![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সকালবেলা, তোমার পৌষমাস।
জীবনের রং আমার, কল্পনার ছবি তোমার।
আমি আকাশ ছোয়া গাছ, তুমি দমকা বাতাস।
তোমার মিষ্টি হাসি, আমার বসন্তমাস।
তুমি সকালের এক কাপ কফি,
আমি বিকেলের এক আকাশ ছবি।
তুমি রাতের জোছনা, আমি জোনাকপোকা।
তুমিআমি মিলে প্রকান্ড দালান,
একটা অবাদ্ধ ফুলের বাগান।
তুমি গাঙ, আমি চিল।
আমি সুর, তুমি পাখি।
শীতে তোমার গায়ে চাদর,
আমার হাতে খেজুরের রস।
তুমি আস্তে আস্তে বৃষ্টি,
আমি হঠাৎ হঠাৎ ঝড়।
তুমি শরৎ, আমি হেমন্ত,
আমি সূর্য, তুমি বসন্ত।
আমার সকালবেলা, তোমার পৌষমাস।।
২| ০৩ রা মে, ২০১৫ রাত ১:৩৬
আ স ম নাহিদুল ইসলাম শিমুল বলেছেন: ধন্যবাদ ।।
৩| ০৩ রা মে, ২০১৫ রাত ১:৩৮
আধারের রাজপুত্র বলেছেন: ালো লিখেছেন।
৪| ০৩ রা মে, ২০১৫ রাত ১:৪০
আ স ম নাহিদুল ইসলাম শিমুল বলেছেন: ধন্যবাদ ।।
©somewhere in net ltd.
১|
০৩ রা মে, ২০১৫ রাত ১২:৫৪
বাড্ডা ঢাকা বলেছেন: ভাললাগচ্ছে কবিতা ।