নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবুলের বাপ রিটার্নস!!!

আবুলের বাপ রিটার্নস

আবুলের বাপ রিটার্নস › বিস্তারিত পোস্টঃ

ছাগু পত্রিকা করলে দোষ,হাম্বা পত্রিকা করলে হাততালি!!!

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৩

‘আলেমদের নির্যাতনের প্রতিবাদে কাবার ইমামদের মানববন্ধন’ শীর্ষক খবর ও ভুয়া ছবি অনলাইনে প্রকাশ করে, বন্ধ হয়ে যাওয়া দৈনিক আমার দেশ পত্রিকার অত্যন্ত সমালোচিত হয়েছিলো। এখনো এই নিয়ে অনেক হাম্বারা মাহমুদুর রহমানকে তুলাধুনা করতে ছাড়ে না।যদিও এ নিয়ে তারা দুঃখ ও ক্ষমা প্রকাশ করে খবরটি সরিয়ে ফেলছিলো।

কিন্তু গত ১২ ফেব্রুয়ারী-২০১৬ তে অধিকাংশ হাম্বা পত্রিকা একযোগে পবিত্র মক্কা শরিফের সম্মানিত ইমাম ও খতিব নিয়ে মিথ্যা একটি সংবাদ প্রকাশ করেছে। আর এ নিয়ে হাম্বা অনলাইন একটিভিষ্টরা আনন্দে আটখানা।তারা খবরটি অনেকটা ভাইরাল করে ফেলেছে।

টুঙ্গীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করেছেন পবিত্র মক্কা শরিফের সম্মানিত ইমাম ও খতিব ডক্টর শায়েখ ফাতহি বিন মোহাম্মাদ বিন বশির আল ফাজানি।


বঙ্গবন্ধুর কবর জিয়ারত করলেন মক্কা শরিফের ইমাম ড. শায়েখ ফাতহি
বঙ্গবন্ধুর কবর জিয়ারত দেশ-বিদেশের অনেক বিখ্যাত ব্যক্তি করেছেন। কিন্তু মক্কা শরিফের সম্মানিত ইমাম ও খতিব নিয়ে মিথ্যাচার করার কি দরকার ছিলো? এতে কি ওনার মর্যাদা বেড়েছে?
মক্কা শরিফের ইমাম ও খতিবের লিষ্টে ডক্টর শায়েখ ফাতহি বিন মোহাম্মাদ বিন বশির আল ফাজানি নামে কি কোনো ইমাম ও খতিব আছেন?
নিচের লিঙ্কে মক্কা শরিফের ইমাম ও খতিবের লিষ্ট দেয়া আছে।

view this link

এই লিষ্টে ডক্টর শায়েখ ফাতহি বিন মোহাম্মাদ বিন বশির আল ফাজানি নামে কোনো ইমাম ও খতিব আমি খুজে পাই নাই।
যদিও কিছু পত্রিকা ডক্টর শায়েখ ফাতহি বিন মোহাম্মদ বিন বশির আল ফাজানিকে পবিত্র মক্কা শরীফের ইমাম ও খতিবদের পরিদর্শক পরিচয় উল্লেখ করে খবর ছাপিয়েছে। কিন্তু এই নামেও মক্কা শরীফের ইমাম ও খতিবদের পরিদর্শক খুজে পাওয়া যায় নাই ।

কাবার ইমামদের নিয়ে মিথ্যা নিউজ শুধু আমার দেশ পত্রিকা ্প্রকাশ করে না,সব হাম্বা পত্রিকাও প্রকাশ কর। তবে আমার দেশ ক্ষমা চেয়েও রেহাই পায় না, আর হাম্বা পত্রিকা সিনাজুরি করে চলে।

বি দ্রঃ কেউ যদি প্রমান করতে পারেন মক্কা শরীফের ইমাম ও খতিব ডক্টর শায়েখ ফাতহি বিন মোহাম্মাদ বিন বশির আল ফাজানি নামে কেউ আছেন,তাহলে আমি আমার পোষ্ট প্রত্যাহার করে নেবো।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৭

বিজন রয় বলেছেন: যত দোষ নন্দ ঘোষ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৯

আবুলের বাপ রিটার্নস বলেছেন: আসলে বাংলাদেশের সাংবাদিকদের কোনো নীতি নাই। কোনো একদিন চাকা উলটা ঘুরলে মাহফুজ আনামের মত বলবে, আমাদের যাচাই না করে এই সংবাদ ছাপানো ভুল ছিলো। চাপে পড়ে ভূয়া সংবাদ ছাপিয়েছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.