নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পথে নেমেছি; পথই আমায় পথ দেখাবে

পথে নেমেছি; পথই আমায় পথ দেখাবে।

মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর

[email protected]

মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর › বিস্তারিত পোস্টঃ

হিজরাদের সম্পর্কে জানতে চাই

২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:১৫

হিজরাদের সম্পর্কে লেখা কোন বই, পত্রিকা, প্রবন্ধ বা ওয়েবসাইট আছে কিনা অথবা আপনি তাদের সম্পর্কে কিছু জানেন কিনা, দয়া করে জানাবেন।

মন্তব্য ৩৩ টি রেটিং +৯/-৪

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:২০

মুনতাসীর মারুফ বলেছেন: ইন্ডিয়া ট্যুর-১ এ হিজড়াদের সম্পর্কে একটি ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। পড়তে পারেন। লিঙক এইখানে কেমনে দেয় জানি না। 'ইন্ডিয়া ট্যুর' সিরিজের যে কোন লেখা থেকে লিংক ধরে যেতে পারেন।

২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:২৬

মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর বলেছেন: এ সংবাদ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তবে 'ইন্ডিয়া ট্যুর' সিরিজ কী আমি বুঝতে পারিনি। দয়া করে জানালে খুশি হব।

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:২১

এ. এস. এম. রাহাত খান বলেছেন: আমার ও আগ্রহ আছে।এদের বেপারে সমাজের উদাসিনতায় এদের অমন জীবনে বাধ্য করে বলে আমার ধারনা।আমরা এদের প্রতিবন্ধি হিসাবে ভাবতে পারিনা!!এটা আমাদের সমস্যা!!

২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:২৫

মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর বলেছেন: ঠিক তাই। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:২২

শ্রেয়া বলেছেন: ভারতের হিজরা সমাজ,পুরুষ যখন যৌনকর্মী এই বইগুলো তে দেখতে পারেন!লেখক দ্বয়ের নাম মনে আসছে না!!

২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:২৮

মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর বলেছেন: বই দু'টোর নাম বলার জন্য আপনাকে ধন্যবাদ। বইটির লেখক ও প্রকাশক সম্পর্কে আগামীতে জানানো সম্ভব হলে দয়াকরে জানাবেন।

৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:২৫

রাঙা মীয়া বলেছেন: ভাল একটি পোস্ট। আশা করি এর প্রেক্ষিতে কিছু জানতে পারবো।

৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৪৩

বেতাল বলেছেন:
অনেকদিন আগে, কোন এক মফস্বল শহরে গিয়েছিলাম। সেখানকার ইন্টারনেটের এক দোকান মালিক আমার কাছে বলেন,"বাবাজি বুঝলেন, আমারে কয়েকটা বড়দের ওয়েবসাইটের নাম দিয়েন তো। পুলাপাইনরা যাতে না দেখতে পারে, সেটার জন্য জানা দরকার।" এখানে বলাই বাহুল্য যিনি নিজেই সারফিং কি ঠিক জানেন না, তিনি কিভাবে সাইটগুলো ব্লক করবেন?

আপনি মনে হয়, হিজরাদের উপর আপনি হয়ত অন্য কিছুর সন্ধান চাইছেন। পোস্ট মাইনাস

বাই দ্যা ওয়ে, মতামত ডিলিট করে কি প্রমাণ করলেন, বলেন তো?

২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:০৫

মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর বলেছেন: শ্রেয়ার জবাবে জনাব বেতাল আপনার প্রশ্নের উত্তর পাবেন।

৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৪৫

তপন বাগচী বলেছেন: হিজরাদের নিযে অসাধারণ একটি উপন্যাস লিখেছেন বিপ্লব দাশ। নাম ‌কিম্পুরুষ'। এর প্রকাশক অক্ষরবৃত্ত। প্রতিষ্ঠানটি এখন উঠে গেছে। বাংলা একাডেমী লাইব্রেরিতে পাওয়া যেতে পারে। কাগজ প্রকাশনীর ‌'মোহিনীর থান' উপন্যাসটিও হিজড়াদের নিয়ে।
এছাড়া বেশ কয়েকটি গবেষণাগ্রন্থ আছে। শাহবাগের দোকানে দেখেছি। পড়া হয় নাই। তাই নাম মনে নাই।

২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:০৭

মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর বলেছেন: এতো এতো তথ্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। ঈদের পরপরই ঢাকা গিয়ে খুজে দেখবো।

৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৪৬

মুনতাসীর মারুফ বলেছেন: আমরা ইন্ডিয়া ট্যুর- এ গিয়েছিলাম। এইটা নিয়ে ব্লগে লিখতেছি। ওইটার নাম।

২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:০৯

মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর বলেছেন: পেয়েছি এবং পড়তেছি। আপনাকে অনেক ধন্যবাদ।

৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৪৯

শ্রেয়া বলেছেন: বইগুলো কলকাতা থেকে প্রকাশিত,আপাতত আমার কাছে নেই,তবে খোজ নিয়ে জানাব.....

জনাব বেতাল এর কথার সারমর্ম কি বুঝলাম না!!

২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:১০

মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর বলেছেন: ধন্যবাদ এবং অপেক্ষায় থাকবো। আমিও জনাব বেতাল এর কথার সারমর্ম বুঝলাম না!!

৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৫০

অ্যামাটার বলেছেন: @মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর, :এই রকম অসম্পূর্ণ তথ্যবিহীণ এক্টা নিক খোলার জন্য আপ্নার্প্রতি তীব্র নিন্দা জানাই...আম্রা কি পুলিশ?
এত ভয় কিসের? এর্পর উপজেলা, থানা, ডাকঘর, মৌজা, পোষ্টালকোড---ইত্যকার তথ্য সম্বলিত এক্টা পূর্ণাঙ্গ নিক নিয়ে আসেন, তার্পর্নাহয় আপ্নার্প্রশ্নেরুত্তর্দেওয়ার্চিন্তা করে দেখব।

২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:১৩

মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর বলেছেন: আমার কোন বিষয় জানার জন্য এটা কি জরুরি?

১০| ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৫৫

দিশাহারা ওমর সোলাইমান বলেছেন: এমাটার ছাঘোলের কিকি তত্য দরকার?

২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:১১

মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর বলেছেন: এভাবে কি বলতে হয়?

১১| ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:১৫

প্রশ্নোত্তর বলেছেন:
শিবচরে কি হিজড়া নাই? প্র্যাক্টিকেলি একজনরে জিগাও!

১২| ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:১৮

অ্যামাটার বলেছেন: @শিবচর, মাদারীপুর ভাইজান, এই বেটা @দিশাহারা ওমর সোলাইমান-এক্টা খাঁটি হিঁজড়া...ওরে দিয়া কি কাম হবে?

১৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:১৯

প্রশ্নোত্তর বলেছেন:
@এম্যাতার

এহেনে মাতারিগিরি কইরোনা, ঘুরান দিয়া আসো।

১৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:২৬

দিশাহারা ওমর সোলাইমান বলেছেন: @এমাটার -
আর কিকি তত্ব দরকার কইলানা?
কয় ইন্চি দরকার তুমার?


১৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৩৪

শ্রেয়া বলেছেন: এমাটার আপনি নিজের চরিত্র বিস্লেষন করে লেখক রে জানাই ল্ওে উপকার হইতো!!

১৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:০৮

পথ হারা পথিক বলেছেন: শিবচইরা তুমি ঢাকি আইসা মোর লগে যোগাযোগ কইর মোমারে হিজডাগো আড্ডাখানায় পৌছাইয়া দিমু আনে

১৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:৫৫

রামন বলেছেন: হিজরাদের নিয়ে আর্ন্তজালে বহুলেখা রয়েছে।আশা করি এই লিংক থেকে অনেক সাহায্য লাভ করতে পারবেন।
http://es.wikipedia.org/wiki/Travesti
http://www.nvsh.nl/variants/travestism.htm

১৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:১২

নাজিম উদদীন বলেছেন: হিন্দী একটা মুভি হয়েছিল হিজড়াদের উপরে। নাম ভুলে গেছি।

১৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:২৫

বিডি আইডল বলেছেন: http://en.wikipedia.org/wiki/Hijra_(South_Asia)

http://hijraresearch.blogspot.com/

২০| ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৫০

শয়তান বলেছেন: Click This Link


২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:১৭

মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর বলেছেন: শয়তানকে ধন্যবাদ। সুন্দর একটি পোস্টের লিঙ্ক দেওয়ার জন্য।

২১| ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:২৫

শয়তান বলেছেন: সামহয়ারে হিজরেদের নিয়ে সম্ভবত আরও দুইটি লেখা রয়েছে যা পড়েছি। খুজে পাচ্ছি না এখন :(

২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৩১

মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর বলেছেন: কষ্ট করার জন্য আবারও ধন্যবাদ। যদি কখনো খুজে পান বা কোন তথ্য পেলে জানানোর জন্য অনুরোধ রইল।

২২| ০৫ ই আগস্ট, ২০০৯ রাত ১২:৪০

শয়তান বলেছেন: আরও দুটো লেখা এসেছে

রণদীপম বসু এর - । হিজড়া, প্রকৃতির বিচিত্র খেয়ালের এক দুর্ভাগা শিকার ! > Click This Link

জাহিদুর রহমান মাসুদ এর - একজন হিজড়াও কোন মায়ের সন্তান, সর্বোপরি মানুষ > Click This Link

ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.