নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

i blog/therefore i exist

অচিন্ত্য

"জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ"

অচিন্ত্য › বিস্তারিত পোস্টঃ

ছুটি

২৩ শে জুন, ২০১৩ সকাল ৭:৪১

ছুটি

অডিও লিংক

https://soundcloud.com/aytnihca/npt4xvo0xuke



চেখভের পাতা শেষে বিকেল ঘনিয়ে আসে

রেওয়াজটা হয়ে ওঠে না

সন্ধ্যে নামছে ওই mobile টা গেল কই

কতদিন কথা হয় না

ছুটি যথারীতি তাই কাটছে যাচ্ছেতাই

বাকি বাকিতে সবই ফাঁকি

pessimistic আমি যতই বলনা তুমি

আশাটাকে জাগিয়র রাখি

এটা হবে ওটা হবে সবকিছু হয়ে যাবে

রোজই বসে একই ভাবনা

দুপুরটা নিঃঝুম চোখে রাজ্যের ঘুম

কোলরিজ এখন থাকনা

এলোমেলো ভাবনায় কাটছে কাটুকনা

অত ভেবে লাভ কী বল

সময় পাল্টালেই তোমার তুমি তো নেই

হয়ে যাওয়া সময়ের গল্প



এলোমেলো হারাবার ভয় নেই এখন আর

মিছে কথার এ কলরবে

পৃথিবীতে lustful ঘটনার মহাভুল

শেষমেষ থেকেই যাবে

ভুলে ভরা সব যেন তবু তাই দিয়ে কেন

ভাঙ্গা আর গড়া বারেবার

সব গান পড়ে রয় আচমকা মনে হয়

জীবন প্রলাপে একাকার

সুরে সুর মিলিয়ে আমরা যাই গেয়ে

জীবনটা অনেক বড়

এ গানের মানে তাই আগাগোড়া সবটাই

প্রলাপের মতই ধর



ছুটির হিসেব কষে ভাবছি এখন বসে

দুই এ দুই এ চার হবে কি

হিসেবের খাতাটায় ভাগশেষ রয়ে যায়

ক্ষয়ে যায় ছুটির ছবি

অনেক সাধের চাওয়া মরীচিকা খুঁজে যাওয়া

তিন ভাগ জীবন জেগে

হিসেব মেলেনা তাই তুমি আমি বদলাই

সময়ের যোগ বিয়োগে

জীবন যন্ত্রণায় যখন খুঁজতে চায়

আলোহীন নীরব ছবি

প্রশ্ন ভীড় জমায় আঁধারের আঙ্গিনায়

মৃত্যু কি সেই সে ছুটি



[২৯ সেপ্টেম্বর-১৭ নভেম্বর, ২০০৬]

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৩ সকাল ১১:৩৬

মাক্স বলেছেন: +++

২৪ শে জুন, ২০১৩ ভোর ৬:৫৩

অচিন্ত্য বলেছেন: :)
অনেক ধন্যবাদ।

২| ২৩ শে জুন, ২০১৩ রাত ১০:৫৫

সবুজসবুজ বলেছেন: দা-----রু-------ন


এক্কেবারে প্রফেশনাল পর্যায়ের টিউন হয়েছে

২৪ শে জুন, ২০১৩ ভোর ৬:৫৬

অচিন্ত্য বলেছেন: অনেক ধন্যবাদ ডিয়ার সবুজ সবুজ।
[আপনার কাজ এখনো সম্পূর্ণ করে উঠলাম না। ফাঁকিবাজি ! বসব আবার শীঘ্র]

৩| ২৪ শে জুন, ২০১৩ সকাল ১১:৩৬

রেজোওয়ানা বলেছেন: দারুন!!

তোমার গানের সিডি বের হবে কবে?? :)

২৫ শে জুন, ২০১৩ সকাল ৭:৪৫

অচিন্ত্য বলেছেন: সিডির জন্য এখনো প্রস্তুত না। গলার চর্চা করতে হবে, তারপর।
ইউ আর থ্যাংক্স ফর টাইমিং অ্যাবাউট লিসেনিং সং দিজ

৪| ২৪ শে জুন, ২০১৩ রাত ১১:১৮

হাসান মাহবুব বলেছেন: লিরিক এবং টিউন বেশি সুন্দর। গাওয়ার ব্যাপারে বলি, তোমার কোথায় যাই না গানটায় যেমন ভয়েজ ছিলো সেরকমটা পাচ্ছি না। একটু নাকি ভাব থেকে যাচ্ছে।

২৫ শে জুন, ২০১৩ সকাল ৭:৪৭

অচিন্ত্য বলেছেন: সেই গানটা রেকর্ড করেছিলাম ২০০৯ এর দিকে। তখন মনে হয় অনেক সহনশীল ছিলাম। দিনে দিনে নাক উঁচু স্বভাব হয়ে উঠছে। হাহ হাহ। ধন্যবাদ, ভাল থাকুন। লিখতে থাকুন

৫| ২৪ শে জুন, ২০১৩ রাত ১১:৫২

কয়েস সামী বলেছেন: আপনি যে ভয়াবহ গান জানেন! এইটা তো জানতাম না! কেরি অন।

২৫ শে জুন, ২০১৩ সকাল ৭:৫০

অচিন্ত্য বলেছেন: একমাত্র আপনিই আসল কথাটা বলে দিয়েছেন। গান করার চেষ্টায় যাহ করি, তাহা ভয়াবহই বটে !
ধন্যবাদ, কথা হবে

৬| ২৫ শে জুন, ২০১৩ সকাল ৭:৫২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
প্লে হয় না।

২৫ শে জুন, ২০১৩ সকাল ৮:১৩

অচিন্ত্য বলেছেন: :(
আমি তো প্লে করতে পারছি। কি জানি। আপনার ফ্ল্যাশ প্লেয়ারটা আপডেটেড কিনা মনে হয় চেক করা যেতে পারে

৭| ২৫ শে জুন, ২০১৩ দুপুর ২:৪৬

সবুজসবুজ বলেছেন: @এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা --প্লে হতে না চাইলে ডাউনলোড করেও শুনতে পারেন। খুব একটা বেশি সাইজ না। নেটওয়ার্কের সমস্যা থাকলেও অনেক সময় প্লে হতে চায় না।

৮| ২৭ শে জুন, ২০১৩ দুপুর ২:৩২

মায়াবী ছায়া বলেছেন: +++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.