নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রজন্মের কবি

প্রজন্মের কবি › বিস্তারিত পোস্টঃ

জগতের প্রতিটি প্রেমিক পুরুষ সুখে থাক

২৯ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৩৪

প্রতিটা পুরুষ বিবাহের পর বলে এটা জীবনের সব চেয়ে বড় ভুল।কিন্তু মুখে তারা যত যাই বলুক ভিতরে ভিতরে তারা সুখি থাকে।বউ সিগারেট মুখ থেকে টান দিয়ে বের করে নিয়ে চোখ কটমট করে বলে-'খবরদার!এই জিনিস যদি আর একবার তোমার মুখে দেখছি তাইলে খবর আছে।'



বেচারার সিগারেট খাওয়া বন্ধ হয়ে যায়।বন্ধু বান্ধবদের বলে-'দোস্ত,লাইফ ত্যাজপাতা হয়া গেছে।ক্যান যে বিয়া করলাম।'



কিন্তু ভিতরে ভিতরে সে একজন সুখি মানুষ।এত দিন যে মানুষটার কেউ খোজ খবর নেয় নি,যত্ন করে নি।আজ তার কথা একজন চিন্তা করছে,তার যত্ন নিচ্ছে।এটা তার ভাল লাগে।আবেগে তার চোখ ভিজে যায়।কিন্তু এটা সে কাউকে বুঝতে দেয় না।সে তার আবেগ এবং ভালবাসা লুকিয়ে রাখে।কারন বিয়ে করলে পুরুষ মানুষ ছাগল হয়।আর প্রেম করলে হয় মহা ছাগল।



জগতের সকল বিবাহিত এবং প্রেমিক পুরুষ চিরসুখি হোক।তারা তাদের বউ এবং প্রেমিকা কর্তৃক এই ভাবে যন্ত্রনার শিকার হোক।যে যন্ত্রনা কষ্ট দেয় না।আনন্দ দেয়।যে কষ্টে চোখ ভিজে ওঠে সত্য।কিন্তু সেই চোখের জলের ইতিহাস থাকে ভিন্ন।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৩৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহা! ভালো বলেছেন!

২| ২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:১৪

রাতুল_শাহ বলেছেন: ভালো বলেছেন ভাই।

৩| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:০৯

রাজীব নুর বলেছেন: হুম, ঠিক বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.