![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের জাদুকর ইচ্ছের রাজা, দুনিয়াটা দেখি তর তাজা
আমি দুবাই-তে জন্মগ্রহন করা বাংলাদেশি ছেলে। ১৯৯৮ সালে যখন বাংলাদেশে আসি, তখন আমার বয়স মাত্র ৮ বছর। এই দেশের নোংরা রাজনীতি বুঝে উঠার আগেই কলেজ জীবন শেষ করেছি। এই পর্যন্ত যা বুঝলাম তাতে আমি কাউকে সমর্থন ও করি না, আবার কারো বিরুদ্ধে ও যাই না। আমার কাছে যেটা সঠিক মনে হয় সেই কথাই বলি।
আমি কারো চরিত্রের সার্টিফিকেট দিতে পারব না। আবার কারো দুষ প্রমান ও করতে পারব না। তাই আমার উচিৎ এই ব্যাপার নিয়ে আমার নাকটাকে অযথা না গলানো। মানুষ যেটাকে গণজাগরণ বলছে, আমার কাছে সেটা কেবল বন্ধুদের সাথে আড্ডা, আমোদ-প্রমোদ আর গলা ছাড়িয়ে গান গাওয়া ছাড়া কিছুই নয়।
১৯৭১ সালে নিজামি, মুজাহিদ, সাঈদী, আবুল কালাম আযাদ, কাদের মুল্লা (এদের নাম মিডিয়াতে বেশি শুনেছি, তাই এদের নাম মনে আছে, আর কারো নাম জানিনা। আশা করি এই ব্যাপারে আমার মত অনেকেই আছেন) কি করেছে, সেটা আমার জানার প্রশ্নই আসে না। তাই আমি আমার বুক ফাটিয়ে আর মুখ ফুটিয়ে বলতে পারবনা যে এরা নির্দোষ। সেই সাথে এটাও বলতে পারবনা যে এরা দোষী। যে বিষয়টা আমি জানি না সেটা নিয়ে কথা বলা কিংবা তর্ক করা আমার কাছে আহাম্মকের প্রলাপ ছাড়া কিছুই নয়। আমি তা করতেও চাই না।
আমি যদি জাতিসংঘের একজন প্রতিনিধি হিসেবে কাদের মোল্লার রায়ের বিষয়টা পর্যবেক্ষণ করি, তাহলে আমার কাছে প্রথমেই উঠে আসবে বিতর্কিত ট্রাইব্যুনাল, যা স্কাইপির মাধ্যমে সর্বত্র ছড়িয়েছে। এর পরেই মিডিয়া, যা আমাকে জানাচ্ছে এই রায় বাংলাদেশের কুনো মানুষই মেনে নেয়নি। জামাত-শিবির সহ দেশের সকল জনসাধারনের অবস্থান এই রায়ের বিরুদ্ধে। কেউ বলছে কাদের মোল্লা নির্দোষ আবার কেউ বলছে ফাঁসি চাই। বিচারকার্য মিডিয়ার অন্তরালে সম্পাদন হওয়ায় আভ্যন্তরীণ বিষয়গুলো জনসাধারনের অজানা। আসামী পক্ষের উকিল বলছেন - ১ মিনিটের শাস্তি দেওয়ার মত সাক্ষ্য প্রমান প্রসিকিউশন দেখাতে পারেনি। আপরদিকে প্রসিকিউশন বলছে – উপযুক্ত প্রমানের ভিত্তিতে একটাতে খালাশ আর বাকি পাঁচটায় যাবজ্জীবন সাজা। দু পক্ষের আইনজীবীদের বিপরীত বক্তব্যই প্রমান করছে রায় সুষ্ঠুভাবে হয়নি। এতে এটা প্রমান হচ্ছে না, আসামী নির্দোষ নাকি দোষী।
তাই, কাদের মোল্লা যদি দোষী হন (আমি জানি না) তাহলে তাকে নির্দোষ দাবি করে স্লোগান দেয়ার পক্ষে কিংবা নির্দোষ হলে (তাও আমি জানি না) তার ফাঁসির দাবিতে স্লোগান দেয়ার পক্ষেও আমি নাই।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৫
আদনান তায়্যিব বলেছেন: আমি জাতি হিসেবে বাংলাদেশি। ভাষা আমার বাংলা। বাঙালি মানে বাংলা ভাষা বাসি লোক। তাই আমি বাঙালি ও বটে।
২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩২
অন্ধকার অবচেতন বলেছেন: কাদের মোল্লা, গোলাম আযম, নিজামী এরা যে রাজাকার,এরা যে দোষী এইটা জানার জন্য ৭১-এর আগে জন্ম হওয়ার দরকার নাই... মা-বাবা-মুরুব্বিদের জিজ্ঞেস করলেই এদের সব কুকর্মের কাহিনী পাওয়া যাবে...
শাহবাগ থেকেই উঠে আসুক সোনার বাংলা!
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৬
আদনান তায়্যিব বলেছেন: কথাটা এখানেই, যুদ্ধের সময় আমার পরিবারের কেউই দেশে ছিল না।
৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৩
ইফতেখার ভূইয়া বলেছেন: আপনার কি মনে হচ্ছে যারা এই আন্দোলনে আছেন তারা ভুল বলছেন? যারা তাদের স্বজন হারিয়েছেন তারা ভুল বলছেন? কখনো কখনো আর ছোট্ট চার দেয়াল থেকে বের হয়ে চোখ-কান একটু খোলা রাখতে হয়। নিজ দেশে পরবাসী জীবন-যাপন করার কি হেতু থাকতে পারে? দেশটাকে নিজের মনে করে থাকলে হয়তো আপনার বক্তব্য অন্যরকমও হতে পারতো। খারাপ লাগলে দুবাইতে চলে যেতে পারেন, ওটাতো আপনারই দেশ তাইনা?
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৯
আদনান তায়্যিব বলেছেন: এটা আমার মতামত। নিশ্চয়ই মতামত প্রকাশ করায় আমাকে দেশ থেকে বের হয়ে যেতে আপনি আমাকে বলতে পারেননা।
৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪১
নেংটি ইদুর বলেছেন: ছাগুর বাচ্চা জানোনা তো পোস্ট দিতে আইছো কেন? গনজাগরনরে আড্ডাবাজি মনে হইল? কারো চোখে দেশপ্রেম দেখো নাই?সোনাব্লগে গিয়া ল্যাদাও গা যাও।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৩
আদনান তায়্যিব বলেছেন: আপনার ভাষাকে সংযত করুন।
৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫১
নতুন বলেছেন: আমি দুবাই-তে জন্মগ্রহন করা বাংলাদেশি ছেলে। ১৯৯৮ সালে যখন বাংলাদেশে আসি, তখন আমার বয়স মাত্র ৮ বছর।
বাংলাদেশের সাথে আপনার নাড়ীর সম্পক` নাই.... আপনি দেশে গেছেন কারন হইলো দুবাইতে আপনাকে নাগরিক্ত দিবেনা... অথবা থাকতে পারতেছিলেন না যেই করনে.... যদি পারতেন তবে কখনোই দেশে যেতেন না.... আপনিতো বাংলা মায়ের কিছুই পান নাই.... নিজেকে বাংলাদেশি পরিচয় আপনাকে দিতে হবে উপায় নাই ( কারন দুবাই আপনাকে কখনোই নাগরিকত্ব দেবেনা তাই কি আর করা) কিন্তু মনে প্রানে কখনোই বাংলাদেশি হতে পারবেনা না....
১৯৭১ সালে নিজামি, মুজাহিদ, সাঈদী, আবুল কালাম আযাদ, কাদের মুল্লা (এদের নাম মিডিয়াতে বেশি শুনেছি, তাই এদের নাম মনে আছে, আর কারো নাম জানিনা। আশা করি এই ব্যাপারে আমার মত অনেকেই আছেন) কি করেছে, সেটা আমার জানার প্রশ্নই আসে না। তাই আমি আমার বুক ফাটিয়ে আর মুখ ফুটিয়ে বলতে পারবনা যে এরা নির্দোষ। সেই সাথে এটাও বলতে পারবনা যে এরা দোষী। যে বিষয়টা আমি জানি না সেটা নিয়ে কথা বলা কিংবা তর্ক করা আমার কাছে আহাম্মকের প্রলাপ ছাড়া কিছুই নয়। আমি তা করতেও চাই না।
অন্ধ/কালা মানুষ কিছুই দেখবেনা সেটাই সত্য... আপনি বাংলাদেশের মানুষ না.... দুপাইয়ে বড় হইছেন... বাংলাদেশের প্রতি আপনার টান কখনোই থাকবেনা...
৭১এর ইতিহাস বইলা কিছু জিনিস আছে... অনেক লেখা আছে...৭১ জামাতের ভুমিকা কিছিলো তা একটু পড়াশুনা করলেই জানতে পারতেন....
৭১এর ইতিহাস না পইড়া নিজামি/গোয়ারে ফেরেস্তা ভাবেন... আর এইখানে আইছেন গিয়ান দিতে???
এর পরেই মিডিয়া, যা আমাকে জানাচ্ছে এই রায় বাংলাদেশের কুনো মানুষই মেনে নেয়নি। জামাত-শিবির সহ দেশের সকল জনসাধারনের অবস্থান এই রায়ের বিরুদ্ধে।
চোখের ডাক্তার দেখান.... বাংলাদেশে শুধু কিছু ছাগু আর জামাতী ছাড়া কেউই বিপক্ষে বলেনাই..... জামাতী ছাড়া সবাই ফাসির দাবি করছে....
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৮
আদনান তায়্যিব বলেছেন: ইতিহাস পড়ার মত সময় আমার নাই, দুই দল এখনও সন্দিহান আসলে কে স্বাধীনতা ঘোষণা করছে, ইতিহাস পড়ে লাভ কি?????
রায় তো কেউই মেনে নেয় নি। না মানছে জামাতিরা, না মানছে জনসাধারণ। জামাতিরা বলছে নির্দোষ আর বাকিরা ফাঁসি চাই। তার মানেই তো রায় কেউই মেনে নেয় নি।
৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৫
আহসান হাবিব হীমূ বলেছেন: লেখক বলেছেন: কথাটা এখানেই, যুদ্ধের সময় আমার পরিবারের কেউই দেশে ছিল না।
তাইলে লেদানি বন্ধ কইরা বইসা থাক।কারন তুই বুঝবি না প্রিয়জন হারানর বেদনা।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৯
আদনান তায়্যিব বলেছেন: তাইতো আমি আমার মতামতটাকে পেশ করলাম।
৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৭
গাংচিল মন বলেছেন: তুই ছাগু
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০০
আদনান তায়্যিব বলেছেন: ধন্যবাদ !
৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৪
নতুন বলেছেন: কয়েক টা প্রশ্নের জবাব নিয়া চিন্তা করলেই আপনার আর আমাদের মাঝে পাথক্য`টা বুঝতে পারবেন....
১) জাতীয় সংঙ্গীত গাইতে গেলে কখনো চোখে পানি আসে? গলা ভারি হয়ে যায় আবেগে? <>>>> কখনো হয়েছেকি এমন???
আপনি এই আবেগ কখনোই ফিল করতে পারবেন না.... আমরা করি... কারন ২৭ বছর বাংলামায়ের আচলে গড়িয়ে...বড় হয়েছি....তাই প্রবাসে দেশের গানে চোখে জল আছে....
যদি কখনো সেই আবেগ ফিল করেন.... তবেই ৭১এ লাখো মানুষের আত্নবিষজ`নের ব্যথা অনুভব করতে পারবেন...
আপনার দুপাইয়ে ফিরলে মনে হবে আপনার জায়গায় এসেছেন.... কিছুদিন পরে ভিসা অপেন হবে... আবার চইলা আসেন...
আপনাকে কস্ট কইরা বাংলাদেশে থাকার দরকার নাই...
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১১
আদনান তায়্যিব বলেছেন: নাহ! আসেনা। তবে বাংলাদেশের ক্রিকেটের প্রতি আমার খুব আবেগ কাজ করে।
আর কথায় কথায় আমাকে দেশ থেকে চলে যেতে বলেন কেন? আমার আশে পাশে ইউরুপের অনেকেই আছে, জাতীয় সঙ্গীত শুনে যারা দাঁড়িয়ে শ্রদ্ধা জানায়, কিন্তু ফিল করে না, তাদের তো কেউ দেশ থেকে চলে যেতে বলে না। অনেক বিদেশি সাংবাধিক ও আছে .।.।.।
৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৭
নতুন বলেছেন: লেখক বলেছেন: ইতিহাস পড়ার মত সময় আমার নাই, দুই দল এখনও সন্দিহান আসলে কে স্বাধীনতা ঘোষণা করছে, ইতিহাস পড়ে লাভ কি?????[/sb
বাংলাদেশে জন্মান নাই.... বড় হইছেন দুপাইয়ে...দেশের ইতিহাস পড়ার টাইম নাই....৭১এ ৩০লক্ষ শহীদের রক্তের দাম নাই আপনার কাছে...২লক্ষ মাবোনের সম্ভ্রম আপনার কাছে প্রশ্নবিদ্ধ????
এই দেশের বিষয় নিয়া আপনার কথা বলার অধিকারও নাই...
এতো কস্টকরে দেশে আছেন কেন?
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৩
আদনান তায়্যিব বলেছেন: আমি যেকোন দেশ সম্পর্কে লিখার অধিকার রাখি।
১০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২১
অগ্নির বলেছেন: ধোবী কা কুত্তা , না ঘরকা না ঘাটকা ! তর লিগা করুণা !
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২২
আদনান তায়্যিব বলেছেন: "তর লিগা করুণা !"
যাক একজন তো পাইলাম।
ধন্যবাদ।
১১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২২
আব্দুর রহ্মান বলেছেন: আমি মানুষকে সাধারনত গালি দিতে পারিনা।
কিন্তু তোর মত ভন্ড চুষিল ছাগু দেখে নিজেকে ধরে রাখতে পারলাম না। জেলে গিয়া তোর বাবাদের কাছ থেকে একটু মেশিন ট্রিটমেন্ট নিয়ে আয়। মাথা খুলে যাবে ইনশাল্লাহ।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৫
আদনান তায়্যিব বলেছেন: বঙ্গবন্ধুর ইনশাল্লাহ মনে হচ্ছে।
১২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৪
নতুন বলেছেন: লেখক বলেছেন: নাহ! আসেনা।
যেহেতু দেশের প্রতি কোন আবেগ কাজ করেনা... তাই আপনার মাথায় কখনো ঢুকবেনা এই সব
কেন ৫২তে মানুষ ভাষার জন্য রক্ত দিয়েছে...
কেন ৭১ মানুষ পাকসেনাদের বিরুদ্ধে যদ্ধ করেছে...
কেন ৭১ মা তার ছেলেকে যুদ্ধে পাঠিয়েছে.... ( মা জানে তার ছেলে হয়তো ফিরে আসবেনা..)
কেন মানুষ নিজামি/মুজাহিদ/গোয়া কে ঘৃনা করে
কেন মানুষ এদের ফাসি চায়...
কেন মানুষ সাহাবাগে যায়....
এই গুলি আপনার মাথায় ঢুকবেনা....
তাই প্লিজ এই গুলান নিয়া আপনার চিন্তা করার দরকার নাই...
আর কথায় কথায় আমাকে দেশ থেকে চলে যেতে বলেন কেন? আমার আশে পাশে ইউরুপের অনেকেই আছে, জাতীয় সঙ্গীত শুনে যারা দাঁড়িয়ে শ্রদ্ধা জানায়, কিন্তু ফিল করে না, তাদের তো কেউ দেশ থেকে চলে যেতে বলে না। অনেক বিদেশি সাংবাধিক ও আছে .।.।.।
তারা আমাদের দেশের বিষয় নিয়া গিয়ান দিতে আসে না.... কিন্তু আপনি যেই জিনিস বোঝেন না সেই জিনিস নিয়া দেশপ্রমিক মানুষকে গিয়ান দিতে আইছেন তো তাই তারা আপনার প্রিয় দুপাই যাইতে বলে...
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৭
আদনান তায়্যিব বলেছেন: আপনি আবারো ভুল করছেন। আমি কাউকে জ্ঞান দেইনি। মতামত প্রকাশ করেছি।
১৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩১
আব্দুর রহ্মান বলেছেন: তুমি কিছুই জাননা কিছুই বুঝনা! কিন্তু বঙ্গবন্ধুর ইনশাল্লাহ বুঝ? ল্যনজা কেমনে বাইর হয় দেখছ ছাগু? প্যাচ দিয়া পাছার মদ্ধে ঢুকায়া রাখলেও বাইর হইয়া যায়।
মেশিন ম্যান অনেক দিন জেলে বইলা কি লেনজার দৈর্ঘ্য বাড়তেছে?
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৮
আদনান তায়্যিব বলেছেন: ভিডিও দেখে বললাম।
১৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৪
আব্দুর রহ্মান বলেছেন: Post reported
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৯
আদনান তায়্যিব বলেছেন: ধন্যবাদ।
১৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৫
আদনান তায়্যিব বলেছেন: অরে বাবা ! ২ জন পছন্দ ও করেছেন :পি
১৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৭
মিঠাপুর বলেছেন: " তুই রাজাকার "
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২০
আদনান তায়্যিব বলেছেন: তাইলে নিশ্চয়ই গণজাগরণে গিয়ে গান গাইতাম না, আর গানের তালে তালে নাচতাম না।
১৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৪
আহসান হাবিব হীমূ বলেছেন: আদ্যোপান্ত পাঠ করিলাম। জনস্বার্থে বিষয়টি গুরুত্বসহকারে তুলিয়া ধরিয়া একটি ধন্যবাদযোগ্য কাজ করিয়াছেন। রচনার ছত্রে ছত্রে আপনার মেধা, উন্নত রুচি ও মননশীলতার দ্যুতি বিচ্ছুরিত হইতেছে। কালোত্তীর্ণ রচনা হিসাবে ইহা নিশ্চিতই বিদগ্ধজনের হৃদয়ে স্থায়ী হইবে। সন্দেহ নাই এইরূপ রচনাই হইবে অনাগত প্রজন্মের নিকট সকল অনুপ্রেরণার উৎস।
আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করিতেছি।
১৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৫
আহসান হাবিব হীমূ বলেছেন: অসাধারণ। সত্যি অসাধারণ, আমিও এমনটি লিখবো ভাবছিলাম। কিন্তু কথাগুলো বুকের ভেতর গুমড়ে মরছিলো, ব্লগের পাতায় সাঁজিয়ে টাইপ করতে পারছিলামনা।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। ব্লগভাবনা নিয়ে অনেক লেখা পড়লাম ব্লগে কোনটাই কাজের কথা বলেনি। শুধু আপনি মূল বিষয়টি সমূলে মূলোৎপাটন করে তুলে এনেছেন। আপনাদের মত ভাল মন ও মননের কিছু ব্লগার আছেন বলেই ব্লগ এত ভাললাগে।
পোস্ট প্রিয়তে নিতে চাই। কিভাবে নিতে হয় যদি একটু বলে দিতেন...
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৫
আদনান তায়্যিব বলেছেন: এতো গুলা উল্টা পাল্টা কমেন্ট পেতে পেতে আমার যা অবস্থা, তার উপর আপনার এই কমেন্ট দেখে আমার বর্তমান অবস্থা "অল্প শোকে কাঁতর, অধিক শোকে পাথর"।
কিভাবে নিব বুঝতে পারছি না। তাই সহজ ভাবেই নিচ্ছি।
আমার লিখার নিচে দেখেন (কমেন্ট যেখান থেকে শুরু হয়েছে তার ঠিক উপরে) হলুদ তারা সম্বলিত একটা চিহ্ন আছে। এটাতে ক্লিক করে দেখেন।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৭
আবদুল্লাহ-আল-নিফাদ. বলেছেন: যুদ্ধ অপরাধের বিচার এখন কোন রাজনৈতিক দাবি নয়। এটা মানুষের প্রানের দাবি। বাঙালি জাতির কলঙ্কমুক্ত হবার দাবি।