নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবু উযাইর

আবু উযাইর › বিস্তারিত পোস্টঃ

বাসের জানালা দিয়ে মোবাইল চুরি, অতঃপর চোরের সাথে কথোপকথন

০৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ২:২৫

বৃহষ্পতিবার সন্ধ্যা। ঢাকা থেকে অনেক মানুষ বাড়ীর উদ্দেশ্য রওয়ানা দেন এই সময়টাতে, তাই ঢাকা সিটি থেকে বের হবার পথগুলোতে থাকে ব্যাপক ভীড়। সবচেয়ে বেশী ভীড় থাকে বোধ হয় সায়েদাবাদ-যাত্রাবাড়ীতে। আমি বের হচ্ছি না, বাইরে থেকে ফিরছি ঢাকায়। মাতুয়াইলের পর থেকেই জ্যাম। অনেকক্ষণ ধরে জ্যাম ঠেলে ঠেলে শনির আখড়ার পার হয়ে বাস দাঁড়িয়ে আছে। বাসের জানালার পাশের একটি সিটে বসে বসে মোবাইল টিপছি। আচমকা সাঁড়াশির মতো একটি হাত এসে ছোঁ মেরে নিয়ে গেলো মোবাইলটা। চোখের পলকে বাসের পেছন দিকে গিয়ে অদৃশ্য হয়ে গেলো আঠারো বিশ বছরের লাল শার্ট পরা ছেলেটা। এমন ঘটনার শিকার হলাম জীবনে এই প্রথম। সাথের অন্য একটি মোবাইল থেকে কল করলাম আমার চুরি যাওয়া নাম্বারটিতে। রিং হচ্ছে। এখনও বন্ধ করেনি। ধরলো দু’-তিনটা রিঙের পর। বললো-



‘হ্যালো’

‘ভাই কে আপনি?’

‘আমি......সজিব’

‘ভাই আমার মোবাইলটা নিয়ে গেলেন এখনই’

‘নিসি?............আইচ্ছা’। কেটে গেলো লাইন। রিং দিলাম আবার। ফোনই দিয়েছে বন্ধ করে।



বাসায় ফিরে গেলাম দুঃখ ভারাক্রান্ত মনে। আবার দিলাম রিং। এবার আবার বাজছে। ধরলোও কিছুক্ষণের ভেতর।



‘হ্যালো’

‘ভাই এই ফোনটাতো আমার, কে আপনি?’

‘এইডা আপনের ফোন ক্যাডা কইছে? আমি এট্টু আগে কিন্না লইলাম তেইশ শ ট্যাকা দিয়া’

‘ভাই, আপনি নিজেও তো বুঝছেন এটা আরেকজনের সেট’

‘আমি কেমনে কমু। আমারে কইছে হ্যার বাপের সেট বেচা দিতাছে। যাউকগা, সেট যহন কইতাছেন আপনের, তহন আপনের কাছে আবার বেইচা দিমু। যেই দামে কিনছি হেই দামেই, যান’

‘ভাই, সেটটা দয়া করে দেন। তেইশ শ টাকা বেশী হয়ে যায়। আমি এক হাজার টাকা দিব। সেট আমার অনেক পুরোনো, কিন্তু সিম আর মেমরি কার্ডটা খুব দরকার’

‘আপনে দেহি বেশী কথা কন। নেন আমার স্যারের লগে কথা কন।



এবার ‘স্যারের’ গলা-



‘হ্যা......লো......’

‘ভাই সেটটা দেয়ার ব্যবস্থা করেন। কোথায় আসতে হবে বলেন’

‘আপনে থাকেন কই?’

‘............ যায়গায়’

‘আমিও তো আপনের কাছেই .........খানেই থাকি। এক কাজ করেন, আমরা হেই চোরেরে আটকাইছি। থানায়ও লয়া আইছি। হ্যায় আমাগো ছাইড়া দিতে কইতাছে দিলে তিন হাজার ট্যাকা দিব। আপনেরও যহন সেট সিম দরকার তহন এক কাজ করেন.........পাঁচ হাজার ট্যাকা লইয়া আহেন। পুলিশেরে ট্যাকা দেওন লাগবো, নাইলে হ্যারা তিন হাজার ট্যাকা লইয়া ওই পোলারে ছাইড়া দিব। বুঝেনই তো, পুলিশ কেমুন খারাপ জাত’

‘ভাই, এই বললেন দুই হাজার, আবার এখন বলেন পাঁচ হাজার’

‘আরে মিয়া আপনেরে তো ভাইঙ্গা কইলামই বিষয়ডা। আর অয় আবার না বুইঝা কি কইছে, যা আলাপ সব হইলো আমার লগে’

‘দরকার নাই। আমি সিম বন্ধ করে দিচ্ছি কালকে’

‘আইচ্ছা, আপনে এক কাজ করেন। আপনে হাবিলদার স্যারের লগে কথা কন’



এবার ফোনে এলেন হাবিলদার ‘স্যার’।



‘হ্যালোওওওও’

‘বলেন’

‘আপনের ফোন নি খাবলা দিছে?’

‘জ্বী’

‘হ্যারা কি কয়? কত চাইতাছে?’

‘পাঁচ হাজার’

‘আরে বাদ দেন। আপনে এক কাজ করেন। পাঁচশ টাকা আমার মোবাইলে ফ্লেক্সি করেন, আর হ্যাগোরে বারো শ’ ট্যাকা নগদে দিয়া দিয়েন। বুঝেনই তো, খরচাপাতি কিছু তো লাগবোই’

‘ঠিক আছে। কখন কোথায় আসবো বলেন’

‘আপনের এলাকায় থানার সামনে আয়া পড়েন এখনই, বিশ মিনিটের ভিত্রে’

‘এতো রাতে আসতে পারবো না (তখন বাজে রাত এগারোটা)। কালকে সময় দেন’

‘তাইলে এই মোবাইলের আশা ছাইড়া দেন। কালকা আওন লাগবো না’

‘আচ্ছা আসছি আমি। কোথায় থাকবেন বলেন’

‘থানার সামনে আসেন। হুনেন, আওনের আগে আমার মোবাইলে পাঁচ শ’ ট্যাকা ফ্লেক্সি কইরা আইসেন’

‘ফ্লেক্সি করতে পারবো না, নগদে টাকা দিয়ে দেব’

‘ওই মিয়া আপনে কি অবিশ্বাস করলেন?’

‘অবিশ্বাস না। এতো রাতে ফ্লেক্সি করতে পারবো না’

‘যান, তাইলে আর মোবাইল পাইলেন না’

‘আপনাদের নগদে নিতে অসুবিধা কোথায়?’

‘অসুবিধা নাই। ফ্লেক্সি করতে আপনের অসুবিধা কি?’

‘না ফ্লেক্সি করবো না। নিলে নগদে নেন’



এবার ফোন কেটে গেলো। সত্যিই আল্লাহ্‌ হয়তো বাঁচিয়ে দিলেন আরেকটি সম্ভাব্য ক্ষতি থেকে। বিষয়টি সবার সাথে শেয়ার করলাম এ কারণে যে, কেউ যদি এমন পরিস্থিতে পড়েন (আল্লাহ্‌ আপনাদের হিফাজত করুন), তাহলে এই চক্রের কোন কথায় কান না দিয়ে সিম বন্ধ করে অন্য ব্যবস্থা নিন।



তবে মজার ব্যাপার হলো, মোবাইল চুরির পর সচেতনভাবে একটিবারের জন্যও পুলিশে রিপোর্ট করার কথা মাথায় আসেনি। এটাই হয়তো বিচার ব্যবস্থার প্রতি অনাস্থার সবচেয়ে বড় বহিঃপ্রকাশ।

মন্তব্য ৩৪ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ২:৩৩

জেনুইন শয়তান বলেছেন: আরে পুলিশে জানান নাই তো কি হইছে??, ব্লগে তো জানাইছেন... আপনের মোবাইল পাইয়া যাইবেন শিউর থাকেন। তয় এত রাতে তো আর ফেলেক্সি কর্তার্তেন্না.. কাইল সকালে ইট্টু কষ্ট কইরা... ;) বুঝেনইত্য, খরচাপাতী আছেনা?.. :P

০৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ২:৩৭

আবু উযাইর বলেছেন: কালকে নাম্বারটা দিয়েন। খরচাপাতি পাঠামু।

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ২:৩৯

মিজভী বাপ্পা বলেছেন: এরকম হলে আপনি আপনি যে অপারেটরের সীম ইউজান সে অপারেটরের কাগজ পত্র ও ফোনের আই ই এম আই নম্বর সহ অফিসে যোগাযোগ করুন।এরপর আই ই এম আই ও মোবাইল নম্বর সহ একটা জিডি করে জিডির কপি অপারেটরের কাছে দিন।বাকি ব্যবস্থা ওরাই করবে।

০৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ২:৪৭

আবু উযাইর বলেছেন: দারুন ইনফরমেশন দিলেন তো। ধন্যবাদ। কি ব্যবস্থা নেয় জানেন নাকি কিছু?

৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ২:৪৮

শফিউল আলম চৌধূরী বলেছেন: যাইতেন কেইস করতে, আপনার গিট্টু ছুটায় দিত। একবার আমারে দিছিল প্রায়, ১৬ হাজার টাকার সেট খোয়ায় আবার জীবন দিতে বসছিলাম। পুলিশ আর পুলিশ নাই।

০৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:০০

আবু উযাইর বলেছেন: যথার্থ বলেছেন। তবে মিজভি বাপ্পা ভাই এখানে যে ইনফরমেশন দিলেন তা আশা জাগায়।

৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ২:৫০

মিজভী বাপ্পা বলেছেন: মোবাইল ফোন অপারেটর রা আই ই এম আই নম্বর দিয়ে লোকেশন ট্রেস করে ডিবি পুলিশ কে জানাবে।সেই মোতাবেক ডিবি গিয়ে ওদের হাতে নাতে ধরবে।বেশীর ভাগ সময় এটাই করে।কিন্তু আপনার সীম খোলা থাকে তাহলে ট্রেস করতে ও ধরতে বেশী সময় লাগবে না।

০৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:০২

আবু উযাইর বলেছেন: কালকেই ইনশাআল্লাহ অপারেটরের ওখানে যাব। ধন্যবাদ।

তবে এতো আগের সেটের আইএমইআই নাম্বার যদি না পাই খুঁজে?

৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ২:৫১

তন্ময় ফেরদৌস বলেছেন: :|

৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:১৬

শিব্বির আহমেদ বলেছেন: @মিজভী বাপ্পা , ভাইজান যা কইলেন তা কল্পনার চাইতেও বেশী । আমি ভাল করেই জানি ফুলিশ গুলো চাইলেই মোবাইল ফোন অপারেটর সাহায্য নিয়ে এই কাজ করতে পারবে বাট কথা আরও আছে , আমার অতীত অভিজ্ঞতা বলে এসব করে কোন লাভ নাই ।

৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:৩২

হাসান৭৭৭ বলেছেন: বাপ্পা ভাই যেটা বললেন সেটা হল নিয়মের কথা। কাগজ কলমে এটাই চলে, কিন্তু বাস্তবে ঠিক উল্টো । এত সহজে কি হবে? শেষ পর্যন্ত বিরক্ত হয়ে নিজেই হাল ছেড়ে দিতে বাধ্য হবেন ।

যদিও বাংলাদেশের সিস্টেম সম্পর্কে আমরা সবাই জানি তবুও পারলে হিন্দি Gali Gali Chor Hai মুভিটা দেখবেন। আশা করি পুরো ব্যাপারটা সহজেই বুঝবেন ।

৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১২ ভোর ৫:৩১

C/O D!pu... বলেছেন: আমার সেট হারানোর পর পুলিশের কাছে গেছিলাম ট্রেস করার জন্য...

জিডি নিল, এক সপ্তাহ পর যাইতে কইলো, গেলাম...

গিয়া পুরা বেকুব, কয়- এতো খুনেরই কোনও হদীস হয় না, আর আপনে আছেন আপনের মোবাইল নিয়া, মোবাইল খোঁজার টাইম নাই

পরিচিত না থাকলে কোনও লাভ নাই।

০৭ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৫০

আবু উযাইর বলেছেন: একেবারে বাস্তব।

৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৭:০২

কাঙাল বলেছেন: আপনার লেখার শেষের লাইনগুলো গুরুত্বপূর্ণ খুব

০৭ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৫১

আবু উযাইর বলেছেন: দুঃখ আর বাস্তবতা থেকেই লিখলাম

১০| ০৭ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:০৪

আশিকুর রহমান অমিত বলেছেন: এইরকম একটা কেস ফেস করেছিলাম। যে লোকের কাছে বিক্রি করছিল সে লোক কে ফোন করে বুঝা গেল ঐ আমাদের দাদাবাড়ির দিকে থাকে। পরে লোকটা কাচু মাচু করে যে দামে কিনছিল সে দাম দেওয়াতে সেট ফেরত দিয়ে গেছে। কিন্তু তাতেই মেলা দৌড়ঝাপ করা লাগছে।

০৭ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৫২

আবু উযাইর বলেছেন: আপনি লাকি।

১১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:১৯

মুখচোরা বলেছেন: :D আপনি স্থানিয় আওয়ামিলীগ নেতাদের সাথে যোগাযোগ করে দেখতে পারেন। মোবাইল ফেরৎ না পেলেও অন্তত কিছু সান্তনা বাণি শুনে মনকে শান্ত করতে পারবেন। সেগুলো নিম্নরূপ হতে পারে:

১. একটা মোবাইল চুরি কোন ব্যাপারই না। আমাদের কাছে চার হাজার কোটি টাকা চুরিও কোন ব্যাপার না।
২. চুরি, ছিনতাই, খুন এসব থাকা ভালো। না হলে বিস্মৃতিপ্রবণ বাঙালি জাতি ভুলেই যাবে একদিন চুরি ছিনতই বেলে কিছু ছিল। যেমন পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন থাকা সত্বেও (প্রধানমন্ত্রির দাবি) প্রতিদিন দুই ঘন্টা করে লোডশেডিং করার অর্ডার প্রধানমন্ত্রি দিয়েছেন যাতে বাঙালি ভুলে না যায় একদিন লোডশেডিং বলে কিছু ছিল। এরকম একজন ইতিহাস সচেতন প্রধানমন্ত্রির আমলে আপনি সামান্য মোবাইল ছিনতাই নিয়ে চিন্তিত? :D
৩. চুপ করেন দেশে এখন যুদ্ধাপরাধির বিচার চলতেছে। কোন কথা বলবেন না। বিচারে ডিষ্টার্ব হয়।

০৭ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৫৪

আবু উযাইর বলেছেন: ধন্যবাদ ভাই। সমস্যা হলো একই কথা বিএনপি আমলেও প্রযোজ্য হতো। এমন নয় যে বাংলাদেশের মানুষ কোন আমলে এমন ঘটনার বিচার পেয়েছে।

১২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:৩৬

কামরুল ইসলাম মান্না বলেছেন: আসলেও তাই । ফোন অপারেটরের সাথে যোগাযোগ কইরা কোন ফল পাইবেন বইলা তো মনে হয় না ।

০৭ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৫৫

আবু উযাইর বলেছেন: হুঁ, বঝতে পারছি না।

১৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:০১

মোমের মানুষ বলেছেন: চুরি হওয়া মোবাইল পাওয়ার আশা করলেন কোন মুখে? যে চুরি করেছে সে কি আপনাকে রিটার্ন দেওয়ার জন্য বসে আছে, সেটের কল্পনা কইরেন না, মেমুরীর অলীক কল্পনাও দেইখেন না। কাষ্টমার কেয়ারে ফোন দিয়ে সীমটা বন্ধ করে দেন, আর সীমের কাগজ থাকলে সীম উঠানোর ব্যবস্থা করেন। ওগো লগে খাজুইরা আলাপ কইরা আপনার মোবাইলে টাকা গুলান নষ্ট কইরেন না

০৭ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৫৬

আবু উযাইর বলেছেন: কঠিন শোনালেও হয়তো বাস্তবটাই উঠে এলো আপনার কথায়।

১৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:২১

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: তবে মজার ব্যাপার হলো, মোবাইল চুরির পর সচেতনভাবে একটিবারের জন্যও পুলিশে রিপোর্ট করার কথা মাথায় আসেনি। এটাই হয়তো বিচার ব্যবস্থার প্রতি অনাস্থার সবচেয়ে বড় বহিঃপ্রকাশ।
কথাটা শুনতে খারাপ লাগলেও নিদারুন সত্য। এই সমাজ আর বদলাবে কখন?

০৭ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৫৭

আবু উযাইর বলেছেন: হুঁ। সত্যিই তাই।

১৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:৩৩

আর.হক বলেছেন: না গিয়ে বাইচ্চা গেছেন।..... গেলে আমরা মোবাইলের সাথে একজন ব্লগারও হারাইতাম কিনা চিন্তা করতাচি

০৭ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৫৮

আবু উযাইর বলেছেন: না ভাই, পরে আমার মনে হয়েছে ওরাই আসবে না ভয়ে।

১৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:৩৬

স্পাইস বলেছেন:

আন্য একটা কেস দেখেন

‘হ্যালো’

‘ভাই এই ফোনটাতো আমার, কে আপনি?’

‘আমি চোর আপনার মোবাইল চুরি করছি ’

‘তাইলে দিয়া দেন’

‘দিমুনা’

‘ক্যান’

‘ইচ্ছা’

০৭ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:১৫

আবু উযাইর বলেছেন: ধন্যবাদ। পড়ে হাসলাম খানিক্ষণ।

১৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:৪৬

শেরজা তপন বলেছেন: শেষ বক্তব্যটা আসলে বাস্তবসম্মত! সহমত অল্পের আপনি বেঁচে গেছেন...

০৭ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:১৫

আবু উযাইর বলেছেন: ধন্যবাদ।

১৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:৫৭

মেহেদীডেভিড বলেছেন: ........................................বাস্তসতা ?

১৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:০১

আলো চাই বলেছেন: ভবিষ্যতে সাবধানে মোবাইল নিয়ে নাড়াচাড়া করবেন বাসের ভিতর. আর জ্যাম এ থাকলে জানালার কাচ লাগিয়ে নিবেন ভালো করে!! আর বাসে না ঘুমানোর চেষ্টা করবেন সবসময়।

০৭ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:১৭

আবু উযাইর বলেছেন: ধন্যবাদ ভাই। সুন্দর পরামর্শ। মেনে চলার চেষ্টা করবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.