নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

i blog/therefore i exist

অচিন্ত্য

"জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ"

অচিন্ত্য › বিস্তারিত পোস্টঃ

কাদামাটির মন

২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৪

https://soundcloud.com/achintya-2/kadamatir-mon



তখন আমরা সেকেন্ড কি থার্ড ইয়ারে। বন্ধুবর নোমানী (আজিবকাকরা ) একটা কাগজ ধরিয়ে দিল। লিরিকের রহস্য হল ‘কাদামাটির মন’ নামক একটি নাটক হবে; তার জন্য গান লাগবে। লিরিক দেখে অতিব আপ্লুত হয়েছিলাম। নোমানী, তোর কথাগুলো যেভাবে স্পর্শ করেছিল, সেরকম মনের মত সুর করে উঠতে পারি নি। আমার মাঝে মাঝে খুব ভাল লাগে, যখন হঠাৎ হঠাৎ আবিষ্কার করি নোমানী-আমি আমরা বন্ধু।



পাষাণ রৈদে ভাঙা উঠান ওড়ায় ধোয়া নয়ন

কাদামাটির মন পোড়াইয়া বানায় ছোট্ট স্বপন



পশলা পশলা বর্ষা যদি ঝরত রৈদে রাইতে

জমিন ছাইড়া জীবন রইত আসমানেরই সাথে

পলকা রৈদে বর্ষা পাব তোমার বাড়ি কই

নিয়া চল আইজ আমারে স্বপন দেইখা রই



মন কিশোর আর মন কিশোরী হাজার স্বপন গড়ে

হাজার হাজার পদ্মপাখি রইসে দেওয়ার ঘরে



দেওয়ার পানি ভাইসা বেড়ায় বলগা নাওয়ের সাথে

নাওয়ের কথা পড়ব মনে জ্যোৎস্নাভাঙা রাইতে

নাওয়ের লাইগা জ্যোৎস্না রাইতে একলা জাইগা রই

নাওয়ের গলুই রইল খালি মাঝি তুমি কই





মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫১

খেয়া ঘাট বলেছেন: গানের কথা , সুর চমৎকার লাগলো।
কন্ঠ মনে হয় আরেকটু ভালো হলো আর শ্রতিমধুর হতো।
আমার খুবই ভালো লাগছে। হৃদয় স্পর্শ করেছে।

২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:১০

অচিন্ত্য বলেছেন: অনেক ধন্যবাদ

২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:১৭

অচিন্ত্য বলেছেন: ও হ্যাঁ, গানের কথা কিন্তু আমি লিখি নি।

২| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

হাসান মাহবুব বলেছেন: চমৎকার লিরিক এবং সুর। হারমোনাইজেশনটাও সুন্দর। তবে গাওয়াতে একটা আনুনাসিক ভাব আছে। এটা না থাকলে আরো ভালো হত।

২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:১৩

অচিন্ত্য বলেছেন: ধন্যবাদ হাসান ভাই। হ্যাঁ, নাকি ব্যাপারটা ইদানিং আমি নিজেও খেয়াল করছি। সতর্ক থাকা দরকার।

৩| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

সবুজসবুজ বলেছেন: খুব ভালো লেগেছে।


ডাউনলোড করে এখন শুনছি। :) :)

২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:১৪

অচিন্ত্য বলেছেন: ধন্যবাদ। শুভ সকাল

৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৪৩

আহসান জামান বলেছেন:
দুইজনেই অদ্ভূত!

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৩

অচিন্ত্য বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.