![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কত সময় পার হলো-
কতটা নিঃসঙ্গ প্রহর
অভিযোগ তৈরি করল আমারও বিরুদ্ধে
আমার অজান্তেই।
কতটা সময় পার হলো-
আমি একা
পৌষের এই শীতে-
অথবা হঠাৎ রোদ্দুর
মেঘেরা ও একা চলে,
নির্বিঘ্ন নীলাম্ভর -
স্মৃতির পাখি ডাকা ভোরের সকাল-
সবাই বড্ড একা, একা আমিও।
তবুও তো একা থাকার কষ্ট
ব্যর্থ সঙ্গীনি
অনুভূতির বেড়াজালে আমায় আব্দ্ধ করে-
কতটা একা থাকার পরেও
আমি বড্ড সঙ্গ পাই।
তার একটু মিষ্টি কন্ঠ,
অথবা মুখ দিয়ে বেরিয়ে আসা
সেই ভালোবাসি শব্দটা।
আমার নিঃসঙ্গতাকে আমার থেকেও
হারিয়ে নিয়ে যায়।
©somewhere in net ltd.