![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বাংলাদেশ সুপ্রীম কোর্টের একজন আইনজীবী। পেশায় আইনজীবী; নেশায় লেখক। সমসাময়িক বিষয়াদি নিয়ে কলাম লিখতে ভালোবাসি। উপমহাদেশের বিভিন্ন ভাষার ছোটগল্প ও কবিতা পড়ি এবং অনুবাদ করি নিয়মিত। ধন্যবাদ।
মোহাম্মদ শাহজাহান
এক।
করোনার তান্ডব চলছে। বিশ্বজুড়ে। যুদ্ধও চলছে সমানে। করোনা-যুদ্ধ। এই যুদ্ধে সম্মুখ সারিতে আছেন কিছু পেশাজীবী। ডাক্তার। পুলিশ। সাংবাদিক।
দুই।
সাংবাদিকের ভাগ্য মন্দ।কারো কারো বেতন নেই। প্রশিক্ষণ নেই। পিপিই নেই। ত্রাণ নেই। আইনি নিরাপত্তা নেই। গায়েব হচ্ছেন। মার খাচ্ছেন। মামলা খাচ্ছেন। ডিজিটাল মামলা। গ্রেপ্তার হচ্ছেন। পিছমোড়া বেঁধে নিকৃষ্ট অপরাধীর মতো নিয়ে যাওয়া হচ্ছে টেনে। ভরা হচ্ছে গারদে।
তিন।
ডিজিটাল নিরাপত্তা আইন হলো। ভয়ংকর সব বিধান রেখে। তার চেয়ে বেশি অস্পষ্টতা রেখে। সুবিধা মতো ব্যাখ্যার সুযোগ রেখে। তৈরি হলো শংকা। প্রতিবাদ হলো। দেয়া হলো বিবৃতি। বাদ গেলো না আবেদন। করা হলো নিবেদন। দেয়া হলো প্রতিশ্রুতি। উদ্বেগ-উৎকন্ঠা করা হবে বিবেচনা। ভয়ংকর ধারাগুলো দেয়া হবে বাদ। কিন্তু বিধি বাম। কিছুতেই হলো না কিছু।
চার।
কিছু সাংবাদিক দিলেন হাততালি। জোরসে। কতো ভালো আইন এটি! লাগবে এই আইন। নয়তো রসাতলে যাবে দেশ। লাইসেন্স, ডিক্লারেশন পাবার মওকা এলো। আরও কতো কী। থামে না তালি। বিবেক হোক খালি, চলছে চলুক তালি।
পাঁচ।
ধরা যাবে না। ছোঁয়া যাবে না। যাবে না বলা কথা। এই নাকি স্বাধীনতা। কোথা রাখি ব্যথা। চেরাগ জ্বলে, চেরাগ নেভে। কলম নেবে; অঘোরে হারাবে। ঘরের শ্ত্রু বিভীষণ, কে ঠেকায় এখন?
মোহাম্মদ শাহজাহানঃ আইনজীবী, বাংলাদেশ সুপ্রীম কোর্ট। মুঠোফোন-০১৮২৭৬৫৬৮১৬
২| ১০ ই মে, ২০২০ রাত ১০:১৯
রাজীব নুর বলেছেন: করোনা পরিস্থিতিতে শুধু মাত্র রাজনীতিবিদ, আর রাজনীতিবিদদের ছত্রছায়ায় থাকা লোকজন ভালো আছে। তাছাড়া আর কেউ ভালো নেই।
৩| ১১ ই মে, ২০২০ রাত ১২:১৩
নেওয়াজ আলি বলেছেন: যারা হাতে তালি দিয়েছে তারা আজ না কাল পাছায় খাবে লাথি
৪| ১১ ই মে, ২০২০ রাত ১২:১৯
নুরুলইসলা০৬০৪ বলেছেন: এই মহুর্তে শত শত কামান বন্দুক নিয়ে যুদ্ধ চলছে লিবিয়ায়,ইরাকে,আফগান আর সিরিয়ায়,তার পরও বলবেন যুদ্ধ চলছে না।আর কিভাবে চললে সেটা যুদ্ধ হবে?করোনা থেকে মুক্তির উপায় খুঁজছে।
আমরা সত্যিকার স্বাধীনতা সেদিনই পাবো যেদিন জামাতী,আইএস,তালেবানের মিলিত শক্তি ক্ষমতায় আসবে।ইনিয়ে বিনিয়ে তাই বলতে চেয়েছেন।আমি সরাসরি বলেদিলাম।
©somewhere in net ltd.
১|
১০ ই মে, ২০২০ রাত ৯:৪০
অনল চৌধুরী বলেছেন: আদালতগুলিতে যে প্রতিদিন অবাধে ঘুষ-দু্র্নীতি চলে ,এ ব্যাপারে বিজ্ঞ আইনজীবিরা কোন পদক্ষেপ নেন না কেনো?