নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আদনান সৈয়দ

আদনান সৈয়দ। জন্ম : ঢাকা। পেশাঃ ফাইনানসিয়াল এনালিষ্ট এবং প্রফেশনাল বিজনেস প্লানার। যুক্তরাষ্ট্র থেকে এমবিএ। নেশা: লেখালেখি ও সাংবাদিকতা। বর্তমানে বাংলাদেশের একটি প্রতিষ্ঠানে পরামর্শক হিসেবে কর্মরত। মেইল: [email protected]

আদনান সৈয়দ › বিস্তারিত পোস্টঃ

দিবস আবার কি?

১২ ই মে, ২০১৩ সকাল ৯:১৬

পেরেন্টস ডে, ফাদারস ডে, মাদারস ডে, ভালোবাসা ডে, অমুক ডে, তমুকডে এই সবকিছুই আমরা আমাদানী করেছি পশ্চিম অথবা আরো স্পিসিফিকেলি বললে আমেরিকা থেকে। বাঙালির হাতে এখন দুটো পয়সা এসেছে তাই যে কোন দিবস নিয়ে হাতের কাছে পেলেই একে আকড়ে ধরে। পশ্চিমা বিশ্ব যখন কেপিটিলিজমের সাইড ইফেক্ট থেকে কিছুটা দায় মুক্ত হয়য়ার চেষ্টায় ব্যাস্ত তখন দেখি আমাদের উপমহাদেশে এই দারিদ্রতার ভেতর কিভাবে জানি সেই সর্বনাশি ভাইরাস আমদানি হয়ে গেছে। আমরা বার বার ভুলে যাই যে ভালোবাসার কোন দিন নেই। যারা ভালোবাসাটাকে নিত্য ভুলে যান বা যে নিস্টেমের কারনে তাদের ভালোবাসার আজ ত্রাহি দশা তাদের জন্য দিবস অতি অবশ্য পালনিয় একটা বিষয়। পশ্চিম কি তাহলে আমাদরে গ্রাস করে ফেলেছে!!!!!!!!!!!!!!!!কই, দশক দুয়েক আগেওতো এই দিবস-টিবসের নাম কেউ কখনো শুনেনি। কই, তখন কি আমাদের ভালোবাসা ছিল না?? যত্তসব!! নাহ! আরা পারি না.....

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১৩ দুপুর ১:১৭

zaki642 বলেছেন: আমিও তাই মনে করি। ভালোবাসার আবার দিবস কিসের? স্বপ্ন দেখি যেদিন শুধু আপনি আমি না, পৃথিবীর গনমানুশেরা পুঁজিবাদের সাইড ইফেক্টগুলো বুঝতে শিখবে।

১৪ ই মে, ২০১৩ বিকাল ৪:৩১

আদনান সৈয়দ বলেছেন: ভালোবাসার আবার দিবস কিসের? আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ জানাই'।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.