নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংগালি

র্র্র্আপনারা সভাই কেমন আছেন

উস্তার

ভাল লাগে জোছনা রাতে মেঘ হয়ে আকাশে ভাসতে।

উস্তার › বিস্তারিত পোস্টঃ

বর্ষবরণে বেসামাল বৃটিশ তরুণী

০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২২

নব বর্ষবরণে বেসামাল বৃটিশ তরুণীরা। তাদেরকে মঙ্গলবার মধ্যরাতে দেখা গেছে মাতাল অবস্থায় বৃটেনের বিভিন্ন এলাকার রাস্তায় পড়ে থাকতে। স্বল্পবসনা সেই সব তরুণ-তরুণীকে নিয়ে ছিল অনেকের কৌতূহল। সোয়ানসি থেকে নিউ ক্যাসল, বার্মিংহাম, লিভারপুল- সর্বত্রই ছিল এক শ্রেণীর সুন্দরীর উন্মাতাল চলাফেরা। গতকাল অনলাইন ডেইলি মেইল তাদের ওপর সচিত্র একটি রিপোর্ট প্রকাশ করেছে। এতে দেখা গেছে, ওইসব তরুণীর উন্মত্ততা। এর শিরোনামেই ফুটে উঠেছে সেখানে আধুনিকতার নামে কি হয়েছে। শিরোনামকে বাংলা করলে দাঁড়ায় এরকম- স্বাগত ২০১৩: বৃটেনের শহরগুলোতে নববর্ষের লজ্জাজনক দৃশ্য। তাতে সোয়ানসিতে এক মাতাল তরুণী স্বল্প বসনে রাস্তার ওপর বেসামাল অবস্থায় পড়েছিলেন। তাকে কেউ টেনে নিয়ে গেছে কোন বাগানের দিকে। নিউ ক্যাসলে এক তরুণের মুখ দিয়ে রক্ত ঝরতে দেখা গেছে। বেসামাল এক তরুণী গিয়ে হঠাৎ ধাক্কা খেয়েছেন কোন এক দোকানে। বার্মিংহামে এক তরুণ হুঁশ হারিয়ে রাস্তায় পড়ে ছিলেন। তাকে সহায়তা করছিলেন কোন এক বন্ধু। এমনি অনেক দৃশ্য। রিপোর্টে বলা হয়েছে- যারা মঙ্গলবার রাতে বৃটেনের রাস্তায় বের হন নি তারা নিশ্চয় এ রিপোর্ট দেখে নিজেদের নিরাপদ ভাবতে পারেন এবং ভাবতে পারেন এ রাতে বাসার বাইরে না গিয়ে তারা কত বুদ্ধিমানের কাজই না করেছেন। ওই রাতে বৃটিশদের মদ পানের সংস্কৃতির এক বেপরোয়া চেহারা ফুটে উঠেছে। সোয়ানসি থেকে নিউ ক্যাসল, বার্মিংহাম, লিভারপুল সর্বত্রই পার্টি করা তরুণ-তরুণীদের মাতাল অবস্থায় দেখা গেছে। তারা কেউ বারে, কেউ ক্লাবে, কেউ পার্টিতে আবার কেউ বা রাস্তায় পড়েছিলেন। সোয়ানসিতে উইন্ড স্ট্রিটে এক দম্পতি বারে রাত কাটানোর পর রাস্তায় গিয়ে বিহুঁশ হয়ে পড়েন। কেউ বা দু’হাত উঁচিয়ে রাস্তায় হাঁকিয়ে গান গেয়ে যাচ্ছিলেন। এক তরুণী রাস্তায় নেশার ঘোরে দুই পুরুষের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন। কোথাও দু’ তরুণী রাস্তার ওপর পড়ে আছেন বুঁদ হয়ে। তবে এর বাইরেও ছিল অন্য দৃশ্য। ঐতিহ্যবাহী টেমস নদীর তীরে দাঁড়িয়ে প্রায় আড়াই লাখ মানুষ উপভোগ করেন নতুন বর্ষ বরণের আয়োজন। নিউ ক্যাসলের রাস্তায় পড়ে থাকা মাতাল মেয়েদের উদ্ধার করতে পুলিশি অভিযান প্রয়োজন হয়ে পড়ে। বার্মিংহামে ব্রোড স্ট্রিটে পার্টিতে যাওয়া তরুণ-তরুণীরা বলতে থাকেন- আমার জুতোটা খুলে দাও। জামাটা ঠিক করে দাও।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩১

হেডস্যার বলেছেন:
হাস্যকর ভয়াবহ অবস্থাঃ
Click This Link

০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৮

উস্তার বলেছেন: ধন্যবাদ

২| ০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩২

তামীম বলছি বলেছেন: এইটাই আধুনিকতা!

০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৬

উস্তার বলেছেন: আধুনিকতার নামে নগ্নতা

৩| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২২

রেজোওয়ানা বলেছেন: আমেরিকার তরুনীরা বেসামাল হইসে সেটা জেনে আমি বাংলাদেশের ভুরাঙ্গামারীর অধিবাসী কি করবো বলেন তো?

বাই দ্যা ওয়ে, কোথা থেকে কপি করেছেন, সেইটার পত্রিকাটার নাম অন্তত দিয়ে দিতে পারতেন।

০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৬

উস্তার বলেছেন: লিংক দিলাম। Click This Link

৪| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫১

আমিতপু বলেছেন: কবে যে এইদেশেও বেশামাল হইবো /:) /:) /:) /:) |-) |-) |-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.