নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

i blog/therefore i exist

অচিন্ত্য

"জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ"

অচিন্ত্য › বিস্তারিত পোস্টঃ

আমার বাড়ি এসো আকাশ

২০ শে মার্চ, ২০১৩ সকাল ৮:২১

আমার বাড়ি এসো আকাশ

অডিও লিংক

Click This Link



তোমার এখন আমার মতই অনেক অবসর

তোমার বাড়ির পাশেই আমার ছোট্ট টিনের ঘর

ঘরের ভেতর ছড়ানো সময় এইখানে ঐখানে

ছাড়া পেলেই ছোটে তোমার ছেঁড়া মেঘের বনে

ছুটতে ছুটতে বনের প্রান্তে আঁধার কাজল কাল

কাল’র পরে মেঘের পাহাড় ছুঁইছে রূপার আলো

আলো-ছায়ার সন্ধ্যাবেলায় মেঘ-পাহাড়ের ঢালে

তোমার উঠান পড়ছে ঢলে আমার ভাঙা চালে



তোমার বাড়ি যেদিন অরুন্ধতির নিমন্ত্রণ

সত্যি জেনো তুমি সে-ও আমার আপন জন

অশ্রু-বরণ মেয়ে বুঝি সকল দুখের তান

অবাক ঠাটে জমিয়ে রাখে তোমার সে সন্তান

সেই রাগিনী কান পেতে রয় নৈঃশব্দের বুকে

চুপটি করে কানটি পাতি এখানে আমিও চুপে

গানের রেখা আসবে বেয়ে নক্ষত্রের রথ

তোমার সাথে ধরব পাড়ি অনেক দূরের পথ



আমার এখন তোমার মতই অনেক অবসর

তোমার মতই অনেক দূরে চেনা আপন পর

অনেক দূরে শুন্যে ওড়ে অচেনা সংসার

আমরা দু’জন ঘর বেঁধেছি শঙ্খ নদীর পার

তোমার বুকে রয়না নাকি ডানার ওড়ার গন্ধ

তোমার চোখেই দেখি আমি আমার এ চোখ অন্ধ

আমার বাড়ি এসো আকাশ শ্রাবণ সাঙ্গ হলে

শুকনো এ চোখ ভিজিয়ে দিও কাজল মেঘের জলে

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৪৮

সবুজসবুজ বলেছেন: শ্রুতিমধুর।



তবে মনে হয় এই পোস্টে এখানকার লেখাটা ঠিক করতে হবে


"আমার বাড়ি এসো আকাশ শ্রাবণ মাসের শেষে
শুকনো এ চোখ ভিজিয়ে দিও কাজল মেঘের জলে।"

এর বদলে

আমার বাড়ি এসো আকাশ শ্রাবণ সাঙ্গ হলে
শুকনো এ চোখ ভিজিয়ে দিও কাজল মেঘের জলে।"

২১ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৩৩

অচিন্ত্য বলেছেন: ওহ হো।
অসংখ্য ধন্যবাদ।
হ্যাঁ, এই লেখাটি প্রথম ব্লগে দেওয়ার সময় আমাদের হাসান মাহবুব ভাই বলেছিলেন- শেষে আর জলে অন্ত্যমিল নেই কেন। আমি বলেছিলাম নিতান্তই অক্ষমতা। পরে সুর করার সময় কীভাবে যেন অন্ত্যমিল চলে এল।

অনেক ধন্যবাদ। এক্ষুণি ঠিক করে দিচ্ছি।

২| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১৩

শ্রাবণ জল বলেছেন: তোমার বুকে রয়না নাকি ডানার ওড়ার গন্ধ
তোমার চোখেই দেখি আমি আমার এ চোখ অন্ধ
আমার বাড়ি এসো আকাশ শ্রাবণ সাঙ্গ হলে
শুকনো এ চোখ ভিজিয়ে দিও কাজল মেঘের জলে।


কার লেখা??


ভাল লাগল শুনে।
শুনতে শুনতে হেমন্তের চটুল সুরে গাওয়া কি একটা গানের কথা যেন মনে পড়তে গিয়েও পড়ছে না।

শুভেচ্ছা।

২১ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৩৪

অচিন্ত্য বলেছেন: আমারই লেখা। ভাল লাগল জেনে অনেক আপ্লুত।
হেমন্তের গান মনে পড়লে জানাতে ভুলবেন না যেন।

অনেক ধন্যবাদ
শুভেচ্ছা আপনাকেও

৩| ২০ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৩

হাসান মাহবুব বলেছেন: কথা এবং সুর দুটোই সুন্দর।

২১ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৩৭

অচিন্ত্য বলেছেন: অনেক ধন্যবাদ ডিয়ার লিটল হামা।
:)

৪| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৩৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অনেক সুন্দর :-B

২১ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৩৮

অচিন্ত্য বলেছেন: ৪৫৭৮ ধন্যবাদ ডিয়ার স্বর্ণা
:)

৫| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৫৭

কালোপরী বলেছেন: সুন্দর :)

২১ শে মার্চ, ২০১৩ সকাল ৮:১১

অচিন্ত্য বলেছেন: ধন্যবাদ
:)

৬| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ৮:১২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
বাড়ে বাড়ে শুনছি :P

২১ শে মার্চ, ২০১৩ সকাল ৮:১৪

অচিন্ত্য বলেছেন: কম কম শোনেন
:)

৭| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১:০৩

অন্ধ আগন্তুক বলেছেন: বাহ বাহ !

সেই রাগিনী কান পেতে রয় নৈঃশব্দের বুকে
চুপটি করে কানটি পাতি এখানে আমিও চুপে
গানের রেখা আসবে বেয়ে নক্ষত্রের রথ


অচিন্ত্য ! আমি আপনার একজন ফ্যান । অটোগ্রাফ !!! :)

২২ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৫৭

অচিন্ত্য বলেছেন: অনেক ধন্যবাদ। ফ্যান !!!!!
অনেক ভারী জিনিস। আমি হালকা পাতলা মানুষ। :)
আপনার লেখাও আমার দারুণ লাগে !!

ভাল থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.