নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আইন চর্চা করি। কলাম লিখি। অনুবাদ করি।

এডভোকেট মোহাম্মদ শাহজাহান

আমি বাংলাদেশ সুপ্রীম কোর্টের একজন আইনজীবী। পেশায় আইনজীবী; নেশায় লেখক। সমসাময়িক বিষয়াদি নিয়ে কলাম লিখতে ভালোবাসি। উপমহাদেশের বিভিন্ন ভাষার ছোটগল্প ও কবিতা পড়ি এবং অনুবাদ করি নিয়মিত। ধন্যবাদ।

এডভোকেট মোহাম্মদ শাহজাহান › বিস্তারিত পোস্টঃ

মসজিদুল হারাম ও নববী কি আসলেই কি খুলে দেয় হয়েছে?

০৭ ই মে, ২০২০ ভোর ৫:৩৫


মোহাম্মদ শাহজাহান
এক।
করোনা ভাইরাস থমকে দিয়েছে সারা বিশ্ব। বাদ যায়নি ইবাদতগৃহ বা উপাসনালয়ও। কাবা শরীফ অর্থাৎ মসজিদুল হারাম আর মসজিদুল নববীও বন্ধ একই কারণে। আমাদের এখানেও মসজিদগুলোতে পাঁচ ওয়াক্তের নামাজসহ জুমা আর পবিত্র রমজানের তারাবি নামাজ সরকারী আদেশে বড় পরিসরে আদায় বন্ধ।
দুই।
ধর্মপ্রাণ মুসলমানদের কাছে মসজিদের এ অবস্থা বেদনার। তাই করোনা পরিস্থিতি কবে স্বাভাবিক হবে আর কবে মুসল্লিরা দলবলে গিয়ে মসজিদে নামাজ আদায় করতে পারবেন- এ নিয়ে জল্পনারও শেষ নেই যেনো। আর এতে মসজিদুল হারাম ও মসজিদুল নববী খুলে দেয়া না দেয়ার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যম্ভাবী। কারণ, সারা বিশ্বে মসজিদগুলোতে নামাজ আদায় বন্ধ বা সীমিত করার পেছনে মসজিদুল হারাম ও নববী বন্ধের যুক্তি দেখানো হয়েছে। একই যুক্তিতে মসজিদুল হারাম ও নববী খুলে দেয়া হলে অন্যান্য মুসলিম দেশের মসজিদগুলোও ক্রমান্বয়ে খুলে দেয়া হবে-এমনটিই ভাবনা অনেকের।
তিন।
সৌদি আরবের করোনা পরিস্থিতি এখনও বেশ নাজুক। এর ফলে মসজিদুল হারাম ও নববী এখনও বন্ধই আছে। মসজিদ দুটো খুলে দেয়ার ব্যাপারে কোন সিদ্ধান্ত নেয়নি সৌদি সরকার। কিন্তু গত কয়েকদিন ধরে বাংলাদেশের গণমাধ্যম ও সোশাল মিডিয়া মসজিদ দুটো খুলে দেয়া হয়েছে-এমন ভুয়া খবরে সয়লাব। নিচে পত্রিকার নামের পাশে উল্লেখিত শিরোনামগুলোতে ক্লিক করে আমাদের গণমাধ্যমের এ সংক্রান্ত কয়েকটা খবর পড়ে নিন।
জনকন্ঠ এর শিরোনাম-মসজিদুল হারাম-নববী খুলে দিল সৌদি
ঢাকাটাইমস২৪ এর শিরোনাম-খুলে দেয়া হল মসজিদুল হারাম ও নববী
আগামীনিউজ এর শিরোনাম-খুলে দেয়া হল মসজিদুল হারাম ও নববী
চার।
এই খবরগুলোতে একেকটি গণমাধ্যম একেকটি সূত্র উল্লেখ করেছেন। কেউ বলছেন সৌদি হজ্ব ও ওমরাহ মন্ত্রণালয়ের কথা, কেউবা মসজিদুল হারাম এর কর্তৃপক্ষের কথা বলছেন। কেউ কেউ আবার সৌদি গেজেটসহ সৌদি আরবের পত্র-পত্রিকার বরাত দিয়েছেন। অথচ সৌদি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ওয়েবসাইট ভিজিট করে মসজিদ দুটো খুলে দেয়া হয়েছে মর্মে কোন তথ্য পাওয়া যায়নি। সৌদি গেজেট নামের পত্রিকার সাইটেও এ ধরণের কোন খবর নেই। অথচ, এটি সত্য হলে অনেক বড় খবর হিসেবে এটি অবশ্যই এ দুটো ওয়েবসাইটে অত্যন্ত গুরুত্ব সহকারে প্রকাশিত হতো। বরং দেখা যাচ্ছে, মসজিদুল হারামের টুইটার একাউন্ট Haramaininfo এ রীতিমতো Clarification আকারে বলা হয়েছে, মসজিদুল হারাম খুলে দেয়া হয়েছে মর্মে প্রচারিত/প্রকাশিত খবরটি পুরোপুরিই মিথ্যা ও ভুয়া। নিচের লিঙ্কগুলোতে ক্লিক করে সৌদি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সৌদি গেজেট পত্রিকার সাইট ঘুরে আসুন এবং মসজিদুল হারামের উক্ত নোটিশটি পড়ে নিন।
মন্ত্রণালয়ের ওয়েবসাইট-হজ্ব ও ওমরাহ মন্ত্রণালয়, সৌদি আরব
সৌদি গেজেট পত্রিকার ওয়েবসাইট-সৌদি গেজেট পত্রিকা
Haramainifo এর Clarification-এটি পুরোপুরি ভিত্তিহীন ও মিথ্যা
পাঁচ।
বাংলাদেশে করোনা পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। এখনও ঘর থেকে বাইরে বের হবার সময় আসেনি। কিন্তু একদিকে মানুষ সরকারের খবরদারি মেনে ঘরে থাকতে নারাজ, অন্যদিকে সরকারও গার্মেন্টস কারখানা খুলে দেয়া, আসন্ন ঈদ উপলক্ষে সীমিত পরিসরে দোকানপাট খুলে দেয়ার মত কিছু হঠকারী ও স্ববিরোধী সিদ্ধান্ত নিয়েছে। ফলে এখানে মসজিদগুলোও পুরোপুরি খুলে দেয়ার দাবী উঠছে সোশাল মিডিয়াতে। আর এতে মসজিদুল হারাম ও নববী খুলে দেয়া হয়েছে মর্মে প্রকাশিত খবরটিও ভুমিকা রাখছে কিছুটা। তাই খবরের রচয়িতা ও পাঠকের অনুসন্ধিৎসা এখন অন্য যে কোন সময়ের চেয়ে বেশি জরুরি।
মোহাম্মদ শাহজাহানঃ আইনজীবী, বাংলাদেশ সুপ্রীম কোর্ট। মুঠোফোন-০১৮২৭৬৫৬৮১৬

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০২০ সকাল ৭:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
জামাতে নামাজ পড়ার সময় কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হয়। এমনকি এক জনের সাথে আরেকজনের পাও স্পর্শ করে দাঁড়াতে হয় । এখানে সামাজিক দূরত্ব বজায় রাখার কোনো স্কোপ কি আছে?

২| ০৭ ই মে, ২০২০ দুপুর ১:৫২

রাজীব নুর বলেছেন: বোকারা মরবে, আশে পাশের লোকদের সাথে নিয়ে।

৩| ০৭ ই মে, ২০২০ দুপুর ২:১১

নেওয়াজ আলি বলেছেন: নিজের খেয়ে সৌদির জন্য চিন্তা । মক্কা হোটেলে কি হয় খবর নিবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.