নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ আবু হেনা সাজ্জাদ

মোঃ আবু হেনা সাজ্জাদ › বিস্তারিত পোস্টঃ

**একুয়ারিয়াম শুরু করলাম**

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৭


একুয়ারিয়াম শুরু করলাম। ওদের খাবার দিতে গেলে, চমৎকার একটা পরিবেশ তৈরি করে।বাসার সবাই অপেক্ষায় থাকে ওই সময়টার। ২ টা গাপ্পি , ৪ টা গোল্ডফিশ দিয়া শুরু। ১ ফিট একুয়ারিয়ামে ২ কেজি পাথর, পানিতে ২ টা কেমিকাল পানি মাছের উপযোগী করতে ইউস করছি।

একুয়ারিয়াম করার ইচ্ছা কদিন ধরে ঘুরপাক করছিল। এক বন্ধু কে বলতেই অনেক এক্সপেরিএন্স শেয়ার করল। আশা করি নতুন একুয়ারিস্টরা কিছু বিষয় খেয়াল রাখবেন, দিনে ২বার খাবার দিচ্ছি। প্রতিটি মাছের জন্য ৩/৪ দানা করে, অর্থাৎ ৬ টা মাছের ২০/২৫ পিছ।এক/দেড় মাস পর পানি বদলায়ে দিতে হবে, আর পানিতে ২ টা কেমিকাল পানি মাছের উপযোগী করতে ইউস করতে হবে প্রতিবার।

পোস্টে কোন ভুল থাকলে অথবা কোন টিপস থাকলে আশাকরি সিনিয়র একুয়ারিস্টরা সাহায্য করবেন। সবাইকে ধন্যবাদ।

মন্তব্য ১৯ টি রেটিং +০/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৯

গোধুলী রঙ বলেছেন: গাপ্পি দুইটা রিস্কে আছে, আমার একুরিয়ামটা একটু বড়, ১৫ ইঞ্চি বাই ৩০ ইঞ্চি। প্রথম দিকে গোল্ড ফিস, কমেট, টাইগার সার্ক, এঞ্জেল ফিস এর সাথে গোড়া চারেক গাপ্পি ছাড়ছিলাম, কিছুদিন পরপর দেখি এক একটা করে নাই হয়ে যাচ্ছে, তার পর থেকে আর কোন গাপ্পির মত এক্কেবারে ছোট সাইজের মাছ ছাড়িনা, শুরুর দিকের মাছ গুলো বেশ বড় হয়েছে।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮

মোঃ আবু হেনা সাজ্জাদ বলেছেন: ছোট সাইজের মাছ ছাড়া ঠিক হয়নাই। ধন্যবাদ ভাল থাকবেন।

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

শায়মা বলেছেন: এ্যকুরিয়াম আমার অনেক অনেক বেশি প্রিয় জিনিসের একটা। আমি প্রায়ই একুরিয়ামের সামনে বসে বসে রুপকথার রাজ্য দেখি।
এই পোস্ট আর একুরিয়ামের ছবি অনেক ভালো লাগলো ভাইয়া। :)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩

মোঃ আবু হেনা সাজ্জাদ বলেছেন: আমিও দেরিতে হলে ও শুরু করতে পেরেই খুশী। দোয়া করবেন, ভাল থাকবেন।

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

এম.এ.জি তালুকদার বলেছেন: ভাই, সার্বজনীন পোস্ট চাই। আমাদের নুন আনতে পানতা ফুরায় অবস্থা। বেল পাকলে কাকের কি?

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১০

মোঃ আবু হেনা সাজ্জাদ বলেছেন: ভাই কি ফেসবুক ইউস করেন?
IPL & TV serial যখন সবাইকে সেলফিশ করে তুলছে, রিয়েল কিছুর দু/এক টা করা আর কি।
ভাল থাকবেন।

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৯

মোঃ আবু হেনা সাজ্জাদ বলেছেন: ভাই কি ফেসবুক ইউস করেন?
IPL & TV serial যখন সবাইকে সেলফিশ করে তুলছে, রিয়েল কিছুর দু/এক টা করা আর কি।
ভাল থাকবেন।

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৫

ইসমত বলেছেন: ৪টা গোল্ড ফিস জারটির সাইজ হিসেবে বেশি হয়ে গেছে। ২টি হলে ভালো হতো। গাপ্পি দুটোই 'মেল', ফিমেল রাখলে এক মাসের মধ্যে বাচ্চা পেতেন।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৭

মোঃ আবু হেনা সাজ্জাদ বলেছেন: এই কারনেই পোস্ট টা লিখছি। ইসমত ভাই ফিমেল চেনার কনো উপায় থাকলে জানবেন।
অনেক অনেক ধন্যবাদ, আমি ফিমেল গাপ্পি কিনব এবার।

৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৫

কহেন কবি কালিদাস বলেছেন: কেমিক্যাল বাদ দেন ,ওইটা খারাপ । আমি দুই বৎসর হয় একুরিয়ামে মাছ ছেড়েছি । ভালই আছে । প্রথম দিকে দুইবার মাছ মরে গিয়েছিল তাও পানির সমস্যার জন্য ।
তবে হ্যাঁ যখন একুরিয়ামে পানি দিবেন তখন "Water Care" , "Aqua Medicine" এই দুইটা কয়েকফোটা করে দিতে পারেন । আর হ্যাঁ আপনার একুরিয়াম কিন্তু অনেক ছোট হয়ে গেছে মনে হচ্ছে । বাদ বাকি ঠিক আছে ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৬

মোঃ আবু হেনা সাজ্জাদ বলেছেন: ভাল পরামর্শ । ধন্যবাদ ভাল থাকবেন।

৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৪

নুরএমডিচৌধূরী বলেছেন:
একুয়ারিয়াম শুরু করলাম। ওদের খাবার দিতে গেলে, চমৎকার একটা পরিবেশ তৈরি করে।বাসার সবাই অপেক্ষায় থাকে ওই সময়টার। ২ টা গাপ্পি , ৪ টা গোল্ডফিশ দিয়া শুরু। ১ ফিট একুয়ারিয়ামে ২ কেজি পাথর, পানিতে ২ টা কেমিকাল পানি মাছের উপযোগী করতে ইউস করছি।

সন্দর
মনোরঞ্জনের পাশাপাশি
জীবে প্রেমও বটে
+++++++++

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৮

মোঃ আবু হেনা সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ ভাল থাকবে।

৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩০

মোঃ আবু হেনা সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ ভাল থাকবে।

৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৪

ইসমত বলেছেন: প্রাণীকুলে সব সৌন্দর্য পুরুষ জাতের মধ্যে! দোকানে যে একুয়ারিয়াম থেকে গাপ্পি কিনেছেন সেখানেই ফিমেল মাছ দেখবেন- কিছুটা আকারে বড়, রঙহীন/ লেজে সামান্য রঙ থাকতে পারে। চেনার আরেকটি সহজ উপায় হলো, মেলগুলো সারাক্ষণ ফিমেলগুলোকে তাড়া করতে থাকে। পেট মোটা দেখে কিনলে এক মাস নয় সপ্তাহখানিকের মধ্যে বাচ্চা দেবে।

লাল রঙের রেড ফিস, রেড আই, সোর্ড টেল, কালো রঙের ব্লাক মলি, মুন টেল মাছ রাখতে পারেন। এগুলোও সহজে বাচ্চা দেয়। এমাছগুলোর আকার গাপ্পি সাইজ বা সামান্য বড় হয়ে থাকে। মেলগুলো একটু স্লিম ও ছোট হতে পারে।

'মাছের মায়ের পুত্রশোক' নিশ্চয়ই পড়েছেন আগে। একটু সাবধান না থাকলে প্রাকটিক্যাল দেখতে হতে পারে। মানে বাচ্চাদের বড় মাছ খেয়ে ফেলে। মা-মাছের পেটটি কালো ও মোটা হলে অন্য পাত্রে তুলে রেখে অপেক্ষা করাই শ্রেয়।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৫

মোঃ আবু হেনা সাজ্জাদ বলেছেন: আকারে বড়, রঙহীন/ লেজে সামান্য রঙ।
ভাল পরামর্শ । ধন্যবাদ ভাল থাকবেন।

১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১০

সুমন কর বলেছেন: ভালো জিনিস বা অভ্যাস। শুভকামনা রইলো।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪২

মোঃ আবু হেনা সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ ভাল থাকবেন।

১১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪২

মোঃ আবু হেনা সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.