নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Film Review by Khan Tanjeel Ahmed

হুম্মম

আমি ফিলিম বালা পাই

আমি ফিলিম বালা পাই › বিস্তারিত পোস্টঃ

লৌহ-মানব ৩

১০ ই জুন, ২০১৩ রাত ১২:২০

আয়রন ম্যান ৩ দেখে আসলাম স্টার সিনেপ্লেক্সে গিয়ে।



প্রথমে আসি থ্রিডি বিষয়টায়। স্টার সিনেপ্লেক্সকে ধন্যবাদ থ্রিডি ফিল্মগুলো রিলিজ দেয়ার জন্য এবং নতুন নতুন ফিল্মগুলোকে প্রোমোট করার জন্য। যে যাই বলুক "থ্রিডি ইজ নো ডিফ্রেন্ট অ্যাট অল" অর হোয়াটএভার, আমার কিন্তু বেশ ভালোই লেগেছে।



এখন আসি ফিল্মের ওভারঅল ব্যাপারটায়। Iron Man 3 সম্পূর্নরূপে একটি কমার্শিয়াল ফিল্ম। আর এই ফিল্মগুলো খুব সহজেই ব্যবসাসফল হয়। এই ফিল্মটিকে আমরা বলতে পারি “পুরাই এন্টারটেইনিং মাম্মা”।

এখন ফিল্মটির একটু ভেতরে যাই। এই ফিল্মটি এর আগেরগুলো থেকে বেশ আলাদা।কেন যেন আমার আয়রন ম্যান সিরিজটার প্রতি একটা বিতৃষ্ণা ছিল। কিন্তু এই ফিল্মটা সেটাকে ম্লান করে দিয়েছে। এই ফিল্মটিকে অন্য সব এ্যাকশন ফিল্ম থেকে খুব সহজেই আলাদা করা যাবে কয়েকটি বিষয়কে বেইজ করে। প্রথমত, এই ফিল্মটিতে ভিলেনকে বেশ ক্ষমতাবান দেখানো হয়েছে যেটা এর আগে শুধুমাত্র ব্যাটম্যান সিরিজে আমি দেখতে পেয়েছি। তবে আয়রন ম্যান অবশ্যই ব্যাটম্যানের স্ট্যান্ডার্ড ছুঁতে পারেনি। দ্বিতীয়ত, এ্যাকশন ফিল্ম হওয়া সত্ত্বেও যথেষ্ট পরিমান এবং ভালো মানের হিউমার এবং প্র্যাঙ্ক যুক্ত করা হয়েছে। যা এই ফিল্মকে গতানুগতিক এ্যাকশন এর থেকে আলাদা করে তুলবে। তৃতীয়ত, সিকোয়েন্সিং এর একটা বড় ভূমিকা ছিল এই ফিল্মে। সিকোয়েন্সগুলো খুবই পারফেক্ট এবং যথাসময়ে সর্বোত্তম দৃশ্যটি দেখানোর চেষ্টা করা হয়েছে। ফিল্মের নার্ভ হিটিং এ্যাকশনগুলো খুবই ভালো ছিল। সর্বশেষে, এ্যাকশন ফিল্ম বলে চালিয়ে দেয়ার জন্য শুধুমাত্র মারামারি কাটাকাটির দৃশ্যায়ন করা হয়নি, বরং কিছুটা কাহিনীও ফুটিয়ে তোলা হয়েছে বলে ভালো লেগেছে। পাশাপাশি, যেসব এ্যাকশন ফিল্মে “ফল অব দ্য হিরো” ব্যাপারটা ঠিক নায়কের উত্থানের মতই গুরুত্ব পায়, সেই ফিল্মগুলো আমার বরাবরই ভালো লাগে।



আর বেশি কিছু লেখার মত নেই। তবে সম্পূর্ন এক্সপেরিয়েন্স ভালো হবে যদি এই ফিল্মটি হলে গিয়ে দেখে আসেন। তাই যারা দেখেননি, তাদেরকে হলে গিয়ে দেখতে সাজেস্ট করব। কারন, এই ফিল্মটি ভালো লাগার হয়ত এটাও একটা কারণ। ধন্যবাদ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.