![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারন একটি ছেলে , সাধারন ভাবে বেঁচে থাকতে চাই
কর্লগার্ল কথাটার সাথে সবাই কম বেশি পরিচিত যারা জানেন তাদের কিছু বলার নেই কিন্তু যারা জানেন না তাদের জন্য হালকা কিছু
.
যে সকল মেয়ে টকার বিনিময়ে অন্য ছেলেদের সাথে শারিরিক সম্পর্ক করে তাদেরকেই সাধারনত কর্লগার্ল বলা হয়ে থাকে যাই হোক তাদের ব্যাপারে আমার কিছু বলার নেই কারন এদের সম্পর্কে অনেকেই অনেক কথা বলেছে তাই নতুন করে কিছু বলার নেই
.
সব মেয়েরা টাকার বিনিময়ে অন্য ছেলেদের সাথে শারিরিক সম্পর্ক করে তাদের কর্লগাল বলে। আর যে সব ছেলেরা টাকার বিনিময়ে মেয়েদের সাথে শারিরিক সম্পর্ক করে তাদেরকে কি বলে তা আমার জানা নেই ......যদি কারো জানা থাকে যানাবেন??
.
যেহেতু একটি ছেলে একটি মেয়ের সাথে টাকার বিনিময়ে শারিরিক সম্পর্ক করে সেহেতু তাদের কে কর্লবয় বলা যেতেই পারে
.
আপনার মনে প্রশ্ন জগতে পারে আমি কেন এসব বলছি নিচে পড়ুন তাহলেই বুঝবেন
.
আমাদের পার্শবর্তী দেশে ভারত এবং বাইরে বিভিন্ন দেশে যেখানে এই কর্লবয়রা ব্যাপক ভাবে প্রসারিত এ নিয়ে ভারতীয়রা একটি মুভিও তৈরী করেছিল এবং ছবিটিও খুব মার্কেটে পেয়েছিলো আশা করি সবাই মুভিটি(ডেজি বয়েজ) দেখেছেন তাদের দেশের এসব ঘটনা নিয়েও আমার মাথা বেধা নেই এবং কখনো ছিলোও না
.
কিন্তু যখন শুনলাম এসব কর্লবয় এখন বাংলাদেশেও প্রভাব বিস্তার করছে তখন না বলে পারলাম না তাহলে এখন মূল ঘটনা বলি
.
ফাহিস গুলশন ১ নাম্বারে থাকে কাজের ব্যস্ততা থাকায় তার প্রতিদিন বাসায় ফিরতে অনেক রাত হয়ে যায় কিন্তু বাসায় ফেরার পথে তিনি রাস্তার পাশে অনেক ছেলেদের দারিয়ে থাকতে দেখেন কিন্তু বুঝতে পারেন না কেন এরা এত রাতে রাস্তার পাশে দারিয়ে থাকে........অনেক দিন দেখার পর একদিন তিনি কৌতহোল বসতো রিস্কা থেকে নেমে দারিয়ে থাকা একজন লোক কে জিঙ্গাসা করেন.
.
ভাই আপনারা এত রাতে এখানে কি করেন????
--লোকটি তার কোথার কোন গুরুত্ব দিল না...
--কিছুখন পর ফাইম আবার বললেন ভাই কি করেন..?? এখন আপনার।
----লোকটি এবার বিরক্তভোরে ফাহিম তাকিয়ে বললেন,, আপনি কি করেন এখনে???
--- ফাহিম আর কিছু না বলে কৌতুহল দূর করার জন্য দারিয়ে রইলো।
.
কিছুখন পর রাস্তার পাশে একটি গাড়ি এসে দারাল এবং একটি মেয়ে এসে লোকটিকে নিয়ে গেল,,,,, ফাহিম কিছু না বুঝে সেখানে দারিয়েই রইলো......
.
একে একে সবাই চলে যেতে থাকল কিন্তু ফাহিম কিছু বুঝতে পারছে তার কৌতুহল আস্তে আস্তে আরো বারে যায় তাই সে সেখানে একাই দারিয়ে ছিল.
.
অনেক খন পর একটি গাড়ি এসে দারাল এবং একটি মেয়ে বেরিয়ে এসে ফাহিমকে বলল চলেন -
-- কোথায়???
-- আরে চিন্তা করেন আপনি যা চাবেন আপনাকে আমি তাই দিব। আর সকালে গাড়ি করে আমার ড্রাইভার আপনাকে আপনার বাড়িতে পৌছে দিবে ................
.
এরপর তিনি গেছেন কি না তা তিনি আর প্রকাশ করেন নি....
©somewhere in net ltd.
১|
১৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৩
মোতাব্বির কাগু বলেছেন: আপনার আগ্রহ দেখে ভালো লাগলো।
ছেলেদের কলবয় বলে কিনা জানা নেই তবে জিগোলো বলা হয়।
আর আমাদের মতো দেশে একটু মুচকি হাসি দিলেই ছেলেদের লাইন পরে যায় মেয়েদের পিছে
সেখানে টাকার বিনিময়ে ছেলেদের বিছানার নিয়ে যেতে হবে এটা শতকরা ০,০১ ভাগেরও কম
আপনি বিএপাস মুভিটি দেখতে পারেন।