![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাশ্মীরে পাক-ভারত সীমান্তে ভারতীয় সৈন্যরা একজন পাকিস্তানী সৈন্যকে হত্যা করে। বিনিময়ে কাল ক্ষেপন না করেই পাকিস্তানী সৈন্যরা দুই জন ভারতীয় সৈন্যকে হত্যা করে বদলা নেয়।
--কথায় আছে না, “যেমন কুকুর তেমন মুগুর”। বিএসএফ হচ্ছে একটা কুকুরের দল। ওদের জন্যে একমাত্র সমাধান হচ্ছে- মুগুর মানে হত্যার বদলে হত্যা। বিষয়টা কিন্তু এমন না যে, আমাদের কখনো এইসব কুকুরদের জন্যে মুগুর ছিল না। এখন না হয় আমাদের বিজিবি রাজনৈতিক কারণে হাত গুটিতে বসে আছে। কিন্তু এই বিজিবি মানে তৎকালীন বিডিআর কিন্তু একসময় এই বিএসএফ কুকুরদের জন্যে বাঘ ছিল। এমনকি ভারতের আনন্দ বাজার পত্রিকা পর্যন্ত তৎকালীন বিডিআর কে বাঘ সম্মোধন করে এক ভয়ংকর বাহিনী বলে প্রতিবেদন করেছিলো। এইতো কিছুদিন আগের কথা বিএসএফ বিডিআর নামটা শুনলেই ভয়ে কাঁপতো। আপনি কি মনে করছেন নিজের দেশ বলে একটু বাড়িয়ে বলছি। না, একটুকুও বাড়িয়ে বলছিনা।
আপনি কি আমাদের বিডিআর এর পাদুয়া ও বড়ইবাড়ি বীরত্বের কথা জানেন যেখানে তৎকালীন বিডিআর এই বিএসএফ কুকুরগুলোকে একেবারে Massacre করে দিয়েছিলো ?? আর তখন থেকেই বিএসএফ আমাদের বিডিআর নাম শুনলেই ভয়ে চুপসে যেত।
“২০০১ সালের ১৫ ই এপ্রিল আমাদের বিডিআর বিনা রক্তপাতে পাদুয়া দখল করে নেয়। পরবর্তীতে বিএসএফ এই পরাজয়ের প্রতিশোধ নিতে ১৮ই রাতে ভারী অস্ত্রে সজ্জিত হয়ে বড়ইবাড়ীতে বিডিআর চৌকি আক্রমণ করে। সাথে সাথে আমাদের বিডিআর জওয়ানরা পাল্টা আক্রমণ করে ফলে সেখানে এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয় যেখানে ৩০০ বিএসএফ সৈন্যের মধ্যে ১৩৭ জনই নিহত হয় এবং অপরদিকে আমাদের মাত্র ৩ জন বিডিআর জওয়ান শহীদ হয়। বিএসএফ চরম অপমানের সহিত পিছু হটে আর তখন থেকেই বিএসএফ বিডিআরকে বাঘের মতো ভয় পেত।”
-কিন্তু আজ আমাদের নতজানু পররাষ্ট্র নীতি এবং অতি বন্ধু প্রেমের কারণে বিএসএফ আমাদের দিকে বন্দুক তাক করতে সাহস পাচ্ছে। আমাদেরকে নির্বিচারে হত্যা করছে আর আমাদের ভারতপ্রেমী রাজনীতিবিদেরা সেইসব হত্যার বৈধতা দিচ্ছে।”
১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৬
উস্তার বলেছেন: আমাদের সিমান্তে হত্যা যেয়ে ভাবে চালাছে ভারতিয় বি এস এফ তারতো কোন শক্ত প্রতিবাদ আমরা দেখতে পেলাম না
২| ১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৮
রিফাত হাসান০২২৮ বলেছেন: বীরেনদ্র বলেছেন: ভাই, পদুয়া দখল এবং বড়ইবাড়ীতে বি এস এফ কে নাজেহাল করেছিল যখন তখন তো ক্ষমতায় ছিল এই নতজানু পররাস্ট্র নীতিরআওয়ামী লীগ সরকার ।
আপোষহীন নেত্রীর ক্ষমতা কালে যখন সীমান্ত হত্যা হয়েছিল তখন সেই বিপ্লবী নেত্রীর পররাস্ট্র নীতি বি এস এফ এর কি গুপ্তকেশ উৎপাটন করেছিল একটু দয়া করে বলুন?
পাকিস্তান ভারতের দুই জন সৈন্যকে হত্যা করাতে আপনার খুশীর কি কারন তা তো বুঝলাম না
সহমত
৩| ১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩১
বীরেনদ্র বলেছেন: উপরের দুটো ঘটনাতেই তো প্রতিবাদের উদাহরন। আর সীমান্তে গরু চোরাচালানী বা অবৈধ অনুপ্রবেশকারীর মৃত্যুতে যুদ্ধ ঘোষনা করতে বলেন বা বি এস এফ এর উপর গুলি চালাতে বলেন?
১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৬
উস্তার বলেছেন: আপনিকি সীমান্ত হত্যা মেনে নিতে বলছেন
৪| ১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫১
ঠোঁটকাটা বলেছেন: বীরেন্দ্র দাদা, নমস্কার আপনি কলিকাতা থেকে লিকচেন?
আমার কিচু কোচ্চেন চিল।
গরু চোরাচালানের শাস্তি কি মৃত্যুদণ্ড?
অনুপ্রবেশকারীর শাস্তি কি মৃত্যুদণ্ড?
গরু চোরাচালানের সাথে জড়িত ভারতীয়দের গায়ে গুলি লাগে না কেন?
১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৪
উস্তার বলেছেন: একমত
৫| ১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৪
বীরেনদ্র বলেছেন: ঠোটকাটা সাহেব, ওয়ালাইকুম আসস সালাম,হত্যা গ্রহনযোগ্য কে বলল? তার প্রতিবাদ কি করতে হবে গুলি চালিয়ে বা যুদ্ধ করে?
চাপাইনবাবগঞ্জ এর ঘটনার সময় ভারতীয় দুতকে পররাস্ট্র মন্ত্রনালয়ে ডেকে এনে প্রতিবাদ জানানো হয়েছিল।
হিন্দু নাম দেখলেই কোলকাতা? আপনার এ রকম মনে করা স্বাভাবিক কারন আপনার মন মানসিকতা হল ১৯৪৭ সালের ভারত ভাগের মানসিকতা অর্থাৎ ভারত হল হিন্দুদের এবং পাকিস্তান মুসলমানদের ।
আপনে ভালা? কই থেকে কইতাছেন? ফাকিস্তান?
১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৫
উস্তার বলেছেন: ভাই আপনি কোন দেশের নাগরিক
৬| ১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৬
বাউল! বলেছেন: পাকিস্থান-ভারত কামড়াকামড়িতে আপনার আগ্রহ এবং পাকি সেনাবাহিনীর হাতে দুই ভারতীয় সেনা হত্যায় আপনার আনন্দের কারনটা বুঝা গেলো না। আর বিডিআর যে বীরত্বের কাহিনী কইলেন সেইটাতো এই ভারতের দালাদ দলটর ক্ষমতায় থাকার টাইমে। স্বাধীনতা রক্ষায় অতন্দ্র প্রহরী বিএনপি-জামাত আমলে সুকঠিন পররাষ্ট্র নীতির দুই একটা উদাহরন কিংবা ক্ষ্মতায় থাকা কালীন সীমান্তে হত্যা বন্ধের দাবী করেছে এমন দুই একটা দিলে তুলনায় সুবিধা হইতো। ভালো কথা, এই কয়দিন আগেইতো মেডাম ভারত সফরে গেছিলীন, তখনতো মোটামুটি সবার সাথে আলাপ হইছে, সেই সফরে তার এ ব্যাপারে কোন বক্তব্য ছিলো কিনা সেইটাও জানাইতে পারেন।
৭| ১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২১
ঠোঁটকাটা বলেছেন: @বীরেন্দ্র, চল্লিশ বছর ধরে পতাকা বৈঠক করছি। প্রতিবাদ জানাচ্ছি। কী লাভ হয়েছে। স্বদেশের মানুষ এভাবে মারা পড়লে আমার বুকে লাগে। আপনার লাগে না?
আমার ৩ নম্বর প্রশ্নের উত্তর দেবেন প্লিজ?
৮| ১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৩
চীড়া মুড়ী বলেছেন: পদুয়ার কাহিনীতে আমাদের বিজয় আসার আন্যতম কারন ছিল তখন বাংলাদেশ রাইফেলস বর্তমান বিজেবি বাংলাদেশ সেনাবাহীনির তত্তাবধানে পরিচালিত হত......কিন্তু ২০০৯ সালে এসে বাল(বাংলাদেশ আওমীলিগ) ভারত মাতা তথা র কে খুশি করতে বিডিআর বিদ্রহ ঘটায় এবং টেলেন্ট সেনা অফিসারদের হত্যা করে এবং নাটক সাজিয়ে বিডিআর কে সেনাবাহীনির ছায়া মানে হচ্ছে বিডিআর এর সকল প্রসিক্ষন, একশেন প্লেন এবং কমান্ডিং সব কিছুই সেনাবাহীনির করায়ত্ত থেকে মুক্ত হওয়ার স্লগান তোলে ।ঠিক তখনি হিযবুত তাহরীর ২৯ ফেব্রুযারী ভারত এবং বাল এর সরযন্ত্র প্রকাশ করেদেয় একটি লিফলেট্ এর মাধ্যমে ব্যছ বাল এর মাথা খারাপ ব্যন করে দেয় হিযবুত তাহরীরকে..
৯| ১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২১
মহাজাগতিক মুসাফির বলেছেন:
বীরেন্দ্রর বক্তব্য এবং তার বক্তব্যের সমর্থনে কয়েকজনের বক্তব্যের জোরালো প্রতিবাদ করছি। আপনারা প্রকৃত সত্যটা জানেন, কিন্ত বলেন না। তখনো ডাইনী নেত্রী ছিল, এখনো ডাইনী নেত্রী। প্রার্থক্য হল তখন যারা বিভিন্ন পদে ছিল, তারা ছিল অধিকাংশই পরীক্ষিত দেশপ্রেমিক। যাদের সবাইকে তখনো পর্যন্ত সরানো সম্ভব হয়নি। সেই সময়ের অধিনায়ক এখনো বেচেঁ আছেন। গঠনা ঘটার পর তাতক্ষনিকভাবে কি তাকে সরানো হয়নি। দাদাবাবুদের পরামর্শে করা হয়েছিল।
১০| ১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০০
wrongbaaz বলেছেন: আমার দেশের নাগরিক মেরে ফেলে, আমরা কিছু বলি না, তাই বলে তোরা অন্যদেশের সাথেও তাই আশা করিস? তাই যখনই তোদের হত্যার খবর শুনি, তখনই ভাবি যাক কেউ না কেউ একতা জানোয়ারকে মারছে। এই হলো ভাদাদের প্রশ্নের উত্তর।
আর বিডিআরের ঐ কাজ যে সরকারের মনঃপুত হয় নাই তার প্রমাণ অথবা দাদাদের ক্ষতিপূরণ হচ্ছে বিডিআর হত্যাকান্ড - এটাই সাধারণ জনগনের বিশ্বাস।
১১| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২১
বীরেনদ্র বলেছেন: @মহাজাগতিক সাহেব, বি,ডি,আর এর মহা পরিচালক মেজর জেনারেল ফজলুর রহামানকে অবসরে পাঠায় আপনার আপোষহীণ নেত্রী,আপনার দাবী কৃত ডাইনী নেত্রী নন।
শিখেছেন কিছু বুলি তাই আওড়ান। সত্যি কথা বলুন
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৯
বীরেনদ্র বলেছেন: ভাই, পদুয়া দখল এবং বড়ইবাড়ীতে বি এস এফ কে নাজেহাল করেছিল যখন তখন তো ক্ষমতায় ছিল এই নতজানু পররাস্ট্র নীতিরআওয়ামী লীগ সরকার ।
আপোষহীন নেত্রীর ক্ষমতা কালে যখন সীমান্ত হত্যা হয়েছিল তখন সেই বিপ্লবী নেত্রীর পররাস্ট্র নীতি বি এস এফ এর কি গুপ্তকেশ উৎপাটন করেছিল একটু দয়া করে বলুন?
পাকিস্তান ভারতের দুই জন সৈন্যকে হত্যা করাতে আপনার খুশীর কি কারন তা তো বুঝলাম না।