![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Public Enemies,
এই ধরনের ফিল্ম ক্রিটিসাইয করার মত বয়স এখনও হয়ে উঠেনি আমার। তারপরও কিছু ভালো লাগা আর খারাপ লাগার বিষয় ফুটিয়ে তুলব। Johnny Depp কে নিয়ে কিছুই বলার নাই। স্বাভাবিকভাবেই ফিল্মটির সবচেয়ে বোল্ড চরিত্র ছিল স্যারের। Purvis এর চরিত্রেও Christian Bale অনেক ভালো করেছেন। ফিল্মোগ্রাফীর সবচেয়ে আকর্ষনীয় দিক ছিল ওয়াইডএঙ্গেলের কাজগুলো। পুরো ফিল্মে যতগুলো ক্লোসআপ নেয়া হয়েছে, সবগুলোই অনেক ন্যাচারাল ছিল। মনে হচ্ছিলো না কোনও ফিল্ম দেখছি, অনেকটা জীবন্ত লাগছিল। একটি বায়োগ্রাফীতে ক্লোসআপ অত্যন্ত জরুরি, আর তার থেকেও জরুরি হল সেই শট এর পারফেকশন এবং পারফেক্ট শট এর একটা উদাহরণ এই ফিল্মটি। অসাধারন ছিল মিউজিকগুলো, কেন জানি Chasing এর শটগুলো আর action scene গুলোয় ওয়েস্টার্ন মিউজিকগুলো পারফেক্ট ছিল।
the fall of public enemies এর চিত্রায়ন আরোও সুন্দর করে ফুটিয়ে তুলতে পারলে ভালো লাগত। ক্লাইমেক্সে Dillinger এর খুবই সাধারন একটা মৃত্যু ঘটে। এই "সাধারন" মৃত্যুটা ফিল্মটিকে অন্য আরেকটি পর্যায়ে নিয়ে যায়। ফিল্মটির শেষের দিকে "Bye bye blackbird" ডায়লগটা কেন জানি মন ছুয়ে যায়। সবশেষে, একটু স্লো ঘরানার হলেও আসাধারন একটা ফিল্ম। অনেকেই হয়তোবা দেখেছেন, আমি বিভিন্ন কারণবশত দেখে উঠতে পারিনি এতদিন। তবে যারা এখনো দেখেননি, তাদেরকে দেখার জন্য সাজেস্ট করব।
©somewhere in net ltd.