নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাধান!

গথ বাধা নিয়ম চাই না, চাই পরিবর্তন, আমূল পরিবর্তন...

আদনান তায়্যিব

মনের জাদুকর ইচ্ছের রাজা, দুনিয়াটা দেখি তর তাজা

আদনান তায়্যিব › বিস্তারিত পোস্টঃ

প্রকৌশলীর ছাত্রদের অর্থনীতির জ্ঞান ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৬

১ম শ্রেণী থেকে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন পর্যন্ত আসতে অর্থনীতি সম্পর্কে যা পড়েছি তা দিয়ে কেবল এ কথাই বলতে পারি, অর্থনীতি এর ইংরেজি সমার্থক শব্দ ইকোনমিক্স, যা 'অর্থ' অর্থাৎ টাকা-পয়সা নিয়ে ডিল করে। এটাই আমার পাঠ্যপুস্তক থেকে আহরিত জ্ঞান। বিভিন্ন পত্র-পত্রিকা এবং অর্থনীতিবিদদের আলোচনা থেকেই বরং অনেক বেশি শিখেছি, যদিও এখনও অনেক কিছু শিখার বাকি আছে।



যারা অর্থনীতির অ-আ-ক-খ জানেন না তাদেরকে খুব সহজভাবে বুঝাবো কিভাবে বুঝবেন আপনার দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি হচ্ছে না অবনতি।



এর অনেকটা উপায় আছে, এর মধ্যে একটা হচ্ছে - আপনার দেশের মুদ্রার বিপরীতে ডলারের মানের উঠা-নামা থেকে আপনি সহজেই এটা ধরতে পারবেন।



উদাহরণস্বরূপ - যদি টাকার বিপরীতে ডলারের দাম বাড়ে তাহলে এর ৩ টা কারণ চিহ্নিত করা যায়।



(১) টাকার মান স্থির আছে কিন্তু ডলারের মান বেড়েছে। এখান থেকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে - ডলারের সাথে পাল্লা দিয়ে টাকার মান বাড়েনি।



(২) ডলারের মান স্থির আছে কিন্তু টাকার মান কমেছে।



(৩) টাকার মান কমেছে কিন্তু ডলারের মান বেড়েছে।



সুতরাং এটা পরিষ্কার যে, টাকার বিপরীতে ডলারের দাম বেড়ে যাওয়া বাংলাদেশের অর্থনীতির জন্য মোটেই সুসংবাদ নয়।



অপরদিকে, টাকার বিপরীতে ডলারের দাম কমলে এটা বাংলাদেশের জন্য কম হোক আর বেশি হোক একটা সুসংবাদ।







এখন বাংলাদেশের বিগত ১০ বছরের মুদ্রার মানের তারতম্ম থেকে দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করা যাক। উপরে সংযুক্ত ছবিতে দেখা যাচ্ছে -



>> ২০০৩ - ২০০৭ সাল পর্যন্ত বি এন পি সরকার ক্ষমতায় থাকা কালে টাকার বিপরীতে ডলারের দাম ৬০ এর অনেক নীচ অর্থাৎ প্রায় ৫৮ থেকে প্রায় ৭০ পর্যন্ত উঠেছে। অর্থাৎ টাকার বিপরীতে ডলারের দাম বেড়েছে প্রায় ১২ টাকা।



>> ২০০৭ - ২০০৯ সাল পর্যন্ত তত্তাবধায়ক সরকার ক্ষমতায় থাকা কালে টাকার বিপরীতে ডলারের দাম প্রায় ৭০ থেকে প্রায় ৬৮ তে নেমেছে। অর্থাৎ টাকার বিপরীতে ডলারের দাম প্রায় ২ টাকা কমেছে।



>> ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের আমলে টাকার বিপরীতে ডলারের দাম প্রায় ৬৮ থেকে ৭৮ দশমিক ৮৫ পর্যন্ত উঠেছে। অর্থাৎ টাকার বিপরীতে ডলারের দাম বেড়েছে প্রায় ১০ টাকা।



ছবিটি সংগ্রহ করা হয়েছে এখান থেকে।



বি-দ্রঃ কে ভাল আর কে খারাপ আমি সেটা বলতে চাই না। এটা শুধুমাত্রই একটা পরিসংখ্যানের অগোছালো পর্যালোচনা। এবং অবশ্যই পোস্টটি ইঞ্জিনিয়ারিং এর ছাত্র-ছাত্রীদের জন্য, অর্থনীতির ছাত্র-ছাত্রীদের জন্য নয়। ধন্যবাদ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.