নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Film Review by Khan Tanjeel Ahmed

হুম্মম

আমি ফিলিম বালা পাই

আমি ফিলিম বালা পাই › বিস্তারিত পোস্টঃ

একটা স্বপ্ন আর সেই স্বপ্নদ্রষ্টার গল্প...

০৯ ই জুন, ২০১৩ দুপুর ১:০৪

Finding Neverland



বায়োগ্রাফি আমার সবসময়ই ভালো লাগে। আর সেটা যদি হয় ডেপ এর তাহলে তো কথাই নেই।



২০০৪ সালে রিলিজ পায় ফিল্মটি। Peter Pan, Tinkerbell ইত্যাদি জনপ্রিয় চরিত্রগুলো যিনি সৃষ্টি করেছেন সেই Sir James Matthew Barrie এর জীবনী নিয়ে রচনা করা হয় এই ফিল্মটি। মূল চরিত্রে রয়েছেন আমার ফেভরেইট জনি ডেপ। মঞ্চনাটক জগতে জেমসের ব্যর্থতা দিয়েই শুরু হয় কাহিনী। এর কিছুক্ষন পর দেখা মেলে আমার ছোটবেলার ক্রাশ কেট উইন্সলেট এর। কেট উইন্সলেট এর চার সন্তানের একজন পিটার। এই পিটারকে কেন্দ্র করেই জেমসের সব ভাবনা। কেট উইন্সলেট এবং জেমস এর মধ্যে সক্ষতা গড়ে ওঠে পিটারকে নিয়ে। কাহিনীটির মধ্যে অনেক বন্ধুর পথ পরিলক্ষিত হতে থাকে। অবশেষে সৃষ্টি হয় পিটার প্যান চরিত্রটির



এই ফিলমটিতে ক্যামেরার কাজ আর নির্মানশৈলী দেখাত মত। একটি খুবই সাধারণ গল্পকে যে আসলে শুধুমাত্র ক্যামেরার কাজ দ্বারা অসাধারণভাবে উপস্থাপন করা যায়, তা এই ফিল্মটি দেখলে জানতে পারবেন। ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো অসাধারণ ছিল। ফিল্মটির সবচেয়ে আকর্ষনীয় দিক ছিল এর শেষাংশ। ফিল্মটির ক্লাইমেক্স এবং জনি ডেপ এর অসাধারণ উপস্থাপনা ফিল্মটির ভেতরে আপনাকে টেনে নিয়ে যাবে।

ফিল্মটি দেখতে সাজেস্ট করব। ভালো লাগবে আশা করি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.