নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আদৃতা হাসান

আদৃতা হাসান › বিস্তারিত পোস্টঃ

একটা মুভির নাম চাই

২২ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৫০

একটা মুভি দেখতে ইচ্ছা করছে। সেটা হতে পারে খুব ফাটাফাটি হাসির কোন মুভি, অথবা মিষ্টি কোন প্রেমের গল্প, বর্ন ট্রিলোজির মত মুভি, বা সাদাকালো কোন ক্ল্যাসিক মুভি। হতে পারে কোন মিস্ট্রি থ্রিলার বা পারস্যুইট অফ হ্যাপিনেসের মত ইন্সপায়ারিং মুভি। আবার শিন্ডলারস লিস্টের মত মুভি হলেও দেখা যায়। তবে অবশ্যই পারফিউমের মত কোন মুভি না।

কি মুভি দেখা যায়????

মন্তব্য ৫২ টি রেটিং +২/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:০১

কাজী রহমতুল্লাহ বলেছেন: Forrest Gump

২২ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১৫

আদৃতা হাসান বলেছেন: খুব সুন্দর একটি মুভি।
অনেক অনেক ধন্যবাদ।
দেখে ফেলেছি :)

২| ২২ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:০২

প্রিয়তমেষূ বলেছেন: আপু "রোমান হলিডে" দেখতে পারেন রিফ্রেসিং টাইপের মুভি," চিলড্রেন অফ হ্যাভেন"বাচ্চাদের মুভি আর একটু সিরিয়াস টাইপের মুভি চাইলে "জীবণ থেকে নেয়া" দেখতে পারেন।

২২ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১৮

আদৃতা হাসান বলেছেন: রোমান হলিডে তো খুবই রোমান্টিক মুভি।
অসাধারন একটি মুভি।
জীবণ থেকে নেয়া আর চিলড্রেন অফ হ্যাভেন ও দারুন মুভি।
অনেক অনেক ধন্যবাদ।
দেখে ফেলেছি :)

৩| ২২ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:১৩

আমি কবি নই বলেছেন: Comedy- Hangover 1/2
Inspirational- Rain Man/ pursuit of happiness,
Drama- Color of paradise(Iran)/ One Flew over the cuckoo's nest( Jack Nicholson)-1979.

Psychological thriller- Silence of the lambs.
Animation- Despicable me/ Megamind.
Science fiction- Totall recall/ i robot/ Artificial Intelligence (spielberg)
Documentary- BBC Earth- one life/ Blue planet.

২২ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০৮

আদৃতা হাসান বলেছেন: Hangover 1, Rain Man, pursuit of happiness দেখা, আর কোনটাই দেখিনি, অনেক অনেক ধন্যবাদ।

৪| ২২ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:১৯

এ যুগের শ্রীকান্ত বলেছেন: songs of sparrow

২২ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০৮

আদৃতা হাসান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
দেখে ফেলেছি :) খুব সুন্দর একটি মুভি।

৫| ২২ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:২৬

ক্ষুদ্রছাপ বলেছেন: দারুচিনি দ্বীপ/ আমার বন্ধু রাশেদ :-B :-B :-B :-B :-B :-B :-B :-B :-B

২২ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০৯

আদৃতা হাসান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।দেখে ফেলেছি :) :) :) :)

৬| ২২ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:২৮

শার্লক বলেছেন: Life is Beautiful
Ballad of a soldier যে কোন একটা দেখতে পারেন, না দেখে থাকলে।

২২ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:১০

আদৃতা হাসান বলেছেন: yes!!!!!!!
দেখে ফেলেছি :)
খুব সুন্দর দুইটি মুভি.
অনেক অনেক ধন্যবাদ :)

৭| ২২ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৩৩

পাপাই বলেছেন: WALL-E.
HOW TO TRAINED YOUR DRAGON.
ICE AGE 4.
DISPRICABLE ME.
BRAVE.
Up.

DEATHNOTE SERIAL.

উপরের সব গুলাই এনিমেশন মুভি।

২২ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২৩

আদৃতা হাসান বলেছেন: কোনটাই দেখিনি, দেখতে হবে।
অনেক অনেক ধন্যবাদ :)

৮| ২২ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৩৬

বিডি আমিনুর বলেছেন: Final Destination ,Mr Bean`s Holiday, Teeth :P:P

২২ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২৪

আদৃতা হাসান বলেছেন: Mr Bean`s Holiday :D :D :D
বাকি দুইটা দেখিনি, দেখতে হবে।
অনেক অনেক ধন্যবাদ :)

৯| ২২ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৪০

ভুদাই আমি বলেছেন: পুরাতন সিনেমা................। না দেখলে দেখতে পারেন।।

The Midnight Meat Train

২২ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২৫

আদৃতা হাসান বলেছেন: ডিভিডি আছে, দেখা হয়নি কেনো যেন,
দেখে ফেলবো।
অনেক অনেক ধন্যবাদ :)

১০| ২২ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৪৫

প্রিন্স হেক্টর বলেছেন: এ্যাকশনঃ

Act of Valor
Stealth
Ninja Assasin
Naked Wepon
Immortals
doa

এনিমেশনঃ

Ratatouelli
BOLT-The Movie
kungfu panda
Finding Nemo


কমেডিঃ

Gullivers Travels
Mr.bones 2


হররঃ

Jennifers Body
Mirrors 2*
Teeth*
paranormal activities
paranormal activities 2
boogeyman
boogeyman 2


লাভ ষ্টোরিঃ

Romeo And Juliet


রেসিং:

biker boyz
fast five
fast Tokio Drift


অন্যান্যঃ

Around the World in 80 Days
I robot
I Spit On Your Grave*
Pirates of carribian (serise 1-4)
the final destination (serise)*
The Last Air Bender
Tomb Raider
tron legacy

* প্রাপ্তবয়স্ক কিছু কনটেন্ট সম্বলিত*

মুভি বেলা ভালো কাটুক খালা ;)

২২ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২৬

আদৃতা হাসান বলেছেন: এই প্রথম মনে হয় কেউ খালা ডাকলো :)
বিশাল লিস্ট।
দেখে ফেলবো সময় করে।
অনেক অনেক ধন্যবাদ :)

১১| ২২ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩৯

সুখী চোর বলেছেন: অনেকে অনেক নাম দিয়া ফালাইসে।
তারপরও কয়েকটা মুভির নাম দেয়ার লোভ সামলাইতে পারলাম না

Arlington Road (Thriller) ইংলিশ
The Painted Veil (Romantic Drama) ইংলিশ
Pan's Labyrinth (Drama Fantasy) ফ্রেঞ্চ - এটা একটা মাথা নষ্ট মুভি
The Dinner Game (Comedy Drama) ফ্রেঞ্চ

আমার কাছে একটার চেয়ে একটা বস লাগসে

২২ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২৮

আদৃতা হাসান বলেছেন: হুমম, একটাও দেখিনি,
দাড়ান,আজকেই নামাবো কোন একটা.
দেখে ফেলবো সবগুলোই আস্তে আস্তে.
অনেক অনেক ধন্যবাদ :)

১২| ২২ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩৩

প্রিন্স হেক্টর বলেছেন: খালা খালা খালা খালা খালা খালা খালা খালা খালা খালা খালা খালা খালা খালা খালা খালা খালা খালা খালা খালা খালা খালা খালা খালা খালা খালা খালা খালা খালা খালা খালা খালা খালা খালা খালা খালা খালা খালা খালা খালা খালা


ব্লগে সব মেয়েরাই আমার "খালা" লাগে :P :P

২২ শে ডিসেম্বর, ২০১২ রাত ৮:৫১

আদৃতা হাসান বলেছেন: :) :) :)
খুব ভালো কথা।
নিক পাল্টে "মেয়ে ব্লগারদের ভাগিনা" করে ফেলুন :)

১৩| ২২ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪২

এন এফ এস বলেছেন: খালা খালা খালা খালা খালা খালা খালা খালা খালা খালা খালা খালা খালা খালা খালা খালা খালা খালা খালা খালা খালা খালা খালা খালা খালা খালা খালা খালা খালা খালা খালা খালা খালা খালা খালা খালা খালা খালা খালা খালা খালা
ব্লগে কোন মেয়েই
আমার "খালা" লাগে না।:-P

২২ শে ডিসেম্বর, ২০১২ রাত ৮:৫২

আদৃতা হাসান বলেছেন: :) :) :)
মজা পেলাম :)

১৪| ২২ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪৫

স্বপ্নবিলাসী আমি বলেছেন:







আমার খুবই পছন্দের মুভি!! তবে আপনার কতটুকু ভালো লাগবে বলতে পারছিনা!!! :)

২২ শে ডিসেম্বর, ২০১২ রাত ৮:৫৭

আদৃতা হাসান বলেছেন: বাকেট লিস্ট সেদিন দেখলাম। ভালোই লেগেছে।
গ্রেভ অফ দ্য ফায়ারফ্লাইজ - নামটা মনে পড়লেও এত কষ্ট হয় :(
ভালো লাগবে আশা করি, দেখে ফেলবো সামনে।
অনেক অনেক ধন্যবাদ,
ভাল থাকবেন।

১৫| ২২ শে ডিসেম্বর, ২০১২ রাত ১০:২০

আতিয়ার রহমান বলেছেন: ভালো

২৩ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:৪৭

আদৃতা হাসান বলেছেন: :)

১৬| ২২ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:৩৭

প্রিন্স হেক্টর বলেছেন: @এনএফএস, তুমি খালা ডাকবা ক্যান, তুমি দাদী/নানী ডাকবা ;)

@ লেখিকা খালা, খালা ডাকব শুধু ব্লগে, তাই মাইন্ড খাইয়েন না B-))

২৩ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:৪৯

আদৃতা হাসান বলেছেন: এত অল্পতে মাইন্ড খাবো না।
দাদী/নানী !!!!
ভালো ভালো :)

১৭| ২২ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:৪২

সচেতন বলেছেন: Jhoney english reborn.

২৩ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:৫০

আদৃতা হাসান বলেছেন: নাম শুনেছি, দেখা হয়নি।
দেখে ফেলবো।
অনেক অনেক ধন্যবাদ।

১৮| ২৩ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:৫৩

টিনটিন` বলেছেন: স্লিপি হলো, দ্য রিং, যিপারস ক্রিপারস।

২৩ শে ডিসেম্বর, ২০১২ রাত ১০:৫৫

আদৃতা হাসান বলেছেন: দেখা হয়নি।
দেখে ফেলবো।
অনেক অনেক ধন্যবাদ :)

১৯| ২৩ শে ডিসেম্বর, ২০১২ রাত ২:২৮

সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: কিছু কোরিয়ান মুভি দেখতে পারেন। ভালো লাগলে আরও দিবো

A Moment to Remember (2004)

Daisy (2006)

২৩ শে ডিসেম্বর, ২০১২ রাত ১০:৫৯

আদৃতা হাসান বলেছেন: আমার সবচেয়ে প্রিয় মুভি :(
ডেইজি ও খুব ভাল লেগেছিলো, কিন্তু শেষে যেন কেমন হয়ে গেলো।
নাম দিতে পারেন - মোটামুটি অনেক গুলো কোরিয়ান মুভি দেখা আছে, নতুন কিছু দেখতে ভালোই লাগবে।
অনেক অনেক ধন্যবাদ :)

২০| ২৪ শে ডিসেম্বর, ২০১২ রাত ২:২৮

কথক পলাশ বলেছেন: একটা বহু পুরনো মুভি'র নাম বলছি। হয়তো এর আগেই দেখে ফেলেছেন।
The Good, The Bad & The Ugly.

এই মুভিটা এতোবার দেখেছি এবং এখনো প্রতি সপ্তাহে একবার করে দেখি।
ক্ল্যাসিকের পর্যায়ে পড়ে।

২৪ শে ডিসেম্বর, ২০১২ রাত ৯:০০

আদৃতা হাসান বলেছেন: এটা দেখার জন্য নামিয়েছিলাম, পরে আর দেখা হয়নি। এরপর কিভাবে যেন মুভিটাই হারিয়ে গেলো। আজকে আবার নামাবো দেখি।
অনেক অনেক ধন্যবাদ :)

২১| ২৪ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:১৪

চুক্কা বাঙ্গী বলেছেন: আমার একেকবার একেকরকম মুভি দেখতে ইচ্ছা হয়। হলিউডের মুভি দেখতে দেখতে বিরক্তি এসে গেলে ফরেন মুভি ট্রাই করি। বর্তমানে কোরিয়ান মুভির ধাক্কা চলছে। গত কয়েকদিন বেশ কয়েকটা কোরিয়ান মুভি ডাউনলোড করে দেখলাম। এক কথায় অসাধারন। কয়েকটা নাম দিচ্ছি। ট্রাই করে দেখতে পারেন।
১- Memories of Murder (2003)
২- Oldboy (2003)
৩- A Bittersweet Life (2005)
৪- The Man from Nowhere (2010)
৫- 3-Iron (2004)
দেখা মুভিগুলার মধ্যে এই কয়েকটা ভালো লাগসে।

২৫ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৩২

আদৃতা হাসান বলেছেন: কোরিয়ান মুভি আমারও খুব ভাল লাগে।
থ্রি - আয়রন দেখা। কি অসাধারন একটা মুভি।
ওল্ডবয় এর কাহিনিটা জানি, জীবনেও দেখবো না। চিন্তা করলেই বমি আসে।
বাকিগুলো নামিয়ে ফেলবো।
অনেক অনেক ধন্যবাদ :)

২২| ২৫ শে ডিসেম্বর, ২০১২ ভোর ৬:০৭

ভিনি বলেছেন: মুনরাইজ কিংডম দেখেন, আর চাইলে আমার মুভিটাও দেখতে পারেন :)

২৫ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৩৩

আদৃতা হাসান বলেছেন: আচ্ছা, দেখে ফেলবো। এত এত মুভির নাম পাচ্ছি, দেখতে গেলে আমার এক মাসের অবসর শেষ।
কিন্ত দেখবো সবগুলোই।
অনেক অনেক ধন্যবাদ :)

২৩| ২৫ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৪৬

সানড্যান্স বলেছেন: সম্পর্কের টানাপোড়ন,পকেটমার,এক রাতে অন্তঃস্বত্বা এক মেয়ে এই তিন বিষয়ে একটা মুভি আছে লুসিজ,অদ্ভুত কোন কারনে আমার বেশ লাগে মুভিটা!!

২৫ শে ডিসেম্বর, ২০১২ রাত ১০:৫২

আদৃতা হাসান বলেছেন: দেখা হয়নি।
দেখে ফেলবো।
অনেক অনেক ধন্যবাদ :)

২৪| ২৫ শে ডিসেম্বর, ২০১২ রাত ৯:৫০

শার্লক বলেছেন: আচ্ছা, আরো দিলাম।
1. Ran (Japanise)
2. Chinatown
3. Buried
4.Under Suspicion

২৫ শে ডিসেম্বর, ২০১২ রাত ১০:৫৪

আদৃতা হাসান বলেছেন: :) :) :)
একটাও দেখিনি
অচিরেই দেখে ফেলবো :)

২৫| ২৫ শে ডিসেম্বর, ২০১২ রাত ১০:০১

ম.র.নি বলেছেন: নীচের ছবিগুলো সামু ব্লগের কেও দেখেনি ;)

Legends of the Fall :Epic tale of three brothers and their father living in the remote wilderness of 1900s USA and how their lives are affected by nature, history, war, and love.

Blazing Saddles:: To ruin a western town, a corrupt political boss appoints a black sheriff, who promptly becomes his most formidable adversary.

Grand Slam(1967):After retirement, Professor James Anders presents criminal Mark Milford an elaborate plan to rob a diamond company in Brazil with a crew of professionals.

২৫ শে ডিসেম্বর, ২০১২ রাত ১০:৫৪

আদৃতা হাসান বলেছেন: :( :(
একটাও দেখিনি :(
দেখে ফেলবো।
অনেক অনেক ধন্যবাদ :)

২৬| ২৫ শে ডিসেম্বর, ২০১২ রাত ১০:০২

আসিফ ইমতিয়াল বলেছেন: আমিও মুভির নাম খুজতাছিলাম ।আপনার পোষ্টের বদৌলতে কয়েকটা পাইয়াও গেলাম ।ঠ্যাং খাইও। ;)

২৫ শে ডিসেম্বর, ২০১২ রাত ১০:৫৫

আদৃতা হাসান বলেছেন: :) :) :)
ভালোই তো হল।
ওলখাম :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.