![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের অসাধারণ সিরাজ সাঁই - যার সঙ্গীত অনুরাগ আর উঁচুমানের সংগ্রহ অবাক করার মতো। তিনি তো শত লোকের ভালো গান শোনার কান তৈরি করে দিচ্ছেন তার অমূল্য রত্নের বিশাল ভাণ্ডার থেকে। নিজের ধন-রত্ন এভাবে অকাতরে সবার মাঝে বিলিয়ে দিতে পারে ক’জন? তার ধারাবাহিক তথ্য-সমৃদ্ধ পোস্টই বলে দেয়- এই লোকটার সঙ্গীতের প্রতি ভালবাসা ও শ্রদ্ধা কী সীমাহীন!
আমরা সত্যিই ভাগ্যবান সিরাজ সাঁই এর মত একজন সহব্লগারকে পেয়ে। কেননা- বিনা ক্লেশে অনায়াসে বহু পুরাতন কিংবা বহু অজানা শিল্পী ও তার সৃষ্টিগুলোকে পাচ্ছি।
আজ তিনি তার ব্লগ-জীবনে এক বৎসর অতিক্রম করে দ্বিতীয় বৎসরে পা রেখেছেন। সবার জন্য আমাদের সিরাজ ভাই সুস্থ থাকুক, দীর্ঘজীবি হোক আর বেশি বেশি গান শোনার সুযোগ করে দিক- এ কামনা।
তার শুরু থেকে আজ পর্যন্ত সবগুলো পোস্টের লিঙ্ক আমার এই একটি পোস্টে দিয়ে তার প্রতি আমার ভালোবাসা জানালাম।
কৈফিয়ত: কাজটি অতি দ্রুত করেছি বলে ভুলত্রুটি থেকে যেতেও পারে; ভুলগুলো ধরিয়ে দিলে কৃতজ্ঞ থাকবো।
আপডেট যথারীতি চলতে থাকবে....
লোকগীতি
গ্রাম বাংলার মাটির গান
Click This Link
গ্রাম বাংলার মাটির গান - ২য় পর্ব
Click This Link
গ্রাম বাংলার মাটির গান - ৩য় পর্ব
Click This Link
দুলাল ভৌমিক - লোকগীতি - পার কর আমারে
Click This Link
দুলাল ভৌমিক - লোকগীতি - তুই যদি আমার হইতি রে
Click This Link
লোকগীতি - বেস্ট অফ পূর্ণদাস বাউল, গোষ্ঠগোপাল দাস, স্বপ্না চক্রবর্তী
Click This Link
চয়নিকা - বাংলা লোকসংগীত সঙ্কলন
Click This Link
লোকযান - লোকগীতি সংকলন
Click This Link
আব্দুল আলীম - পল্লিগীতির মরমী রাজা - কালজয়ী গানের সংকলন
Click This Link
সৌরভ মণ্ডল - মাঝি মাল্লার গান - নৌকা খোলো
Click This Link
রিভার সঙস অফ বাংলাদেশ - দেবেন ভট্টাচার্যের ফিল্ড রেকর্ডিং
Click This Link
দেবেন ভট্টাচার্যের ফিল্ড রেকর্ডিং - মিউজিক ফ্রম বেঙ্গল
Click This Link
গোষ্ঠগোপাল দাস - মরমী পল্লীগীতি সংকলন
Click This Link
আরিফ দেওয়ান - পল্লীগীতি - আমি পথেরই বাউল
Click This Link
বিষ্ণুপদ দাস - বাংলার পল্লী গীতি + গানচিল আপডেট
Click This Link
আব্বাসউদ্দিন আহমেদ - বেস্ট অফ - ২ সিডি বক্স-সেট + গানচিল আপডেট
Click This Link
নীনা হামিদ -পল্লী গীতি - সোনার ময়না পাখী + অমিয় উজ্জ্বল আপডেট
Click This Link
হারুন রশিদ - পল্লী গীতি - জসীম উদ্দিনের গান
Click This Link
ঊষা মঙ্গেশকর - বাংলা লোকগান - ফোক ক্ল্যাসিকস
Click This Link
অ্যা জার্নি উইথ কবিয়াল বিজয় সরকার - বিজয়ের গান
Click This Link
প্রতিমা বরুয়া পাণ্ডে - গোয়ালপরীয়া লোকগীতি - হস্তীর কন্যা
Click This Link
প্রতিমা বরুয়া পাণ্ডে - গোয়ালপরীয়া লোকগীতি - গোল্ডেন মেমোরিজ
Click This Link
গোয়ালপরীয়া লোকগীতি সঙ্কলন
Click This Link
আল-আন্দালুজ প্রজেক্ট - মধ্যযুগীয় লোকগীতি - দেউস এত্ দিয়াবোলুস
Click This Link
আল-আন্দালুজ প্রজেক্ট - মধ্যযুগীয় লোকগীতি - আল-মারায়া
Click This Link
লালমাটি শালবন - ঝুমুর গানের সংকলন
Click This Link
ফোক মিউজিক অফ পাকিস্তান
Click This Link
প্রহ্লাদ ব্রহ্মচারী - বাউল সংস ফ্রম বেঙ্গল
Click This Link
পাঠানে খাঁ - সূফী ও সারাইকি লোকগীতি - দ্যা ফ্লাওয়ার অভ রোহী
Click This Link
অসমীয় লোকসঙ্গীত - ফোক সংস অভ অসম
Click This Link
উডি গাথরী সিংস ফোক সংস
Click This Link
উস্তাদ সুজাত হুসেন খাঁ - রাগাশ্রয়ী লোক সঙ্গীত - হাওয়া হাওয়া
Click This Link
হেমাঙ্গ বিশ্বাস - ভাটিয়ালি গান - সুরমা নদীর গাঙচিল
Click This Link
জার্নি উইথ বাউলস ফ্রম আসাননগর ~:~ আসান নগর
Click This Link
লালনগীতি
গোরভাঙার গান - ১ম + ২য় পর্ব একত্রে - গোরভাঙার ফকিরদের লালনগীতি ও লোকগান
Click This Link
কিরণ চন্দ্র রায় - লালন ফকিরের গান
Click This Link
ফরিদা পারভিন - লালন গীতি সঙ্কলন
Click This Link
দিল আফরোজ রেবা - লালন গীতি, পল্লী গীতি - তিন পাগলের হইল মেলা
Click This Link
সহজ মানুষ - লালন গীতি সঙ্কলন
Click This Link
হাসন রাজার গান
তপন রায় - হাসন রাজার গান - ছাড়িলাম হাসনের নাও
Click This Link
অতুল প্রসাদের গান
চয়নিকা - অতুলপ্রসাদের গান
Click This Link
কৃষ্ণা চট্টোপাধ্যায় - অতুলপ্রসাদের গান
Click This Link
অতুল প্রসাদ, রজনীকান্ত সেন, দ্বিজেন্দ্রলাল রায়-এর গান
অতুলপ্রসাদ সেন, রজনীকান্ত সেন ও দ্বিজেন্দ্রলাল রায়ের গান – ত্রিধারা
Click This Link
বাংলা কীর্তন
নিলুফার ইয়াসমিন - বাংলা কীর্তন - বাজে মঞ্জুল মঞ্জীর
Click This Link
রবীন্দ্র সঙ্গীত
সুবিনয় রায় - রবীন্দ্র সঙ্গীত সঙ্কলন
Click This Link
পণ্ডিত অজয় চক্রবর্তী - রবীন্দ্র সংগীত - সোউলফুল ট্যাগোর
Click This Link
পণ্ডিত অজয় চক্রবর্তী - রবীন্দ্র সংগীত - অজানা খনির নূতন মণি
Click This Link
উস্তাদ রশীদ খান - রবীন্দ্র সঙ্গীত - বৈঠকি রবি
Click This Link
বিক্রম সিং - রবীন্দ্র সঙ্গীত - দুঃখরাতের গান
Click This Link
দেবব্রত বিশ্বাস - গোলাম মুরশিদ রেকর্ডিং - দূর হতে এসো কাছে
Click This Link
ফিরোজা বেগম - রবীন্দ্র সঙ্গীত - আজি বিজন ঘরে নিশীথরাতে
Click This Link
নজরুল গীতি
জাগরণের কবি কাজী নজরুল ইসলামের ১১৩তম জন্মবার্ষিকীর শ্রদ্ধাঞ্জলি - নজরুল সঙ্গীতের আদি রেকর্ডিং - অবিস্মরণীয় নজরুল (৩ সিডি)
Click This Link
নজরুল সঙ্গীত সঙ্কলন - ১ম পর্ব
Click This Link
নজরুল সঙ্গীত সঙ্কলন - ২য় পর্ব
Click This Link
নজরুল সঙ্গীত সঙ্কলন - ৩য় পর্ব
Click This Link
নজরুল সঙ্গীত সঙ্কলন - ৪র্থ পর্ব
Click This Link
নজরুল সংগীত - ভিনটেজ কালেকশন
Click This Link
অঞ্জলি মুখোপাধ্যায় - নজরুল গীতি - গোল্ডেন আওয়ার
Click This Link
অতীত দিনের শিল্পীদের কণ্ঠে - সুনির্বাচিত নজরুলগীতি
Click This Link
লোকাশ্রয়ী নজরুল গীতির সংকলন - ৩ সিডি সেট - সেই মিঠে সুরে
Click This Link
খালিদ হোসেন - ইসলামী নজরুল গীতি - সাহারাতে ফুটলো রে ফুল
Click This Link
দুর্লভ নজরুলগীতির সংকলন - পাষাণের ভাঙ্গালে ঘুম
Click This Link
মনোময় ভট্টাচার্য ও পণ্ডিত দেবজ্যোতি বোস - ফিরে দেখা নজরুল
Click This Link
রূপান্তরী - কাজী নজরুল ইসলামের লোকাশ্রয়ী ভাঙা গান
Click This Link
অখিল বন্ধু ঘোষ - নজরুল গীতি
Click This Link
প্রাণের কবি কাজী নজরুল ইসলামের ১১৪তম জন্মজয়ন্তীর শ্রদ্ধাঞ্জলি - অগ্নিবীণা
Click This Link
ফিরোজা বেগম - গোল্ডেন আওয়ার : দূর দ্বীপবাসিনী
Click This Link
রাগ সঙ্গীত
মোহন সিং - রাগরাগিণীর সুরের ঠাটে
Click This Link
নুসরাত ফতেহ আলী খান - ইন কনসার্ট ইন প্যারিস - ৫ সিডি বক্স-সেট
Click This Link
পণ্ডিত ডি ভি পালুসকর - উচ্চাঙ্গ সঙ্গীত ও ভজন - গোল্ডেন মাইলস্টোনস
Click This Link
সঙ্গীতাচার্য (পণ্ডিত) তারাপদ চক্রবর্তী - রাগপ্রধান সঙ্গীত
Click This Link
সঙ্গীতাচার্য (পণ্ডিত) তারাপদ চক্রবর্তী - ক্ল্যাসিক্যাল ভোকাল - ক্ল্যাসিক্যাল মিউজিক ফ্রম বেঙ্গল
Click This Link
খাঁ সাহিব উস্তাদ নিসার হুসেন খাঁ - রাগ ছায়ানট, দেশী টোড়ি ও ভৈরবী
Click This Link
দ্যা মাল্টিফ্যাসেটেড জিনিয়াস অভ আমীর খুসরো
Click This Link
বিদুষী কঙ্কনা বন্দ্যোপাধ্যায় - ক্ল্যাসিক্যাল ভোকাল - খেয়াল
Click This Link
উস্তাদ সুজাত হুসেন খাঁ - সিতার ও ভোকাল - সুর ঔর সাজ
Click This Link
উস্তাদ সুজাত হুসেন খাঁ, কেহান কালহোর - দ্যা সিল্ক রোড আনসাম্বল : লাইভ ইন কনসার্ট
Click This Link
উস্তাদ রশীদ খাঁ - ক্ল্যাসিক্যাল ভোকাল - আলবেলা সাজন আয়ো রে
Click This Link
বরিষণ সঙ্গীত - মল্লার : মনসুন মিস্ট
Click This Link
উস্তাদ নুসরাত ফতেহ আলী খাঁ, উস্তাদ সুলতান খাঁ : পুকার - দ্যা একো
Click This Link
দ্যা রাগা গাইড : অ্যা সার্ভে অভ সেভেন্টি ফোর হিন্দুস্তানি রাগাস
Click This Link
তারানা
কালজয়ী তারানা সংকলন - টাইমলেস তারানাস
Click This Link
ঠুমরী
কালজয়ী ঠুমরী সংকলন - টাইমলেস ঠুমরীস
Click This Link
খাঁ সাহিব উস্তাদ বড়ে গুলাম আলী খাঁ - কালজয়ী ঠুমরী
Click This Link
তবলা
উস্তাদ আল্লা রাখা, উস্তাদ জাকির হুসেন - তবলা যুগলবন্দী - শেয়ারড মোমেন্টস
Click This Link
উস্তাদ আল্লা রাখা, উস্তাদ জাকির হুসেন - তবলা যুগলবন্দী - টুগেদার
Click This Link
দ্যা ম্যাজিক অভ ইন্ডিয়ান ক্ল্যাসিক্যাল মিউজিক - তবলা
Click This Link
পণ্ডিত কমলেশ মৈত্র - তবলা তরঙ্গ : মেলোডি অন ড্রামস
Click This Link
ভজন
এম এস সুভুলক্ষ্মী - ৩টি অ্যালবাম - মীরা, সুরদাস ও অন্যান্য ভজন
Click This Link
গজল
গজল সম্রাট মেহদী হাসান (১৯২৭ - ২০১২) স্মরণে
Click This Link
মহম্মদ রফি - সেরা গজল সংকলন - আয়ে জান-এ-গজল
Click This Link
আবিদা পারভিন - সূফী চ্যান্ট্স - কাউল, গজল অ্যান্ড কাফি
Click This Link
উস্তাদ সুজাত হুসেন খাঁ - গজল ও সূফী সঙ্গীত - হাজারোঁ খাহিসেঁ
Click This Link
উস্তাদ সুজাত হুসেন খাঁ, কেহান কালহোর - গজল - পার্সিয়ান এন্ড ইন্ডিয়ান ইম্প্রোভাইজেশনস
Click This Link
উস্তাদ সুজাত হুসেন খাঁ, কেহান কালহোর - গজল - মুন রাইজ ওভার দ্যা সিল্ক রোড
Click This Link
ছায়াছবির গান
হেমন্ত মুখোপাধ্যায় - বেস্ট অফ - ৩ সিডি - বাংলা ছায়াছবির গান
Click This Link
রূপোর ছবি সোনার গান - বাংলা ছায়াছবির কালজয়ী গানের সংকলন - ১০-সিডি সেট
Click This Link
চয়নিকা - কালজয়ী বাংলা ছায়াছবির গান - হিটস অফ সলিল চৌধুরী
Click This Link
থ্রী লেজেন্ডস - অপ্রকাশিত ছায়াছবির দুষ্প্রাপ্য গান
Click This Link
ক্ল্যাসিক্যাল মাস্টারপিসেস ফ্রম বেঙ্গলি ফিল্মস
Click This Link
চলচ্চিত্র
দ্যা গ্রে (২০১১) - লোমহর্ষক অ্যাডভেঞ্চার মুভি - টরেন্ট সহ
Click This Link
সেফ হাউস (২০১২) - দুর্ধর্ষ অ্যাকশন ক্রাইম থ্রিলার - টরেন্ট সহ
Click This Link
ম্যান অন আ লেজ (২০১২) - রুদ্ধশ্বাস ক্রাইম থ্রিলার - টরেন্ট সহ
Click This Link
আধুনিক বাংলা গান
শচীন দেব বর্মণ - রেয়ার বাংলা গান - ৪ সিডি বক্স-সেট
Click This Link
বাংলা আধুনিক গানের ধারা - পরম্পরা - ২ সিডি সেট
Click This Link
সবিতা চৌধুরী - আধুনিক বাংলা গান - সুরের ঝর্ণা
Click This Link
পণ্ডিত অজয় চক্রবর্তী - বাংলা রাগপ্রধান সঙ্গীত - আনন্দধ্বনি
Click This Link
জ্ঞানেন্দ্রপ্রসাদ গোস্বামী - বাংলা রাগাশ্রয়ী গানের সংকলন - আজি নিঝুম রাতে
Click This Link
হেমন্ত মুখোপাধ্যায় - রোমান্টিক হিটস - আমি যে তোমারই
Click This Link
ভূপেন হাজারিকা - মনে রেখো - ৩ সিডি শোকেস
Click This Link
কৃষ্ণচন্দ্র দে - কালজয়ী বাংলা গান - তুমি গো বহ্নিশিখা
Click This Link
কৃষ্ণচন্দ্র দে - স্ব্বপন যদি মধুর এমন
Click This Link
সলিল চৌধুরী - এক্সক্লুসিভ কালেকশন - এক সুরে দুই গান
Click This Link
গীতা দত্ত - কালজয়ী বাংলা গান - হিটস অফ গীতা দত্ত
Click This Link
উমা বসু, হাসি - স্মরণীয় গানের সংকলন - ঝরানো পাতার পথে
Click This Link
অখিল বন্ধু ঘোষ - আধুনিক গান - আমি যে পিয়াসী মরু
Click This Link
রবীন মজুমদার - কালজয়ী গানের সংকলন - মোর প্রেম গান
Click This Link
চেনা শিল্পী, অচেনা গান
Click This Link
মুকেশ - আধুনিক বাংলা গান
Click This Link
গৌরীকেদার ভট্টাচার্য - কালজয়ী বাংলা গান - শত জনমের প্রেম
Click This Link
সুরসাগর হিমাংশু দত্তের গান - প্রথম 'অরুন' প্রাতে
Click This Link
সুধীরলাল চক্রবর্তী - মধুর আমার মায়ের হাসি
Click This Link
সত্য চৌধুরী - স্বর্ণযুগের গান - পৃথিবী আমারে চায়
Click This Link
জগন্ময় মিত্র - চিঠি - তুমি আজ কত দূরে
Click This Link
মৃণাল চক্রবর্তী - হারানো দিনের গান - কে যেন আমায় ডাকে
Click This Link
ধনঞ্জয় ভট্টাচার্য - হৃদয়ের গান - গোল্ডেন আওয়ার
Click This Link
ধনঞ্জয় ভট্টাচার্য - হারানো দিনের গান - যদি ভুলে যাও মোরে
Click This Link
সুমন কল্যাণপুর - হারানো দিনের গান - স্বপ্ন দেখার দুটি নয়ন
Click This Link
মান্না দে - স্মৃতি জাগানিয়া সঙ্গীত সঙ্কলন - চয়নিকা ১ ও ২
Click This Link
শিপ্রা বসু - কালজয়ী আধুনিক গান - মনের দুয়ার খুলে
Click This Link
ছড়াগান
আলপনা বন্দ্যোপাধ্যায় - ছড়াগান - ছোট্ট পাখি চন্দনা
Click This Link
মুক্তিযুদ্ধের গান
মুক্তি যুদ্ধের গান
Click This Link
গণসঙ্গীত
সলিল চৌধুরীর অপ্রচলিত গণসংগীত - চেতনার গান
Click This Link
হেমাঙ্গ বিশ্বাসের গান - শঙ্খচিল
Click This Link
গীতিনাট্য
ছোটদের গীতিনাট্য - দক্ষিনারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুরমার ঝুলি
Click This Link
কবিতা:
কবি জসীমউদ্দীন-এর ব্যাথা জাগানিয়া জোড়া-কবিতা
Click This Link
মর্মবেদনার কাব্য - কবি জসীমউদ্দীনের ২টি কবিতা
Click This Link
সেরা কবি ও সাহিত্যিকদের কণ্ঠে - স্বরচিত বাংলা কবিতা ও গদ্য পাঠ
Click This Link
ফ্রান্সিস টমসন-এর প্রেমের কবিতা - ডেইজি
Click This Link
বিবিধ
ভুপেন হাজারিকা - দিস সেঞ্চুরি - এই শতকে
Click This Link
ভুপেন হাজারিকা - অসমীয় সঙ্গীত - বুকু হম হম করে
Click This Link
রামকুমার চট্টোপাধ্যায় - ৫০ টি পুরাতনী গানের সংকলন - রঙিন রামকুমার
Click This Link
(বিদুষী) দীপালি নাগ - নজরুল গীতি ও বাংলা রাগপ্রধান সঙ্গীত - দ্যা ফার্স্ট লেডি অফ রাগপ্রধান
Click This Link
তালাত মাহমুদ - বাংলা আধুনিক, চিত্রগীতি ও নজরুলগীতি - বাংলা গানের কমপ্লিট কালেকশন
Click This Link
সিন্ধু উপত্যকার সূফী সঙ্গীত - ট্রুবাডোরস অফ আল্লাহ
Click This Link
কমল দাশগুপ্ত - জন্ম শতবার্ষিকীর শ্রদ্ধার্ঘ্য - ট্রিবিউট টু কমল দাশগুপ্ত
ট্রিবিউট টু কমল দাশগুপ্ত - সিডি ১ : শিল্পী (স্বকণ্ঠে) ও সুরকার - কমল দাশগুপ্ত
ট্রিবিউট টু কমল দাশগুপ্ত - সিডি ২ : সুরকার - কমল দাশগুপ্ত
ট্রিবিউট টু কমল দাশগুপ্ত - সিডি ৩ : নজরুল গীতি, সুরকার - কমল দাশগুপ্ত
Click This Link
শতক সেরা গান (১৯০৪ - ২০০০) - ১০ সিডি প্যাক
Click This Link
সঙ্গীতবেলার স্মৃতি : অনুরোধের আসর - ১ম পর্ব
Click This Link
সঙ্গীতবেলার স্মৃতি : অনুরোধের আসর - ২য় পর্ব
Click This Link
২| ১৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৫
আরজু পনি বলেছেন:
খুব ভালো একটা কাজ করেছেন। সিরাজ সাঁইয়ের পোস্ট সব একত্রে পাওয়া মানে তো ম্যালা কিছু।
বর্ষপূর্তিতে সিরাজ সাঁইকে শুভেচ্ছা জানাই।
শেয়ার নিলাম।।
৩| ১৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
জেনো বলেছেন: দারুন একটা কাজ করেছেন। প্রিয়তে।
৪| ১৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
আবিদ কায়সার বলেছেন:
সিরাজ সাঁইকে শুভেচ্ছা।
তার সবগুলো পোস্ট একত্রে পাওয়ার ব্যবস্থা করায় লেখককে অনেক ভালোবাসা। +++
৫| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১৮
পরিবেশ বন্ধু বলেছেন: সিরাজ সাই এর অনেক অসাধারন
কথা তথ্য জানলাম ।
ধন্যবাদ পোষ্টে +
৬| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৮
আলাপচারী বলেছেন: Good Job
৭| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৩
সিরাজ সাঁই বলেছেন: আবুল হোসেন ভাই, আমি কি বেঁচে আছি না প্রয়াত ? এই অধমকে জীবদ্দশায়ই এতো বড় সম্মামনা দিলেন ! আর সঙ্কলনটি করতে কি পরিশ্রমই না করলেন। মানুষের মন এতো প্রশস্ত হতে পারে ধারনা ছিলনা। আজকের দিন জুড়ে আমি ক্ষণে ক্ষণে পোস্টটা দেখেছি আর ভাষা না থাকায় নীরবে ফিরে গেছি। ভাষা এখনও নেই তবে আজীবনের কৃতজ্ঞতা প্রকাশ করতেই হয়, বাকিটা বুঝে নেবেন। যে সম্মান এই ব্লগ থেকে পেলাম, তা বলার নয়, ভোলার নয়।
তবে সম্মমনার সাথে দায়িত্বও অর্পিত হয়। ফাইল শেয়ারিং সাইটগুলোর ডামাডোলে অনেক লিঙ্কই এখন ডেড। একে একে আপলোড করে দেব। এই সঙ্কলনের মর্যাদা আমাকেই রাখতে হবে।
ভালো থাকুন, আপনার উপরে অসীম শান্তি বর্ষিত হোক।
১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৩
মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর বলেছেন:
নিচে স্বাধীকার ভাই আমারই মনের কথাটি বলেছেন:
প্রিয় সিরাজ সাঁই ভাইয়ের ব্লগটি সামু ব্লগের একটি সম্পদ। বহু সংগীত থেকে, বহু সংগীত প্রতিভার পরিচয় সম্পর্কে, জীবনব্যয় করা বহু সাধকের সঙ্গীত থেকে জীবনভর বঞ্চিত থাকতাম, সিরাজসাইঁ ভাইকে এই ব্লগে না পেলে।
সাঁইজি, আপনি একেকটা পোস্ট কী পরিশ্রম আর দরদ মিশিয়ে আমাদের উপহার দেন তার কাছে আমার এক পরিশ্রম কিছুই না, কিছুই না; বড়ই লজ্জা দিলেন!
আমি স্বার্থক- আমার এ পোস্টটির কল্যাণে আমরা আপনাকে আর হারাবো না।
আমি স্বার্থক- আমার এক সঙ্কলনের মর্যাদা আপনি রাখবেন বলে কথা দিয়েছেন।
৮| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪৫
স্বাধীকার বলেছেন:
আ.হোসেন ভাই-
আপনাকে ধন্যবাদ। দারুন একটি কাজ করেছেন, আমাদের হয়ে নুন্যতম কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সাইঁ ভাই এটি পাওয়ার যোগ্য মানুষ। আপনিও অনেক উদারতা দেখালেন, কৃতজ্ঞতা আপনার কাছেও থাকলো। কারণ সাইঁ ভাই আমার অত্যন্ত প্রিয় মানুষ ।
পোস্ট প্রিয়তে রাখলাম।
প্রিয় সিরাজ সাঁই ভাইয়ের ব্লগটি সামু ব্লগের একটি সম্পদ। বহু সংগীত থেকে, বহু সংগীত প্রতিভার পরিচয় সম্পর্কে, জীবনব্যয় করা বহু সাধকের সঙ্গীত থেকে জীবনভর বঞ্চিত থাকতাম, সিরাজসাইঁ ভাইকে এই ব্লগে না পেলে। অসাধারণ ভালো মানুষ আর সঙ্গীতের একনিষ্ঠ ভক্ত অনুরাগী সিরাজ ভাই আমাদের অন্তরের মানুষ। তার কাছে কৃতজ্ঞতার শেষ নেই। বহু অর্থ ব্যয় করেও যা অর্জন করতে পারতাম না, তা পেয়েছি এই মানুষটির কাছ থেকে। যখন যা আব্দার করেছি, তাই পেয়েছি। বহু কষ্টে বহু তথ্য সংগ্রহ করে আমাদের জানার তৃষ্ণা নিবারণ করে যাচ্ছেন এখনো। ব্যক্তিগতভাবে সাইঁ ভাইয়ের সাথে আমার অত্যন্ত ভালো সম্পর্ক-যদিও আমার দুচোখ এখনো এই ভালো মানুষটিকে দেখতে পায়নি। তবুও তিনি আমার অতি কাছের মানুষ। তাকে নিয়ে, তার ব্লগ নিয়ে যে পোস্টটি আপনি দিয়েছেন, সেটি তিনি ডিজার্ব করেন সব সময়।
জীবনে একবার গিয়েছিলাম মাদারীপুরের রাজৈর, বিশ্ববিদ্যালয়ের প্রিয় বন্ধুর গ্রামের বাড়ী আপনার জেলা। বন্ধু এখন স্কটল্যান্ডে-মাদারীপুরকে বহুভাবেই শুনেছি, বুঝেছি। সম্ভবত সেখানে পেয়েছিলাম কুমার নদী-গোসল করেছিলাম, সাতাঁর কেটেছিলাম। এ পাড় থেকে সাতঁরিয়ে ওপারের বাজারে গিয়েছিলাম। ছোট নদী ছিলো, কিন্তু যাদের কাছে গিয়েছিলাম তারা ছিলেন বিশাল বড় মনের মানুষ। আহা! আজো আমি কুমার নদীদের সাঁতার কাটি অবসরে, দিবাস্বপ্নে। আজো ভাবি আরেকবার যেন যৌবন নিয়েই কুমার নদী পার হতে পারি!!
ভালো থাকবেন আবুল হোসেন। আপনার জন্য শুভ কামনা।
৯| ১৮ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:৩৫
পড়শী বলেছেন: এই পোস্ট কিভাবে চোখ এড়িয়ে গেল?
১০| ১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৮
অদ্বিতীয়া আমি বলেছেন: আপনাকে ধন্যবাদ সংকলনের জন্য । প্রিয়তে নিলাম ।
সত্যিকার অর্থেই উনি একজন অসাধারন , আমরা সত্যিই ভাগ্যবান সিরাজ সাঁই এর মত একজন সহব্লগারকে পেয়ে ।
১১| ১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৮
আসফি আজাদ বলেছেন: ++
সিরাজ সাঁইয়ের পরবর্তী পোষ্টগুলো নিয়মিত যোগ করে দিলে অতি অসাধারণ কিছু হবে।
যাই হোক আপনার পোষ্ট দেখে মনে হচ্ছে আমি বেশ কিছু পোষ্ট মিস করেছি...কেম্নে কি!
ধন্যবাদ।
১২| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৯
জানা বলেছেন:
সংকলনটির জন্য অশেষ ধন্যবাদ মোঃ আবুল হোসেন।
দারুণ একটি কাজ করেছেন। যত্ন করে রেখে দিচ্ছি, সময় নিয়ে সবগুলোয় মন দেবো। ভাল থাকবেন।
কৃতজ্ঞতা প্রিয় সিরাজ সাঁই এর প্রতি। মঙ্গলময় হোক, আনন্দয়ময় হোক তাঁর কর্মময় জীবন।
১৩| ১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৭
কবির চৌধুরী বলেছেন:
ক্লাসিফাইড করে দেয়ার জন্য অনেক ধন্যবাদ।
সিরাজ সাঁই এর পোস্ট সব সময়ই অসাধারন। দূর্লভ সব কালেকশন তার পোস্টগুলোতে পাওয়া যায়। কৃতজ্ঞতা রইল।
১৪| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৪৫
একজন আরমান বলেছেন:
দারুন কাজ করেছেন।
পোস্ট প্রিয়তে রেখে দিলাম।
১৫| ৩০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫৭
অচিন্ত্য বলেছেন: +++++++++++++++++++++++++++
১৬| ৩০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:০৭
বৃতি বলেছেন: অনেক ধন্যবাদ আপনার এই পোস্টের জন্য । প্রিয়তে নিলাম ।
১৭| ০২ রা মে, ২০১৩ রাত ১:২৫
মহলদার বলেছেন: ভাই, আপনি এই কাজটা করেছেন এতদিন চোখেই পড়িনি। আসলে ইদানিং ব্লগে আসি খুব কম। খুব ভাল কাজ করেছেন। ধন্যবাদ জানবেন।
একটা খুব খাঁটি কথা বলেছেন, সাঁইজির এই প্রচেষ্টাকে নিজের ভান্ডার থেকে ধন-রত্ন অকাতরে বিলিয়ে দেওয়ার চেয়ে কোন অংশে কম মনে করি নে।
আমি সংগীতে অজ্ঞ একজন মানুষ, আমার কানও তেমন অভিজ্ঞ নয়, কিন্তু সংগীত ভালবাসি। মাঝে মাঝে যোগাড় করার চেষ্টা করেছি ভাল সংগীত। একটা পর্যায়ে এসে মনে হচ্ছিল এই পথে আর বেশী এগোতে পারব না। ভাল গানের সংগ্রহ বর্তমান সময়ে একটা দুষ্কর ব্যাপার অন্তত আমার মত ক্ষুদ্র মানুষের পক্ষে।
একসময়ে ব্লগে এসে পরিচয় হল "গানচিল" ভাইয়ের সাথে। প্রথমেই বিস্মিত হলাম, মানুষ এত জানে কিভাবে। এত সংগ্রহ ও বা কি করে সম্ভব! তিনিও তাঁর ভান্ডার থেকে বিলিয়েছেন অসংখ্য গান ও তথ্য আমাদের জন্য। ধন্য হয়েছি। (গানচিল ভাই কোন কারনে বেশকিছুদিন ধরে ব্লগে অনিয়মিত। আমরা ভীষণভাবে আশা করি তিনি শীঘ্রই আবার ব্লগে আমাদের মাঝে ফিরে আসবেন)।
এর পর পেলাম সিরাই সাঁই ভাই কে। তিনি ও এসে আমাদের বিস্মিত করেই চলেছেন আর ঋণীই করে চলেছেন। উচ্চ মার্গীয় মানুষের সাথে পরিচিত হতে পারাটা সৌভাগ্যের ব্যাপার। তাঁকে সহব্লগার হিসেবে পেয়ে সত্যিই আমি গর্বিত। অনেক আশায় বুক বেঁধেছি ভাল সংগীত সংগ্রহ করতে পারব শুধু আমার জন্য নয় আমার পরবর্তী প্রজন্মের জন্যও।
১৮| ০২ রা মে, ২০১৩ রাত ১১:১৯
সিরাজ সাঁই বলেছেন: হোসেন ভাই, একটি বাদে, আমার সব পোস্টের সব গানের ডেড লিঙ্ক, রি-আপলোড করে ফিক্স করে দিতে সমর্থ হয়েছি। অনেক রিলিভড ফিল করছি এখন। আর কোন ডেড লিঙ্ক পেলে নির্দ্বিধায় জানাবেন কিন্তু। ভালো থাকুন।
০৩ রা মে, ২০১৩ রাত ১২:৪৯
মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর বলেছেন:
এক একটা পোস্ট তৈরি ও আপলোড করতে গিয়ে কষ্টতো বহুই করেছেন; আর সে কষ্টের লিঙ্ক যদি থাকে ডেড, তাহলে সে কষ্টের কীইবা মূল্য থাকলো?
সাঁইজি, আমি জানতাম আপনি সময়ে অসময়ে প্রায় সারাক্ষণই বিশাল কষ্টের কাজগুলো একটা একটা করে দ্বিতীয় বার করে যাচ্ছেন। এটা আমাদের জন্য কী বিশাল পাওনা তার কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই।
আপনিও সকলকে নিয়ে ভালো থাকুন সারাক্ষণ।
১৯| ০৭ ই মে, ২০১৩ বিকাল ৩:১০
রাখালছেল০০৭ বলেছেন: আপনাকে ধন্যবাদ সংকলনের জন্য । প্রিয়তে নিলাম ।
২০| ১৩ ই জুন, ২০১৩ সকাল ১০:০১
আমিনুর রহমান বলেছেন:
প্রিয়তে +++
২১| ২৫ শে জুন, ২০১৩ দুপুর ১২:১৬
ুুপাংশুল বলেছেন: গান পাগলা মানুষদের জন্য এই পোস্টটি হীরকখনি।পোস্টদাতা এবং সিরাজ সাই দুজনকেই সীমাহীন ধন্যবাদ।
২২| ০১ লা আগস্ট, ২০১৩ সকাল ১১:৩২
অমিয় উজ্জ্বল বলেছেন: Rekhe dilam
২৩| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১:৪২
রোমেন রুমি বলেছেন:
ভাল লাগল আপনার এই পরিশ্রম ।
পোস্ট প্রিয়তে না নিয়ে কোন উপায় নেই ।
অনেক শুভ কামনা ।
২৪| ৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৫
রইসউদ্দিন গায়েন বলেছেন: অজস্র ধন্যবাদ,এই অসাধারন পোস্টটির জন্য!
২৫| ১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:২২
রইসউদ্দিন গায়েন বলেছেন: সঙ্গীত-পিপাসুদের জন্য একটি অতি প্রয়োজনীয় ব্লগ।
২৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:১৮
আহমেদ জী এস বলেছেন: মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর ,
আজকের "দৃষ্টি আকর্ষণ" পোস্টে মরহুম "সিরাজ সাঁই"কে নিয়ে লেখায় আপনার করা মন্তব্যের সূত্র ধরে এখানে এসেছি। সব আকর্ষনীয় পোস্টের অদ্ভুত সংযোজন। ধন্যবাদ আপনাকে, এমন সংগ্রহের জন্যে।
প্রিয়তে রাখছি ।
২৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:০৪
ডঃ এম এ আলী বলেছেন:
আহমেদ জী এস মতো আমিউ আজকের "দৃষ্টি আকর্ষণ" পোস্টে মরহুম "সিরাজ সাঁই"কে নিয়ে লেখায় আপনার করা মন্তব্যের সূত্র ধরে এখানে এসেছি। অতি পরিশ্রমী একটি অসাধারণ কর্ম । আজকের এই দিনে মরহুম "সিরাজ "সিরাজ সাঁই" এর স্মরণে এই পোষ্টটি স্টিকি হলে আরো অনেকেই দেখতে পারতেন । মরহুম ''সিরাজ সাঁই'' এর প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ।
পোষ্টটি প্রিয়তে নিয়ে গেলাম ।
আপনার প্রতি রইল শুভেচ্ছা ।
২৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৫১
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: প্রিয়তে নিলাম।
©somewhere in net ltd.
১|
১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৪
এবং ব্রুটাস বলেছেন: সিরাজ সাঁই স্পেশাল সংকলন, অসাধারণ।
সোজা প্রিয়তে।
সাইজিকে শুভেচ্ছা।