নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ আবু হেনা সাজ্জাদ

মোঃ আবু হেনা সাজ্জাদ › বিস্তারিত পোস্টঃ

***মহেশখালীতে একদিন***-(২য় পর্ব) রাখাইন বিহার

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৭

মহেশখালী জেটি থেকে বাজার পথে রওনা করে মিনিট পাঁচেক এর মধ্যে রাখাইন পল্লী, হাতে বুনা তাঁতের পোশাক তৈরি করে দোকানে, অনেকে বাসাতেই বিক্রি করে। মেয়েরা দোকানে বসে। আর ছেলেরা সোনা-রুপার কাজ করে, অনেকের দোকান আছে।
রাখাইন পল্লীর হাতে বানানো পোশাক।

তাঁতের বেডসিট, চাদর গুলো অনেক সুন্দর। দামও অনেক কম। ২ টা কিনছিলাম মাত্র ৭০০ টাকায়, যা কক্সবাজার কিনতে ও ১২০০/১৪০০ টাকা লাগবে।
আমার কেনা চাদর এর একটা।

রাখাইন পল্লীর পাশেই রাখাইন বিহার। গেট অনেক ছোট হওয়াতে বোঝা যায় না ভেতরে এতো কিছু। ছিমছাম অল্প জায়গায়, কিন্ত সুন্দর।

পুকুরের পানিতে অনেক মাছ ছিল কিন্তু চোখে ধরা দেয় নাই। পরে ছবিতে ধরা দেয়। বেশিক্ষণ থাকতে পারি নাই, পরের সিডিউল আদিনাথ মন্দির ছিল তাই। আর খালি পায়ে বিহার এ ঘুরতে হয়। দুপুরের ঠাঠা রৌদ্র থাকায় পায়ের বারো অবস্থা।

এটা ছিল আমার দেখা ছোট্ট , কিন্ত সুন্দর বিহার। এখানে যাবার পর মনে হয়েছে, পার্বত্য এলাকা আরও কত কিছুই না দেখার আছে?
আদিনাথ মন্দির সবচেয়ে আকর্ষণীয় এবং বিখ্যাত মন্দিরের একটি, পরের পোস্ট এ আমার তোলা কিছু ছবি দিব। আমার মহেশখালীর উপর দেয়া প্রথম পোস্ট-
***মহেশখালীতে একদিন*** - বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপ

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪২

কান্ডারি অথর্ব বলেছেন:



আরে পুকুরে মাছও আছে দেখছি। আমি যেবার গিয়েছিলাম মাত্র পুকুর আর মূর্তিটি তৈরি করা হচ্ছিলো। আমি তখন বুঝতেই পারিনি যে এইটা এভাবে পুকুরে রুপ নিবে।

যাই হোক স্মৃতিচারণের জন্য আদিনাথ মন্দিরের পর্বের অপেক্ষায় রইলাম।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০১

মোঃ আবু হেনা সাজ্জাদ বলেছেন: পুকুরের পানিতে অনেক মাছ ছিল কিন্তু চোখে ধরা দেয় নাই। পরে ছবিতে ধরা দেয়।
অনেক ধন্যবাদ মন্তব্যর জন্য।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৫

খোলা মনের কথা বলেছেন: ভাল লাগল। ছবি গুলো নিরিবিলি হলেও সুন্দর হয়েছে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০২

মোঃ আবু হেনা সাজ্জাদ বলেছেন: অনেক নিরিবিলি বিহারের ভেতর এ।

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৫

সুমন কর বলেছেন: চমৎকার শেয়ার।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮

মোঃ আবু হেনা সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ, ভাল থাকবেন।

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৯

ইমতিয়াজ আহমেদ চৌধুরী বিজয় বলেছেন: পর পর ২ টি সুন্দর টিউন আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার অভিজ্ঞতা আমার ভ্রমনে সহায়ক হবে ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৭

মোঃ আবু হেনা সাজ্জাদ বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্যর জন্য। ভাল থাকবেন।

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫০

মোঃ আবু হেনা সাজ্জাদ বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্যর জন্য। ভাল থাকবেন।

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০২

শাহাদাত হোসেন বলেছেন: চমৎকার ছবি সাথে সুন্দর বর্ননা।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৫

মোঃ আবু হেনা সাজ্জাদ বলেছেন: অনেক নিরিবিলি বিহারের ভেতরে, সুন্দর জায়গাটা।
ভাল থাকবেন।

৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৭

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ঝকঝকে ছবি কিন্তু তার চেয়েও অনেক বেশী ভালো লাগলো আপনি যে ছবির মানুষদের মুখ ব্লার করে দিয়েছেন সে ব্যাপারটা। তথাকথিত ভদ্রসমাজে কারো অনুমতি না নিয়ে আমরা ছবি তুলি না আর নিন্মবিত্ত হলে অনায়াসে তুলে সবখানে ছড়িয়ে দেই।ভাবখানা ,ওদের সাথে ভদ্রতা কি? এই মনোভাব আমার বেশ খারাপ লাগে। ধন্যবাদ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৯

মোঃ আবু হেনা সাজ্জাদ বলেছেন: রাখাইনরা অনেক সরল, ওভারঅল পুরা মহেশখালীর মানুষ। আমার হৃদয় থেকে ওদের জন্য সম্মান ও ভালবাসা।
তাই ছবির মানুষদের মুখ ব্লার করা। ধন্যবাদ এরকম চমৎকার মন্তব্বের জন্য।
ভাল থাকবেন।

৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৮

মোঃ আবু হেনা সাজ্জাদ বলেছেন: রাখাইনরা অনেক সরল, ওভারঅল পুরা মহেশখালীর মানুষ। আমার হৃদয় থেকে ওদের জন্য সম্মান ও ভালবাসা।
তাই ছবির মানুষদের মুখ ব্লার করা। ধন্যবাদ এরকম চমৎকার মন্তব্বের জন্য।
ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.