নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুন্দর একটি বাংলাদেশ চাই ,বাচার মত বাচতে চাই

স্বপ্নগুলো শুধু স্বপ্ন হিসেবে রেখে দিতে চাই না , বাস্তবতার আলোয় স্বপ্নগুলো আরো রঙ্গিন করতে চাই ।

রুদ্র মানব

মানুষের মত মানুষ হতে চাই , বাঁচার মত বাঁচতে চাই ।

রুদ্র মানব › বিস্তারিত পোস্টঃ

''শ্বেতী রোগ কী? এর লক্ষণসমূহ ও এ নিয়ে অনেকের দুশ্চিন্তা ও ভ্রান্ত ধারণা। আসুন জেনে নেই এ রোগ সম্পর্কে সঠিক ধারণা ও এই রোগের চিকিৎসা সম্পর্কে ''

২৬ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ২:১৪





***শ্বেতী রোগ কি ???



--শ্বেতী রোগে ত্বক মেলানিন (যা মানুষের ত্বক, চোখ ও চুলের রঙ নির্ধারণ করে) হারায়। যখন ত্বকের কোষগুলো ক্ষয় হয় বা মারা যায় তখন শ্বেতী রোগ হয়। কারণ ত্বকের কোসগুলোই মেলানিন তৈরি করে। শ্বেতীর ফলে ত্বকের উপর সাদা দাগের আকার দেখা যায়। শ্বেতী রোগ তিনভাবে হতে পারে:



১। শরীরের অল্প কিছু অংশে

২। যে কোন একদিকে (বাম অথবা ডান দিকে)

৩। শরীরের অধিকাংশ জায়গায়



***শ্বেতী রোগ হয়েছে কি করে বুঝবেন ???



শ্বেতী রোগের লক্ষণ ও উপসর্গগুলো সাধারণত: হলো :



১। ত্বকের উপর সাদা দাগ পড়লে

২। অল্প বয়সে মাথার চুল, চোখের পাপড়ি, ভ্রু, দাড়ি সাদা বা ধূসর হলে

৩। মুখের ভিতরের কলাগুলো বর্ণহীন হলে (Mucous membranes)

৪। চোখের ভিতরের অংশ রংহীণ হলে অথবা রংয়ের পরিবর্তন হলে









***ত্বকের কোনো অংশ যখন হঠাৎ করে সাদা হয়ে যায়, চিন্তিত হয়ে পড়েন তখন সবাই। যদিও ত্বক সাদা হয়ে যাওয়ার অনেক কারণ আছে। তবে বেশির ভাগ ক্ষেত্রেই রোগীরা জানতে চান এটা শ্বেতী রোগ কি না? যদি শ্বেতী হয় তবে প্রায় ক্ষেত্রেই প্রচন্ড মানসিক চাপে রোগীসহ পরিবারের লোকজন সবাই হতাশ হয়ে পড়েন। কারণ তাদের মাঝে রয়েছে বেশ কিছু ভ্রান্ত ধারণা।



ভ্রান্ত ধারণাঃ শ্বেতী রোগের কোনো চিকিৎসা নেই।



সঠিক তথ্যঃ বেশির ভাগ ক্ষেত্রেই প্রাথমিকভাবে শনাক্তকৃত শ্বেতী রোগের কার্যকর চিকিৎসা আছে। যেমন-মেডিকেল থেরাপি, ফটোথেরাপি, লেজার থেরাপি, কসমেটিক সার্জারি ইত্যাদি। রোগ ও রোগীর অবস্থাভেদে চিকিৎসা নির্বাচন করা হয়।



ভ্রান্ত ধারণাঃ শ্বেতী রোগ ছোঁয়াচে, ত্বকের সংস্পর্শে এলে এটা অন্যকেও আক্রান্ত করতে পারে



সঠিক তথ্যঃ এটা কোনোভাবে ছোঁয়াচে নয়।



ভ্রান্ত ধারণাঃ শ্বেতী রোগ বংশগত রোগ।



সঠিক তথ্যঃ শতকরা মাত্র ৩০ ভাগের ক্ষেত্রে পারিবারিক সম্পৃক্ততা থাকতে পারে।



ভ্রান্ত ধারণাঃ একবার শ্বেতী রোগ শুরু হলে ছড়িয়ে পড়বে সম্পূর্ণ দেহে।



সঠিক তথ্যঃ বেশির ভাগ ক্ষেত্রেই তা হয় না, বিভিন্ন প্রকার শ্বেতী রোগ আছে। ধরনের ওপর ভিত্তি করে প্রকাশ পায় এর ব্যাপ্তি ঘটে।



ভ্রান্ত ধারণাঃ শ্বেতী হলে টক বা ভিটামিন সি খাওয়া যাবে না।



সঠিক তথ্যঃ আধুনিক কালের গবেষণায় এটা প্রমাণিত-ভিটামিন সি বা টক খাবারে এই রোগ বাড়ায় না। বরং উপকার করে অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে। সঠিক পরিমাণে পুষ্টিকর খাবারের জন্য তাগিদ করা হয়েছে।



ভ্রান্ত ধারণাঃ শ্বেতী রোগে দুধ খাওয়া যাবে না।



সঠিক তথ্যঃ দুধ সবচেয়ে পুষ্টিকর খাবার। এটা বর্জন করা ভুল হবে। দুধ খেলেই যদি শ্বেতী রোগ হয়, তবে পৃথিবীর সব শিশুরই শ্বেতী রোগ হতো। শ্বেতী রোগের চিকিৎসা দীর্ঘমেয়াদী, রোগ ও রোগীর অবস্থাভেদে চিকিৎসা ব্যবস্থা প্রদান, পরিবর্তন ও পরিবর্ধন হয়ে থাকে। মনে রাখতে হবে দুশ্চিন্তা, ঘষা বা আঘাত লাগানো এবং সূর্যের সরাসরি আলো এ রোগের জন্য ক্ষতিকর।





***এই রোগের লক্ষণ কোন পর্যায়ে গেলে ডাক্তার দেখাবেন ???



ঃ ত্বক, চুল এবং চোখ ফ্যাকাসে হওয়ার সাথে সাথে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে।







***কোথায় চিকিৎসা করাবেন ???



ক) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

খ) জেলা সদর হাসপাতাল

গ) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

ঘ) মেডিকেল কলেজ হাসপাতাল

ঙ) বেসরকারী হাসপাতাল





***কি ধরণের পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হতে পারে ???



ক) রোগের ইতিহাস

খ) বংশের রোগের ইতিহাস

গ) ত্বকের বায়োপসি (Skin Biopsy)

ঘ) রক্তের পরীক্ষা

ঙ) চোখের পরীক্ষা





***কি ধরণের চিকিৎসা আছে ???



ঃ শ্বেতী রোগের চিকিৎসা ৬-১৮ মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। ডাক্তার নিচের ব্যবস্থাগুলো গ্রহণের জন্য বলতে পারেন :



ক) ঔষধ ব্যবহার করা (Topical)

খ) মুখে ঔষধ খাওয়া

গ) শল্য চিকিৎসা



***বাড়তি সতর্কতা



ক) নিজের প্রতি যত্ন নিতে হবে

খ) সূর্যের আলো প্রতিরোধ করে এমন মলম (ক্রিম) ব্যবহার করতে হবে

গ) যাদের গায়ের রঙ ফর্সা তারা গা তামাটে রঙ করা (Tanning) থেকে বিরত থাকতে হবে



মন্তব্য ৪০ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৩০

আশমএরশাদ বলেছেন: ইনফরমেটিভ এবং ভালো পোস্ট। যদিও পোস্টের উৎসের লিংক জানতে পারলাম না।

কোন একজন ভালো ডাক্তারেরন নাম যদি বলেন ঠিকানা সহ?

৩০ শে ডিসেম্বর, ২০১২ ভোর ৪:২৮

রুদ্র মানব বলেছেন: ধন্যবাদ আপনাকে । আমার নিচের কমেন্টে একটা লিঙ্ক দিছি , দেইখেন ।

২| ২৬ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৪২

রুদ্র মানব বলেছেন: আসলে তথ্যগুলি অনেক জায়গা থেকে নেয়া । তাই উৎস লিঙ্ক দিতে পারি নাই ।
এই রোগের অনেক ভাল ডাক্তারই আছেন , তবে
ডাঃ হাসিবুর রহমান
সহযোগী অধ্যাপক, বিভাগীয় প্রধান
চর্ম ও যৌন রোগ, সিবিএমসিবি
উনার সাজেশনটাই ভাল মনে হয়েছে আমার ।
এই লিঙ্কে গেলে উনার আরও তথ্য পেতে পারেন ,

জানতে হলে প্রবেশ করেন

৩| ২৬ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৫১

তাল পাংখা বলেছেন: ভালো লাগলো।

২৬ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৫৮

রুদ্র মানব বলেছেন: আপনাকেও ধন্যবাদ B-)

৪| ২৬ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:০০

বনফুল ব্লেেন্ডজ বলেছেন: গুরুত্বপূর্ণ, কাজে লাগবে। পছন্দের তালিকায় রাখলাম।

২৬ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:০৮

রুদ্র মানব বলেছেন: কাজে লাগলে আমার পোস্টটাও সার্থক । B-)
ধন্যবাদ আপনাকে ।

৫| ২৬ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:০৩

শূন্য পথিক বলেছেন: তথ্য বহুল!

২৬ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:০৯

রুদ্র মানব বলেছেন: হূম কিছু তথ্য শেয়ার করলাম :)

৬| ২৬ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৪৫

চারশবিশ বলেছেন: গুরুত্বপূর্ণ তথ্য
আমার ভাতিঝির আছে
কি কি করে বুঝিনা, ১০ বছরে আরও বেশি হয়ে গেছে

২৬ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৫৫

রুদ্র মানব বলেছেন: সময়মত চিকিৎসা করালে এই রোগ আর বৃদ্ধি লাভ করতে পারে না ।
আপনার ভাতিঝিকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে বলুন ।
শুভকামনা রইলো আপনার ভাতিঝির জন্য ।


৭| ২৬ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৫২

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: শরীরের মেলানিন কেনো কমে সেইটাই তো বললেন না ভাই???

২৬ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:১২

রুদ্র মানব বলেছেন: সাদা বা কালো সে যাই হোক না কেনো ত্বক বা চামড়ার স্বাভাবিক এই রং যখন থাকে না তখন তাকে শ্বেতী বলা হয় । মেলানোসাইট নামে ত্বকে এক জাতীয় কোষ আছে আর এই কোষ মেলানিন নামে একটি রং উৎপাদন করে বলেই আমরা ত্বকের স্বাভাবিক রংটি দেখতে পাই । শ্বেতী হলে রং আর উৎপাদন ঘটে না । তখন ত্বকের একটি অস্বাভাবিক রং দেখতে পাই আর একেই আমরা শ্বেতী বলে থাকি ।
আশা করি , আপনি আপনার প্রশ্নের উওর পেয়েছেন ।

৮| ২৬ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:২৬

শের শায়রী বলেছেন: আমার মার এই সমস্যা আছে, ঊনি শারিরীক ভাবে কোন সমস্যা ফিল করেন না। দেশ বিদেশে অনেক ডাক্তার দেখাইছি কিন্তু ভাল হন নি। আমার মনে হয় না এর কোন নিশ্চিত চিকিৎসা আছে। অসংখ্য ধন্যবাদ ব্যাপারটা সামনে আনার জন্য। ভাল থাকুন

২৬ শে ডিসেম্বর, ২০১২ রাত ১০:২৮

রুদ্র মানব বলেছেন: বেশির ভাগ ক্ষেত্রেই প্রাথমিকভাবে শনাক্তকৃত শ্বেতী রোগের কার্যকর চিকিৎসা আছে। এই রোগের কোন চিকিৎসা নেই , এই ধারণাটা সম্পূর্ণ ভুল ।

কিন্তু সমস্যা বেড়ে গেলে , চিকিৎসা করেও অনেক সময় ফল পাওয়া যায় না ।
আপনেকেও ধন্যবাদ ।

৯| ২৬ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:৩২

লিন্‌কিন পার্ক বলেছেন:

অনেকে জন্ম থেকেই ধবধবা সাদা হয় । বলতে পারেন কেন হয় ??

২৬ শে ডিসেম্বর, ২০১২ রাত ১০:৩২

রুদ্র মানব বলেছেন: ভ্রান্ত ধারণাঃ শ্বেতী রোগ বংশগত রোগ।

সঠিক তথ্যঃ শতকরা মাত্র ৩০ ভাগের ক্ষেত্রে পারিবারিক সম্পৃক্ততা থাকতে পারে।

খুব কম সংখ্যক মানুষ বংশগত কারণে জন্মানোর সাথে সাথে এই রোগে আক্রান্ত হয় । আপনি সেইসব মানুষদের কথাই বলছেন ।

১০| ২৬ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:৫৭

রবিন.হুড বলেছেন: ভাল লিখেছেন।

২৬ শে ডিসেম্বর, ২০১২ রাত ১০:৩৪

রুদ্র মানব বলেছেন: ভাই ধন্যবাদ আপনাকে

১১| ২৬ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: যদি রোগ ইতিমধ্যে অনেকটা বেড়ে গিয়ে থাকে, তাহলে কি এর চিকিতসা সম্ভব?


(রোগী আমি নিজে,এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি এবং এর কারনে প্রচুর দুশ্চিন্তা হয়)

২৬ শে ডিসেম্বর, ২০১২ রাত ১০:৪১

রুদ্র মানব বলেছেন: এই রোগ নিয়ে দুশ্চিন্তা করা উচিত নয় মোটেও ।
আপনি যদি ইতিমধ্যে ডাক্তার দেখিয়ে না থাকেন ,
তাহলে অতিশত্বর ভাল ডাক্তারের শরণাপন্ন হোন ।

এই রোগের চিকিৎসা বর্তমানে সম্ভব । অনেকসময় অবশ্য রোগটা সম্পূর্ণ বেড়ে গেলে , চিকিৎসার মাধ্যমে কাজ হয় না । কিন্তু রোগটাকে স্থিতিশীল রাখা যায় ।

আপনার প্রতি শুভকামনা রইলো , ভাল থাকবেন ।

১২| ২৬ শে ডিসেম্বর, ২০১২ রাত ৯:৩০

হাসি .. বলেছেন: ভাল পোষ্ট

+

২৬ শে ডিসেম্বর, ২০১২ রাত ১০:৪৩

রুদ্র মানব বলেছেন: আপনাকে্ও ধন্যবাদ ।
আপনার নামটা খুবই সুন্দর , হাসি :)

১৩| ২৬ শে ডিসেম্বর, ২০১২ রাত ৯:৫৬

অন্য হিমু বলেছেন: অবাক হলাম

২৬ শে ডিসেম্বর, ২০১২ রাত ১০:৪৪

রুদ্র মানব বলেছেন: অবাক হবার মত কিছু নয় , এই রোগটা সম্পর্কে সবার ধারণা থাকা উচিত ।

১৪| ২৬ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:৪৮

আখাউরা পূলা বলেছেন: গলির এক পিচ্চি মেয়ে আগে প্রায় প্রতিদিন রাস্তায় খেলাধুলা করতে দেখতাম। তারপর অনেকদিন ধরে দেখিনি। একদিন হঠাত দেখতে পেলাম, বুঝলাম শ্বেতী রোগী। তাই সে যতটা সম্ভব ঘরে থাকে।
খারাপই লাগল।
এখন কি অবস্থা জানিনা। হয়ত বাসা চেঞ্জ করেছে…


সুন্দর পুস্ট!

২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:২৭

রুদ্র মানব বলেছেন: এই রোগে আক্রান্ত রোগীরা নিজেদেরকে সবার সামনে প্রকাশ করতে অস্বস্তি বোধ করে । অনেকে তো রোগটা লুকোতেও চায় এমন কি চিকিৎসকের নিকটেও যায় না , যার কারণে পরবর্তীতে রোগটা বর হয়ে দাঁড়ায় ।

আপনাকে অনেক ধন্যবাদ ।

১৫| ২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:০৩

আখাউরা পূলা বলেছেন: “অ্যালবুমিজমে” আক্রান্ত ব্যক্তিরাই কি এক হিসেবে শ্বেতী রোগী? আমি জানি এদের কারো চোখ গোলাপী হয়, কথাটা কি সত্য?

২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:৩৩

রুদ্র মানব বলেছেন: হ্যা , শ্বেতী রোগের কারণে অনেকের চোখের বর্ণ পরিবর্তন হয় ।

১৬| ২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:৪৩

চজবক বলেছেন: amar amma ei rog er treatment den...allah er usilay onek rugi ekhon sustho...jogajog 01818929644

২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:১৬

রুদ্র মানব বলেছেন: আপনার আম্মু কি ডাক্তার ??? উনি কি ধরণের ট্রীটমেন্ট করেন , একটু বলবেন কি ???? আমি জানতে আগ্রহী আছি
B:-)

১৭| ২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:৪৪

মুশাসি বলেছেন: তথ্যবহুল ও গুরুত্বপূর্ণ পোষ্ট। ভাল লাগলো ভাইয়া

২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:১৭

রুদ্র মানব বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ভাই

১৮| ২৭ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১:১৩

ফেলুদার চারমিনার বলেছেন: +++++++

২৭ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১:১৯

রুদ্র মানব বলেছেন: ধন্যবাদ , :)

১৯| ২৭ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:৩৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: দ্য গডফাদার

উমাইর চৌধুরী


এই দুজন, আমার ব্লগে জামায়াত শিবির বিরোধী পোস্টগুলোতে ঢুকে আজেবাজে ভাষায় গালি গালাজ করতেছে!! আমি জানি আপনারা শিবির বিরোধী ও তাদের বিরুদ্ধে যুদ্ধে সাথে আছেন.... আপনাদেরকে সবসময় এই মানুষরুপি জানোয়ারদের বিরুদ্ধে কথা বলতে দেখেছি, এদেরকে কি করা যায়? কোনো ব্যবস্থা নিবেন কি এই বেয়ারা ছাগু গুলার বিরুদ্ধে ? আপনাদের সাহায্য কামনা করছি। X( :( অপ্রাসঙ্গিকতার জন্যে স্যরি.....

২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ৯:১৪

রুদ্র মানব বলেছেন: হুম , আসতাছি আপনার ব্লগে ,
যেখানেই ছাগু মিলিবে সেখানেই ছাগু দেরকে গদাম X( X( X( X(

২০| ২৩ শে জুন, ২০১৬ রাত ৮:৪২

সৌরভ বাবু বলেছেন: ভাই

ডাঃ হাসিবুর রহমান
সহযোগী অধ্যাপক, বিভাগীয় প্রধান
চর্ম ও যৌন রোগ, সিবিএমসিবি

ইনার সঙ্গে যোগাযোগ করবো কিভাবে আপনার কাচে কি কোন ফোন নাম্বার আছে?

২১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩২

ডাক বাবা বলেছেন:
এগুলো কোন রোগের লক্ষণ?

২২| ২২ শে মে, ২০১৭ বিকাল ৪:২৫

মিন্নাত বলেছেন: অধ্যাপক ডাঃ হাসিবুর রহমান
এম.বি.বি.এস, এফ.সি.পি.এস. (চর্ম ও যৌন) বিশেষজ্ঞ এম.আর.সি.পি (গ্লাসগো), এ.সি.পি(আমেরিকা) এফ.আর.সি.পি(এডিনবার্গ) অধ্যাপক ও বিভাগীয় প্রধান কমিউনিটি বেজ্ড মেডিকেল কলেজ হাসপাতাল ময়মনসিংহ
(ডেলটা হেলথ কেয়ার, ময়মনসিংহ লিমিটেড)
মোবাইলঃ ০১৮৪৭-১৫৮৩০১

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.