![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন নিয়ে আমার কোন অনুতাপ নেই, কোন অভিযোগ নেই।
ছোট্ট বেলায় আকাশটা বড় অদ্ভুত লাগত আমার কাছে। কখনো নীল, কখনো কালো, আবার কখনো সাদা মেঘের উড়াউড়ি। দিগন্তে তাকালে মনে হতো দূরে কোন এক গ্রামে এর শেষ সীমানা। খুব টানতে সেই অচেনা অজানা গ্রাম, যেখানে আকাশ মিশেছে মাটিতে। রংবেরঙের ঘুড়ি দেখতাম আকাশে। খুব ইচ্ছে হত একটা ঘুড়ি হবে আমার। অনেক উঁচুতে উঠবে আমার ঘুড়ি। এলাকার সবচেয়ে বড় গাছ, তারচে উপরে। সবাই তাকিয়ে দেখবে আমার ঘুড়ি। একদিন অনেক চেষ্টায় বানিয়ে ছিলাম একটা নীল রঙের ঘুড়ি। তপ্ত রোদ্রের ভিতর উড়িয়ে দিয়েছি ঘুড়ি আকাশে। একটু উপরে উঠলেই সেকি আনন্দ আমার! কিন্তু কিছুক্ষন পরেই হিংস্র শকুনের মত ছোঁ মেরে মাটিতে আছড়ে পরে ঘুড়ি। হাতে নিয়ে দেখি নীল ঘুড়ির বুকে অনেক গুলো ছিদ্র। ভেঙে গেছে তার কাঠামো।
ব্যথিত বুকে আবার একটা গড়ি। উড়িয়ে দেই বাতাসে। উপরে ওঠে, অনেক উপরে। আমার কল্পনাকেও ছাড়িয়ে। আমি অসহায়ের মত
তাকিয়ে দেখি উড়ে যাওয়া ঘুড়ি। হাতে সুতো ছেড়া লাটাই। ঘুড়ি অপার স্বাধীনতায় উড়ে যাচ্ছে...
তারপর ধীরে ধীরে নিচে নামতে থাকে। তীব্র রোদ্রের মাঝে দৌড় দেই ধরতে। কাঁচে পা কেটে রক্তাত্ত। কোন খেয়াল নেই সেদিকে। দৌড়ে নদীর পাড়ে গিয়ে দাঁড়ায়। দ্বিতীয়বার অসহায়ের মত তাকিয়ে দেখি নদীর বুকে আমার প্রিয় ঘুড়ির সলিল সমাধি!
সেই কৈশোর থেকে শুরু। জীবনের অনেক গুলো বাঁকে আমি অসহায়ের মতো সম্মুখে নিমজ্জিত হতে দেখেছি নীল ঘুড়ির মতো আমার অতি যত্নে গড়া কিছু স্বপ্ন। তবু বেঁচে থাকে মানুষ। সব ভুলে নিমগ্ন হয় স্বপ্ন ভাঙা গড়ার খেলায়। আমি বাঁচি, নিয়ে শেষ দেখার দৃঢ় প্রত্যয়...
০২/০৬/২০১৩
আদিল মাহবুব
হাজী মুহম্মদ মুহসীন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়
©somewhere in net ltd.