নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিঃসঙ্গ আমি

আকাশের আঁধারে নিশ্চুপ কেউ একজন......

আঁধার আকাশ

আকাশের আঁধারে নিশ্চুপ কেউ একজন......

আঁধার আকাশ › বিস্তারিত পোস্টঃ

জনৈক বাউন্ডুলের ডায়েরী থেকে......

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৫

জনৈক বাউন্ডুলের ডায়েরী থেকে.........



শেষ পর্যন্ত ফিরে আসতে হল,

ফিরে আসতে হল সেই পুরোনো ডেরায়,

অবশ্য না এলেও আফসোস হত

হাজার হোক!

চেনা জায়গা তো!



এ বাড়িতে কেউ থাকে বা থাকতো বলে কখনো শুনিনি,

তাই আর দশ জনের জন্য বাড়ি ফেরার অপেক্ষায়

আমার জন্য কেউ অপেক্ষা করে না এখানে।



অপেক্ষা করে না কোন বন্ধু-বান্ধবী, আত্মীয় স্বজন,

কিংবা ঘোমটা দেয়া সলাজ চাহনির কোন সহধর্মিণী;

যে হতে পারত আমার ভালোবাসার কেউ।



যে অপেক্ষা করে সে মানুষ নয়,

তাই বলে ভূত-পেত্নী বা অতিমানব টাইপ কেউও নয়।

না না! সে বলছি কেন?

"তারা"



তারা এ বাড়ির বেরিয়ে থাকা ইট, খসে পড়া পলেস্তারা, বালি।

আর কিছু দরজাহীণ কক্ষ।



মেস মালিকের তিন মাসের ভাড়া বাকি পড়েছিল,

কিন্তু শেক্সপিয়রের বাড়িওয়ালার মত সে অতটা দয়ালু হতে পারেনি।



আমিও দেব দেব করে দিতে পারি নি।

আজ সকালে তার ঘাড় ধাক্কা খেয়েই বেরোতে হল।

কি আর করা!

আরামের জায়গা ছেড়ে ফিরে এলাম এখানে।



সেদিন নিউমার্কেটের সামনে এক বন্ধুর(নাম টা ভূলে গেছি) সাথে দেখা,

দেখে বলল "কিরে বাউন্ডুলে, আছিস কেমন??"

মুখে স্বীকার করলে ভেতরে ভেতরে খুব অবাক হই।

ভাবি......আমি কি আসলেই বাউন্ডুলে??

খোঁচা খোঁচা দাঁড়ি, ঝোলা পাঞ্জাবী,

আর কাঁধে পাটের নিয়ে ঘুরলেই,

বুঝি বাউন্ডুলে হতে হয়???



কি সব ভাবছি???

এইতো এ সমাজের নিয়ম!

আমি হিমু কিংবা মিসির আলীর মত

রহস্যময় নই,

কিংবা হূমায়ূন স্যারের মত লেখক ও নই।

তবে আমি কেন বাঊন্ডুলে হতে যাব??



না মানে......

শুনেছিলাম লেখকরা নাকি বাঊন্ডুলে হয়......



নাহ!

নিজের সাথে তর্ক করে একদমই ক্লান্ত হয়ে পড়েছি।



সমাজের কথাই থাক!

আমি কেউ নই, আমি মানুষ।



কিন্তু মানুষেরও যে শ্রেণীবিভাগ আছে???



আচ্ছা মুশকিল তো!



যাই হোক,

আমি মানুষ, তবে বাউন্ডুলে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:১১

তওসীফ সাদাত বলেছেন: নে, তোর ব্লগ এর প্রথম মন্তব্য !! কবিতা তো বাউন্ডুলে হয়ে লেখলি !! আসল বাউন্ডুলে এর স্বাদ পেয়েছি কখনও ?

২| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:১৩

আঁধার আকাশ বলেছেন: অপেক্ষায় আছি, যদি কখনো পাওয়া যায়! :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.