![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিল্লিতে বাসে ধর্ষিতার মৃত্যুতে বলিউডের প্রথম সারির সেলিব্রিটিরা যখন নববর্ষ বরণের সব আয়োজন বাতিল করেন তার প্রতি সম্মান দেখাতে তখন নয়া দিল্লির ললিত হোটেলের ঝলমলে আলোর নিচে উত্তাপ ছড়াচ্ছিলেন এ সময়ের বহুল আলোচিত ‘জিসম-২’-এর নায়িকা ও পর্নো তারকা সানি লিয়ন। তিনি একাই নন, উত্তাপ ছড়িয়েছেন প্রাচী দেশাই, পরিণীতি চোপড়া, অঞ্জনা সুকানি প্রমুখ। স্টুডিও ১৬৯ নতুন বর্ষবরণ করে নিতে ওই হোটেলের ক্রিস্টাল বলরুমে আয়োজন করেছিল ‘গ্লামার অ্যান্ড গ্লিটারাটি ২০১৩’ নামের অনুষ্ঠান। সে অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন লাখ লাখ তরুণ, যুবকের বুকে ঝড় তোলা সানি লিয়ন। ছন্দের তালে তালে তিনি স্বল্প বসনে মাতিয়ে তোলেন মধ্যরাত। শীতে মানুষ যখন জমে আসছিলেন তখন তিনি তাদের মাঝে তার দৈহিক উপস্থাপনা দিয়ে উত্তেজনা, উত্তাপ ছড়িয়ে দেন। নিমেষেই যেন শীত হাওয়ায় উড়ে যায়। তার সঙ্গে সঙ্গে নাচতে থাকেন উপস্থিত সবাই। এর সঙ্গে যোগ দেন অভিনেত্রী অঞ্জনা সুকানি। তিনিও ওই অনুষ্ঠানে নেচে মুগ্ধ করে রাখেন সবাইকে। এর সঙ্গে যোগ হন অভিনেত্রী পরিণীতি চোপড়া। বর্ষবরণের অনুষ্ঠানে যোগ দেন সংগীতশিল্পী মাইকা সিং। তবে মুম্বইয়ে কান্ট্রি ক্লাবে মঞ্চ কাঁপিয়ে তোলেন প্রাচী দেশাই। ড্রামের বিটের তালে তালে তার শরীর নেচে ওঠে। উত্তাল নাচের তালে হারিয়ে যান দর্শক-শ্রোতারা।
২| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৮
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: জ্ব ভাই ,এইটাই স্বাভাবিক।একটা ধর্ষন নিয়া আপনাদের ওয়েব মিডিয়ায় এরকম হাই হুতাস দেখে মনে হয় দিল্লি বোধকরি মক্কা হইয়া গেছে, সেখানে ধর্ষন কখনো হয়না বা হয়নি। । যে দেশের বেশির ভাগ লোক এখন মল ত্যাগ করে খোলা যায়গায়। যাদের আইডল সানি লিওনের মত পর্ণ তারকা।
যারা শরীর সবস্থ্য সিনেমার প্রধান উৎপাদন কারী তাদের এরকম চিৎকার চেচামেচি করা মানায় না।
বরং আমিতো মনে করি ভারতের পর্ন্ ম্যাগাজিন আর বিভিন্ন পর্ণওয়েব সাইডের কল্যানে আমাদের দেশের তরণরাও বিপদগামী হচ্ছে।
তাদের উৎপাদিত ফেনসিডিল কেড়ে নিয়ে অনেক তরণের জীবন।
অতএব বাদ দিন ভারত নিয়ে ঘ্যান ঘ্যান। গত দুই দিনের ওরা চারটি প্রাণ কেড়ে নিয়েছে।
গত চল্লিশ বছরের হিসাব করলে দেখা যাবে পাকিস্তান ৭১ যেমন খুন হত্যা আর ধর্ষন করেছে তার চেয়ে ভারতও কম করেনি।
তাই নির্মম সত্য হল। আমাদের প্রতিবেশি ভারত পাকিস্তান দুই দেশেই আমাদের শত্রু।
০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৯
উস্তার বলেছেন: আপনার সাতে এক মত
৩| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৯
শূন্য পথিক বলেছেন: সানির উত্তাপ!
©somewhere in net ltd.
১|
০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৭
টুটুল২০০৮ বলেছেন: ইন্ডিয়ার কালচার !!!!