![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
The Perks of Being a Wallflower (2012)
আমি এই ধরনের ফিল্মকে বলব, মর্ডান ক্লাসিক। তবে কেন যেন এই টাইপের ফিল্মগুলো অনেকটা জগা খিচুরি মনে হয়। কিন্তু The Perks of Being a Wallflower ফিল্মটিতে আসলে এই জগাখিচুরি জিনিসটাই সুন্দর করে উপস্থাপন করা হয়েছে। ভালবাসার উত্থান-পতন, কনফিউশন, বন্ধুত্বের আবেগ আর কিছু ক্লাসিক মিউজিক এই ফিল্মটির মধ্যে এক ধরনের ধারবাহিকতা নিয়ে এসেছে। তবে, ফিল্মটির ডিটেইলিং এর কাজগুলো খুব একটা ভালো লাগেনি। মর্ডান ক্লাসিক ফিল্মে সাধারনত ডিটেইল অবজেক্ট এর কাজ থাকতে হয় চোখে পড়ার মত। এটারই অভাব ছিল ফিল্মটিতে। পাশাপাশি, এমা ওয়াটসন কে আমার কেন যেন অনেক আগে থেকেই একটু মেকি মেকি মনে হয়। তবে, একটা কথা মানতে হবে, এই ফিল্মে যেসব মিউজিক ছিলো সেগুলো আসলেই কালেকশনে রাখার মত।
আহামরি কোনও ফিল্ম না। তবে সময় কাটানোর জন্য, একা বসে দেখার মত একটা ফিল্ম। ফিল্মটি দেখতেই হবে এমন না। তবে অনেক ভারী ভারী ফিল্মের মাঝে মাঝে এই রকম হাল্কা-ভারী টাইপ ফিল্ম দেখা স্বাস্থ্যের জন্য উপকারী।
©somewhere in net ltd.