![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রোমান্টিক ফিল্মের প্রতি তেমন একটা আকর্ষণ নেই আমার। তবে রিসেন্টলি, বেশ কিছু ফিল্ম ডিলিট করে দিয়েছি হার্ডডিস্ক থেকে, “কারন” নতুন কিছু ফিল্ম এর জন্য জায়গা করে দিলাম। এক জুনিয়র আছে, ব্যাপক রোমান্টিক টাইপ। সে কয়েকটা ফিল্ম দিয়ে গেলো। বেশিরভাগই কোরিয়ান রোমান্টিক ফিল্ম। ফিল্মগুলো নেয়ার পর ভাবলাম, ধুর! আবার সব ডিলিট মারতে হবে। শেষ পর্যন্ত আর ডিলিট করার সময় পাচ্ছিলাম না। আর নতুন ফিল্ম এর খোঁজ না পেয়ে ডিলিট মেরে লাভ কি? যাই হোক, কোরিয়ান রোমান্টিক ফিল্মগুলো বেশ কয়দিন ধরে থেকে থেকে পঁচে যাচ্ছিল। তাই ভাবলাম, থাক! জোর করে, নাক চেপে ধরে একটা রোমান্টিক ফিল্ম না হয় গিলেই ফেলি।
শুরু করলাম, The Classic দেখা। ফিল্মটি গড়ে উঠেছে দুটি প্যারালাল প্রেমকাহিনী নিয়ে। একটা মেয়ে তার মায়ের রেখে যাওয়া চিঠি আর একটা ডায়েরী খুঁজে পায়, পড়তে শুরু করে ডায়েরীটা… আর কাহিনীও এগোতে থাকে। পাশাপাশি এগোতে থাকে মেয়েটি এবং তার ভালোবাসার ছেলেটির লাভ ট্রায়াঙ্গেল এ পড়ে যাওয়ার গল্পটাও।
খুবই সাবলিল আর স্মুথ একটা রোমান্টিক ঘটনা এটা। কাহিনী আপনাকে আস্তে আস্তে টেনে নিয়ে যাবে নিজের ভেতরে, হাসতে বলবে, কাঁদতেও বলবে। বিশ্বাস করুন, কিছু যায়গায় আপনি ইমোশনাল হতে বাধ্য। ফিল্মের প্রথমার্ধ থেকে শেষার্ধ বেশি রোমাঞ্চক। দুটি প্যারালাল লাভ স্টোরির পরিনতি দেখা যায় একদম শেষ দিকে। আসাধারন পরিনতি।
এটাতো গেলো গল্পের কথা। এখন আসি টেকনিক্যাল বিষয়গুলোয়। স্বাভাবিকভাবেই দুটো কাল কে ফুটিয়ে তোলা হয়েছে আলো আর লেন্স ফিল্টার ব্যবহার করে। ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড সাউন্ড খুবই সুন্দর। আপনাকে ফিল্মটির কাহিনী বাদে আর যে বিষয়টি আকর্ষন করবে, সেটা হল, ফিল্মটির সাউন্ডট্র্যাকগুলো। ক্যামেরার কাজগুলো খুবই Eye soothing. যদিও কিছু কিছু জায়গায় ক্রিটিসিস্ম করাই যায়, তবুও ওভারঅল ভুলগুলোকে ওভারলুক করাই যায়।
সর্বশেষে, The Classic, was a real classic love story.
©somewhere in net ltd.