![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অতিষ্ঠ মানুষ এক নাভিশ্বাসে
আজব দেশ নাকি বদলে গেছে।
বলেন, দেশের নেতা মুখে লাজহীন
চাউলের দাম বেশি নেই ভিটামিন।
আলুতে আমিষ আছে খাও প্রতিদিন,
এই তোপ শুনে জাতি হয়ে জ্ঞানহীন ।
ডিজিটালে বেশ ধরা মূলে নয় ছয় ,
সেলফি মিডিয়া ক্রু সব মিছা কয়
দলের প্রধান যার মুখ পাতলা
কুমড়ার বেগুনী খাও বাজার চড়া।
বারোশ কেজি দরে কাঁচামরিচ
হিসেব বাঁচাতে ফ্রিজে রাখো পিচ পিচ।
বন্দী শিকলে দেশ বেড়ে দূর্নীতি-ঘুষ।
রাঁধুনি তেলের খোঁজে মানুষ বেহুঁশ ।
দেশের আকাশে আজ শকুনের বাস
গরীবের টাকা আজ ধনীদের গ্রাস।
ভাত-রুটি,পরনের সুতি, চাই সস্তায়
এ কথা বলাটাই পাপ, হর-হামেশায়।
নির্জন নিভৃতে কাঁদে এই জনগণ
স্বাধীন হয়েও দেশ,এ জাতির মরন।
©somewhere in net ltd.