নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুন্দর একটি বাংলাদেশ চাই ,বাচার মত বাচতে চাই

স্বপ্নগুলো শুধু স্বপ্ন হিসেবে রেখে দিতে চাই না , বাস্তবতার আলোয় স্বপ্নগুলো আরো রঙ্গিন করতে চাই ।

রুদ্র মানব

মানুষের মত মানুষ হতে চাই , বাঁচার মত বাঁচতে চাই ।

রুদ্র মানব › বিস্তারিত পোস্টঃ

'ক্ষ' ব্যান্ডের রবীন্দ্রসঙ্গীত

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৭

"ক্ষ" ব্যান্ডের 'আমার সোনার বাংলা ' রবীন্দ্রসঙ্গিতের স্ট্যাটাসে বিকাল থাইকাই ফেসবুকে আমার হোম পেজ আচ্ছন্ন । ব্লগেও দেখলাম অনেকেই এই বিষয়ে পোস্ট দিছেন । অনেকে মুখে বলতেছে যে এই রবীন্দ্রসঙ্গীত খুব ভাল হয়েছে , আবার পরক্ষণেই বলতেছে 'ক্ষ' ব্যান্ডের জাতীয় সঙ্গীত বেশ ভাল হয়েছে । অনেকে বলতেছেন , ক্ষ ব্যান্ডের 'আমার সোনার বাংলা' নাকি আবেগ দিয়ে গাওয়া হয় নাই ইত্যাদি ইত্যাদি । আর অনেকে বলতেছে অস্কার জয়ী এ,আর , রহমান ভারতের জাতীয় সঙ্গীতের রিমিক্স প্রকাশ করতে পারলে 'ক্ষ' ব্যান্ড কি দোষ করছে । আবার অনেক চুশিল ইহাও বলছেন যে , নতুন প্রজন্ম নতুন আবেগ দিয়ে জাতীয় সঙ্গীত গাইতেই পারে এতে দোষের কিছু নাই ।



কথা হইলো 'ক্ষ' ব্যান্ড রবিন্দ্রসঙ্গীত গাইছে , তাহলে এই রবীন্দ্রসঙ্গীত আমাগো জাতীয় সঙ্গীতের সাথে মিক্সিং খায় কেন । আর দুনিয়ায় এত রিমিক্স করার গান থাকতে , আমার সোনার বাংলা রিমিক্স প্রকাশ করছে কেন ???



আর , নতুন প্রজন্মের নতুন আবেগ দিয়া যদি জাতীয় সঙ্গীত গাইতে হয় তাইলে ওয়েট করেন । ভবিষ্যতে রেপ গানের মাধ্যমে নতুন প্রজন্ম আবেগ প্রকাশ করবো ,



"আমার সোনার বাংলা ,ইয়ো বেবি ইয়ো"(বিদ্র এই লাইনে শুধু রেপ গানের স্টাইল টা বুঝাতে চেয়েছি , কেউ ব্যাপারটা অন্যভাবে না নিলে খুশি হব )

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৩

বোকামন বলেছেন: গানটি শুনেছি..... মনে হয়েছে আধুনিক তরুণ সমাজের কাছে গানটিকে আরও গভীরভাবে অনুধাবন করানোর একটা আধুনিক প্রচেষ্টা ছিল (হয়তো) ।

কিছু ব্যাকরণগত ত্রুটি হয়েছে এটাও অস্বীকার করা যাবে না ।

সমালোচনা, নিন্দা না করে, ভবিষ্যতে এ ধরণের গানের রিমেকের ক্ষেত্রে আরও বেশী গবেষণা ও পরিশ্রমের আবশ্যকীয়তা নিয়ে আলোচনাই শ্রেয় ......।

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০৪

রুদ্র মানব বলেছেন: গানটি আমার বলতে গেলে ভাল লাগে নাই । এই রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমেই আস্তে আস্তে জাতীয় সঙ্গীত বিকৃতি শুরু হপ্পে ।

২| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭

লিন্কল্ন বলেছেন: রবিন্দ্রসঙ্গীত যা ইচ্ছা করেন। কোন অসুবিধা নাই। কেন জাতীয় সঙ্গীত ? অধুনিক না হলে আধুনিক ছেলে-মেয়েরা জাতীয় সঙ্গীত গাইবে না, জাতীয় সঙ্গীত বলে মানতে চাইবে না।

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০৮

রুদ্র মানব বলেছেন: জাতীয় সঙ্গীত আধুনিক কইরা ছেলে মেয়েরে শুনাইতে হইলে ,
যকন রেপ গানের যুগ আসবে তখন কি জাতীয় সঙ্গীতের ও রেপ ভার্সন করবেন নাকি ???

৩| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০১

কর্ন বলেছেন: ইয়ো বেবি ইয়ো বাহা বেশ মজার তো ।

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১০

রুদ্র মানব বলেছেন: ভবিষ্যতে ইয়ো বেবি ইয়ো টাই পাইতে পারেন । নো প্রবলেম B-)

৪| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩০

নিয়েল ( হিমু ) বলেছেন: বুঝলাম না "ক্ষ"র পক্ষে লেখলেন নাকি বিপক্ষে ? B:-)
"আমার সোনার বাংলা" এই গান মুলটা খুব সম্ভব ২৫ লাইনের । আমরা ১০লাইন জাতীয় সংগিত করেছি আর "ক্ষ"ও তো প্রথম ১০ লাইন গায় নি । অর্থাত্‍ তারা রবিন্দ্র সংগিত গেয়েছে আমাদের জাতীয় সংগিত নয় ।

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১৪

রুদ্র মানব বলেছেন: হুম তাইলে আমিও আমি তোমায় ভালবাসি ,
দুই নাম্বার লাইন থাইকা একতা রবীন্দসঙ্গীতের রেপ ভার্সন বানামু ।

তাইলেও মনে হয় জাতীয় সঙ্গীত অবমাননা হইবে না ।

৫| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫০

পুংটা বলেছেন: সবার আগে জাতীয় সংগীতটা আর একবার শুনে নেন B-))

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১৫

রুদ্র মানব বলেছেন: হুম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.