নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিঃসঙ্গ আমি

আকাশের আঁধারে নিশ্চুপ কেউ একজন......

আঁধার আকাশ

আকাশের আঁধারে নিশ্চুপ কেউ একজন......

আঁধার আকাশ › বিস্তারিত পোস্টঃ

স্মরণে - কোন এক রাজীব ভাই......

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫০

আমি স্তব্ধ! মুখ দিয়ে কথা বেরুচ্ছে না! খানিক আগে যখন যখন ফেসবুকে খবরটি দেখলাম তখন শুনেই উড়িয়ে দিয়েছিলাম। এ কি সম্ভব? এ তো হতেই পারে না! এটা নিশ্চয়ই পরাজিত ঘৃণ্য পশুদের একটি চাল!



কিন্তু সময় যত গড়াতে লাগল, ধীরে ধীরে পরিষ্কার হয়ে গেল সম্পূর্ণ ব্যাপারটি। হ্যাঁ, আমাদের "থাবা বাবা" রাজীব ভাই আর নেই। দেশের জন্য জীবন দিলেন মুক্তিযুদ্ধে। এ যে এক দ্বিতীয় মুক্তিযুদ্ধ, সে বিষয়ে আমার বা কারোরই কোন সংশয় নেই।



শুধু একটাই আফসোস, রাজীব ভাই তরুণ প্রজন্মের বিজয় দেখে যেতে পারলেন না। কথা ছিল, বিজয় না দেখে কেউ এই প্রজন্ম চত্বর ছেড়ে যাবে না। কিন্তু রাজীব ভাইকে যেতে হল, তাও শুধু প্রজন্ম চত্বর নয়, এই লোকের মায়া ত্যাগ করে, জীবনের ওপারে।



আজ কেবল চিৎকার করতে ইচ্ছে করছে, ইচ্ছে হচ্ছে গলা ফাটিয়ে চিৎকার করি। এ কি হল? কেন হল? কিছু ধর্মান্ধ ব্যক্তির কবলে পড়ে প্রাণ দিল এক দেশপ্রেমিক। দ্বিতীয় মুক্তিযুদ্ধের দ্বিতীয় শহীদ হিসেবে নিজের নাম ইতিহাসের পাতায় তুলে দিয়ে গেলেন আহমেদ রাজীব ভাই!



এই জীবনে তার সাথে আমার কখনো দেখা হয় নি। কেবল থাবা বাবা নাম শুনেছি। কি জানি, বেঁচে থাকলেও হয়তো তার সাথে দেখা হত না! কিন্তু আজ তিনি চলে যাওয়ার পর আমার তাকে বলতে ইচ্ছে করছে, "রাজীব ভাই, তুমি চিন্তা কোরো না, এই লাখো তরুণ প্রাণ তোমার মৃত্যুর শোধ নেবে। এই দেশকে যুদ্ধাপরাধী মুক্ত করে দেশের স্বাধীনতাকে পরিপূর্ণ করবে। যে আদর্শে উজ্জীবিত হয়ে তুমি এই আন্দোলনে শামিল হয়েছিলে, আমরা নিজেদের প্রাণ দিয়ে হলেও সেই আদর্শকে আগলে রাখবো!"



কেন যেন আর লিখতে ইচ্ছে করছে না, হয়তো ভয় পাচ্ছি! কে জানে, আরেকদিন হয়তো রাজীব ভাইয়ের মত ঘরের সামনে গলাকাটা লাশ হয়ে আমিও পড়ে থাকব! হাজার হোক আমি তো মানুষ! আমি নিশ্চয়ই ভয় ভীতির উর্ধ্বে নই!



সবশেষে রাজীব ভাইয়ের পরিবারের প্রতি রইল গভীর সমবেদনা। রাজীব ভাইয়ের মাতা কে বলতে চাই, 'কেঁদো না মা! তোমার ছেলে গিয়েছে এই যুদ্ধে, প্রাণ দিয়েছে। খালি হয়েছে তোমার বুক! কিন্তু জেনে রেখো, শাহবাগ প্রান্তরে লক্ষ রাজীব তোমার ছেলের জন্য লড়বে! তুমি শুধু তাদের দোয়া কোরো, তারা যেন জয় নিয়ে ফিরতে পারে। দেশ থেকে চিরতরে তাড়াতে পারে হায়েনা শকুনদের! গড়ে তুলতে পারে সত্যিকারের স্বাধীন বাংলাদেশ!"



জয় বাংলা!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.