খতম বা কবরের কাছে কুর'আন পড়া বা কুর'আন পড়ে বখশে দেয়া
৮. কাংগালী ভোজ
৯. ‪#‎ওরশ‬ (এর অর্থ বাসর রাত কিভাবে মৃত ব্যাক্তির বাসর রাত হয় বুঝা যাচ্ছে না!!! o.O)
১০. সোয়াব মাহফিল
১১. কবরে ফুল বা আগর বাতি দেয়া
১২. এক মিনিট নিরবতা পালন
১৩. মৃত ব্যাক্তির কফিনে জায়নামাজ বা আরবী লেখা কাপড় দেয়া
১৪. জানাজা শেষে সবাই মিলে হাত তুলে সম্মিলিত দু'আ মুনাজাত করা
১৫. মৃত্যু দিবস পালন

▓ ▒ ░____________ যা করতে হবে_______________▓ ▒ ░
১. দু'আ করুন ক্ষমা প্রার্থনা করুন,
----< জানাজা শেষে মৃত ব্যাক্তির জন্য দু'আঃ

♥‪#‎আল্লাহুম্মাগফিরলি‬ ‪#‎লাহু‬ ‪#‎আল্লাহুমা‬ ‪#‎সাব্বিতহু‬

♦অর্থঃ "হে আল্লাহ তুমি তাকে ক্ষমা কর, তাকে সাবিত কদমে রাখো " (আবু দাউদঃ ৩/৩১৫)
২. মৃত ব্যাক্তির জন্য দা-সদকাহ করা ও জনকল্যান মুলক কাজ করা (‪#‎এখলাছের‬ ‪#‎সাথে‬)
৩. মৃত ব্যাক্তির পক্ষ থেকে অনাদায়ি হাজ্জ উমরা, সিয়াম আদায় করা

**********************************************************
#‎বিদ্রঃ‬ মৃত ব্যাক্তি যদি প্রকাশ্য-গোপন শিরক নিয়ে মারা যায় আর যদি সে বে নামাজী হয় তাহলে উপরক্ত কোন আমালই তার জন্য কাজে আসবে না। আল্লাহ আমাদের ঈমানের সহিত মৃত্যু প্রদান করুন আমাদের কবরের প্রশ্ন গুলোর উত্তর সহজ করে দিন আমীন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.