![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতকাল সানি-তাসকিন নিষিদ্ধ হওয়ার পর এবং ভারত-পাকিস্তান খেলার সময় ভাদারা ব্লগ-ফেসবুকে ভালোই বিনুদুন দিলো। তবে এদের প্রতিক্রিয়া অনুযায়ী কয়েক শ্রেনীতে ভাগ করা যায়।
১)ভোদাই ভাদাঃ এইগুলা দিগ্বিদিক হারিয়ে ভারতকে সমানে গালি দিছে আর পাকিস্তানকে সাপোর্ট করছে। ।কিন্তু কেবলা যে মনের অজান্তে চেঞ্জ হয়ে গেছে,টেরই পায়নি।তবে এসব বলদরা দুই দিন পর পাছায় বাড়ি খেয়ে আবার কেবলা ঠিক করে ফেলবে।
২)কনফিউজড ভাদাঃ এরা আসলে কি করবে বুঝতেই পারছে না।এরা 'শেম আইসিসি শেম!' এইধরনের ষ্টাটাস দিয়ে চুপ আছে।
৩) স্মার্ট ভাদাঃ এরা পাবলিক সেন্টু ভালোই বুঝে। তাই ভারতকে গালি দেয়ার পাশাপাশি পাকিস্তানকে এক হাত নিতে ভোলে নাই। সাথে চেতনার বয়ানতো আছেই।
৪) বাই বর্ন ভাদাঃ এরা বিরল প্রজাতির। যত কিছুই হোক দালালী ছাড়বে না। এদের ষ্টাটাস হলো, 'দোষ করলে আইসিসি করছে,ভারতের কি দোষ? দরকার হলে ভারতের ক্রিকেট বোর্ডকে গালি দেন,ভারতকে নয়।' এদের আল্লাহ কি দিয়া যে বানাইছে!!!
এইসব সবগুলা শ্রেনীকে ভাদা কেন বলা হয়? কারন ভারত প্রায় প্রতিদিন সীমান্তে মানূষ মারে,উত্তারঞ্চল পানি প্রত্যাহার করে মরুভুমি বানায়,নতজানু সরকারের ঘাড়ের উপর উঠে একটার পর একটা চুক্তি করে ঠকায়, এসব ব্যাপারে কখনোই কথা বলে না।ধান মাড়াইয়ের সময় গরুর মুখে যেভাবে ঠুলি পরিয়ে ঘোরানো হয়,এরাও সেভাবে তখন মুখে ঠুলি পরে ঘোরে। এখন সানি-তাসকিন নিষিদ্ধ হওয়ার পর দেশপ্রেম দেখায়।
ও হ্যা গতকাল কিছু বাই বর্ন(এরাও বিরল প্রজাতি) ছাগু পেলাম, যারা সানি-তাসকিন নিষিদ্ধ হওয়ায় উপর দিয়া হতাশা,রাগ প্রকাশ করলেও ভেতর দিয়ে খুশি।কারন এই সুযোগে তাদের সমর্থক বাড়ছে।
কি বিনুদুন!!!
২০ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৪৮
আবুলের বাপ রিটার্নস বলেছেন: ধন্যবাদ। আমার মাথা ঠান্ডাই আছে। শব্দ ব্যবহার ইচ্ছে করেই করেছি, যাতে একটু হুশ আসুক। কি করছি,কেন করছি? জাতি হিসাবে সুনাম তখনই প্রতিষ্ঠিত হবে,যখন সব অন্যায় সকলে একসাথে প্রতিবাদ করতে পারবো।
২| ২০ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:০০
অপর্ণা মম্ময় বলেছেন: কালকের খেলা পুরো দেখার আগ্রহ হয় নাই। যেভাবে ঢাক ঢুক্কুর বাজিয়ে সেলিব্রেটি এনে বয়ান দেয়ানো হইছে মনে হইছে গতকালকেই ফাইনাল খেলা হইয়া গেছে।
আর যেসব ভাদাদের কথা বললেন, সেসব ভাদাদের সামনে এইসব বললে আপ্নারে ছিল্যা কাইট্যা শোয়ায়ে দিবে
সো ভাদা হইতে সাবধান
২০ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৯
আবুলের বাপ রিটার্নস বলেছেন: ভারত-পাকিস্তান খেলা এখন মিডিয়া হাইপ ছাড়া আর কিছু না। খেলা এই বিশ্বকাপে ভালো লেগেছে পরশুদিন ইংলান্ড-সাউথ আফ্রিকার।
ভাদারা সেই সাহস পাবে না,পাইলে এইখানে আইসা একটু হলেও চুলকাতো। দালালদের বুকের পাটা থাকে না।
৩| ২০ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:১০
বিপরীত বাক বলেছেন: জয় মাতা।
ভারত মাতা।
দুর্গা দুর্গা।
২০ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৮
আবুলের বাপ রিটার্নস বলেছেন: তা আপনে পোষ্টে উল্লেখিত কোন ক্যাটাগরিতে পড়েন? জানতে পারলে কৃতজ্ঞ হতাম।
৪| ২০ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৫
বিজন রয় বলেছেন: হা হা হা
আপনার এই পোস্টও কম বিনোদন নয়।
আই ছিঃ ছিঃ
২০ শে মার্চ, ২০১৬ দুপুর ১:০৯
আবুলের বাপ রিটার্নস বলেছেন: এক বিনোদন থেকেই আরেক বিনোদনের স্রষ্টি হয়।
শুধু আই ছিঃ ছিঃ নয়,অনেক কিছুই ছিঃ ছিঃ করতে হবে।
৫| ২০ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৬
অপর্ণা মম্ময় বলেছেন: ইংলান্ড-সাউথ আফ্রিকার খেলা মনে থাকবে অনেকদিন। কীভাবে একটা খেলার মোড় ঘুরে গেলো! সুতরাং ২২৯ রান করেও কেউ এখন নিরাপদ এটা যেমন ভাবতে পারবে না আবার ১২৬ রান করেও কেউ কেউ জিতে যায়।
ভাদা সর্বত্র বিরাজমান। চোখ খুলে দেখেন
২০ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৩১
আবুলের বাপ রিটার্নস বলেছেন: জেনে খুশী হলাম,আপনি আসল ক্রিকেট ভক্ত।
য়াপনার কথাই ঠিক। ভাদা সর্বত্র বিরাজমান। চোখ খুলে দেখতেছি
©somewhere in net ltd.
১|
২০ শে মার্চ, ২০১৬ সকাল ১১:১১
সোজোন বাদিয়া বলেছেন: সত্য যেটিই হোক না কেন, আপনার যেমন শব্দ ব্যবহার দেখছি তাতে মনে হয় না জাতি হিসেবে আমাদের সুনাম প্রতিষ্ঠিত হবে। মাথা ঠাণ্ডা রাখুন, বড় ভাই।