![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার চুলের আধারে আমি হারিয়ে যাইনি,
তোমার গহীণ চোখের মায়ায় আমি ভুলিনি,
তোমার অবাধ্য নাকের শ্বাসন আমি মানিনি,
আমি হারিয়েছি তোমার ক্যানভাসে পূর্ণিমার রাতে,
আমি ভুলেছি নিদারূণ তীক্ষ্ণ তুলির আচড়ে,
মেতেছি জাজের মতন কঠোর সরল ভাষায়।
তুমি আমার নদীর পাড়ে, ছলাত ছলাত সুর
তুমি আমার খুব সকালের, আবছা কোমল আভা
তুমি আমার সন্ধ্যারাতের, জোনাকপোকার মেলা
তুমি আমার মন খারাপের, ভীষনকালো রাত
তুমি আমার চোখের মাঝে, ভাসতে থাকা অবাধ্য উল্লাশ
তুমি আমার ঠোটের কোণে, বিরাটবেলাজ ঈদের বাকা চাঁদ
তুমি আমার ভাটার টানে, অশেষভীষন আবেগপ্রবল ডাক।
তুমি দখিনাবাতাস হয়ে আসো, দমকা হাওয়ার হয়ে বাজো।
তুমি মুষোলধারে বৃষ্টি হয়ে গড়ো, কালবৈশাখী ঝড়ের মতন ভাঙ্গো
তোমায় নিয়ে কবিতা লিখিনি, মনভূবনে স্বপ্ন একেছি।
তোমার মোহে পাগল সাজিনি, ভালবাসার সুর বূনেছি।।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:০৫
আ স ম নাহিদুল ইসলাম শিমুল বলেছেন: ধন্যবাদ।
২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:১৪
বিজন রয় বলেছেন: অনেক দিন পর পোস্ট দিয়েছেন।
নিয়মিত থাকুন।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:০৬
আ স ম নাহিদুল ইসলাম শিমুল বলেছেন: চেষ্টা করবো।
৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
©somewhere in net ltd.
১|
০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:১৪
বিজন রয় বলেছেন: সুন্দর।
কবিতায় অজস্র বিষয় তুলে এনেছেন।
++++