![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
থার্টি ফার্স্ট নাইট উদযাপনকে কেন্দ্র করে গতকাল জমজমাট হয়ে উঠে পর্যটন শহর কক্সবাজার। বছরের শেষ সূর্যাস্ত দেখতে সৈকতে বাঁধভাঙা উচ্ছ্বাস ছিল পর্যটকদের। লোকে লোকারণ্য ছিল শহরের রাস্তাঘাট, অলি-গলি। আগে থেকেই পর্যটকদের স্বাগত জানাতে হোটেল-মোটেল-কটেজগুলো সাজানো হয় নতুন রূপে। অভিজাত হোটেল-মোটেল, বেসরকারি টিভিসহ বিভিন্ন প্রতিষ্ঠান আয়োজন করে ব্যাপক অনুষ্ঠানমালার। শহরের হোটেল-রেস্তরাঁ, রাস্তাঘাট ও বিপণি কেন্দ্রে দেখা দেয় প্রচণ্ড ভিড়। ‘থার্টি ফার্স্ট নাইট’ পালন করতে দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন দল, ক্লাব, সমিতি ও ব্যবসায়ীক প্রতিষ্ঠান শহরের হোটেল-মোটেল ও গেস্ট হাউস আগাম বুকিং নিয়ে রাখে। এরপরও হাজার হাজার পর্যটক থাকার জায়গা না পেয়ে বিভিন্ন অফিস-আদালতের বারান্দা, বাস, নোহা ও খোলা আকাশের নিচে রাত যাপন করে। পর্যটকদের চাপ সামলাতে পর্যটন শহরের ট্যুরিজম কোম্পানির লোকজন হিমশিম খাচ্ছে। রাস্তায় বাড়তি যানবাহনের চাপ পড়ায় শহরে দেখা দেয় ট্রাফিক জ্যাম। দলে দলে পর্যটক আসায় কক্সবাজারের ব্যবসায়ীরাও খুশি।
কক্সবাজার বিচ পার্ক মার্কেটের সাধারণ সমপাদক হাবিবউল্লাহ হাবিব জানান, ৩/৪ মাস ধরে ব্যবসায়ীরা লোকসান গুনছে। থার্টি ফার্স্ট নাইটকে ঘিরে ব্যাপক পর্যটক উপস্থিতির কারণে ব্যবসায়ীরা লাভের মুখ দেখবে।
জানা যায়, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে প্রতিবছরের শেষদিন কক্সবাজার সাগরতীরে লক্ষাধিক মানুষের সমাবেশ ঘটে। এ সমাবেশকে কেন্দ্র করে গত কয়েক বছর ধরে টেলিভিশন চ্যানেলে লাইভ অনুষ্ঠান প্রচারসহ বিভিন্ন হোটেলে পশ্চিমা ধাঁচের অনুষ্ঠানমালার আয়োজন করে। এবারও এর ব্যতিক্রম হয়নি। রাতে এনটিভি’র উদ্যোগে কক্সবাজার সৈকতে ওপেন এয়ার কনসার্ট, তারকা হোটেল ওশান প্যারাডাইজে ডিজে, লাইভ ড্যান্স, সংগীতানুষ্ঠান এবং হোটেল লংবীচে ভারতীয় আইডলের উপস্থিতিতে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওশান প্যারাডাইসে রাত আটটার পর থেকেই শুরু হয় বছরের শেষদিন উদযাপন। আমন্ত্রিত অতিথিদের জন্য রাখা হয় বিভিন্ন আইটেমের খাবার ও পানীয়। একই রকম আয়োজন করে সৈকতের অভিজাত সী-গার্ল, কক্স টুডে, লংবীচ, সী-ওয়ার্ল্ড, সী-প্যালেসসহ একাধিক হোটেলে। ৩১শে ডিসেম্বরের আগে ও পরে কয়েক দিন ধরে চলবে এসব অনুষ্ঠান। আর এসব আয়োজন কক্সবাজারের প্রতি পর্যটকদের বাড়তি আকর্ষণ সৃষ্টি করেছে। গত শুক্রবার থেকেই কক্সবাজারে পর্যটক আসতে শুরু করে। গতকাল সমুদ্র সৈকত হাজার হাজার পর্যটকের উপস্থিতিতে প্রাণচঞ্চল হয়ে উঠে। আর এই মিলনমেলা আসরে তরুণ-তরুণী, শিশু-কিশোর থেকে শুরু করে আইবুড়োরাও রয়েছেন। এসব পর্যটক কক্সবাজার সমুদ্র সৈকত ছাড়াও প্রবাল দ্বীপ সেন্টমার্টিন, টেকনাফ, শাহপরীর দ্বীপ, ইনানী, হিমছড়ি, রামু, চকরিয়ার ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্ক, মহেশখালী, সোনাদিয়াসহ বিভিন্ন পর্যটন স্পটে ঘুরে বেড়িয়েছে। পুরো কক্সবাজারেই এখন মানুষ আর মানুষ। কক্সবাজার ছাড়িয়ে হাজার হাজার পর্যটক ভিড় করেছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনেও। সেখানে পর্যটকদের বাড়তি আনন্দ দিতে প্রথমবারের মতো থার্টিফার্স্ট নাইটে আয়োজন করা হয়েছে কনসার্টের। ইকো রিসোর্ট নামের একটি গেস্ট হাউস এ লাইভ কনসার্টের আয়োজন করে। ট্যুর অপারেটর এসোসিয়েশন অফ কক্সবাজার (টোয়াক বাংলাদেশ) সভাপতি এসএম কিবরিয়া খান জানান, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে কক্সবাজার শহর ছাড়াও সেন্টমার্টিন এবং টেকনাফের সকল হোটেল বুকিং হয়ে গেছে। এছাড়া, সেন্টমার্টিনগামী জাহাজসমূহেও সকল টিকিট আগাম বিক্রি হয়ে গেছে। থার্টি ফার্স্ট নাইটে যে কোন ধরনের নাশকতা এড়াতে পুলিশ তৎপর রয়েছে। কক্সবাজার শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে ১০টি বিশেষ তল্লাশি চৌকি স্থাপন করা হয়েছে। গত দু’দিন ধরে ট্রাফিক ও থানা পুলিশ ওই সব চৌকিতে সন্দেহভাজন ব্যক্তিদের থামিয়ে তল্লাশি করে। পুলিশ সুপার মো. আজাদ মিয়া জানিয়েছেন, পর্যটকদের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির কথা বিবেচনা করে জেলা পুলিশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। উৎসবের নামে কোন ধরনের অসামাজিক কার্যকলাপ করা যাবে না। কাউকে উচ্ছৃঙ্খল আচরণ করতে দেয়া হবে না। বার ছাড়া অন্য কোথাও মদ খেয়ে অশ্লীল নৃত্য পরিবেশন ও গান বাজনা করা যাবে না। প্রত্যেক হোটেলে রাতে পুলিশি তৎপরতা থাকবে। তিনি আরও বলেন, নিরাপত্তার ব্যাপারে কোন ধরনের আপস করা হবে না। কক্সবাজার হোটেল-মোটেল গেস্ট হাউজ মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাসেম সিকদার জানান, শহরের অভিজাত হোটেল, ছোট-বড় আড়াই শতাধিক হোটেল-মোটেল ও গেস্ট হাউস, বাসা বাড়ি, সরকারি রেস্ট হাউজ এবং বাংলো কোথাও কোন রুম খালি নেই। আগামী ৪ঠা জানুয়ারি পর্যন্ত এ অবস্থা থাকবে বলে জানান তিনি।http://www.mzamin.com/details.php?nid=MzY2Nzk=&ty=MA==&s=MTk=&c=MQ==
০১ লা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৫
উস্তার বলেছেন: আগে যাতায়াত ছিল।এখন আর। এখন আর না
২| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ২:১৩
প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: Click This Link
৩| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ২:১৩
প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: দামিনীর সম্মানে ভারতে নববর্ষ উদযাপন বন্ধ ।
©somewhere in net ltd.
১|
০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৬
দায়িত্ববান নাগরিক বলেছেন: নাইট ক্লাবের ভালোই খোজ খবর রাখেন দেখি