![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Film: Jack Reacher
IMdb Rating: 7.0
Director: Christopher McQuarrie
এক শহরের ব্যস্ত এক লেকসাইটে একই সাথে খুন হয় ৫ জন নির্দোষের। দূরের এক পার্কিংলটের ছাদ থেকে তাদের শুট করে এক দক্ষ স্নাইপার। গল্প এগোতে থাকে। পুলিশ খুব শীঘ্রই খুঁজে পায় নাশক স্নাইপারকে। তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে একটি স্টেটমেন্ট দেয়, যেটিতে লেখা থাকে, “Get Jack Reacher”। আর শুরু হয় এই তদন্তের মূল অফিসার এমারসনের জ্যাক রিচারকে খোঁজা। ইতিমধ্যে ঘটনা পরিক্রমায় হয় জ্যাক রিচারের ভূমিকায় টম ক্রুজের নাটকীয় এন্ট্রি। আর শুরু হয় কাঙ্খিত থ্রিল।
বলছি ২০১২ এ রিলিজ পাওয়া Jack Reacher এর গল্প। প্রথমেই আসি ঘটনা পরিক্রমায়। জ্যাক রিচার মূলত একজন রিটায়ার্ড আর্মি যাকে নিয়ে ঘটনা এগোতে থাকে। গল্পের অনেকগুলো চরিত্র আপনাকে রহস্যের মায়াজালে আটকিয়ে রাখবে এই ফিল্মের মধ্যে। মাঝে মাঝে মনে হবে, ক্লাইমেক্স এরকম হতে পারে, মাঝে মাঝে মনে হবে, না! এরকম না ওরকম হবে। কিন্তু শেষ পর্যন্ত দেখা যাবে আপনি যা ভাবছেন তা হচ্ছেনা। কারণ খোঁজার জন্য আপনাকে থাকতে হবে ফিল্মের ভেতরেই। সাবধান! হারিয়ে যাবেননা যেন। প্রথম আধা ঘন্টার মধ্যেই কাহিনীর মোড় আপনার নার্ভের হিট করে ফেলবে। পাশাপাশি, আপনি রোমাঞ্চিত হবেন কাহিনীর আরও বাঁক দেখে। ঘটনাগুলো যথেষ্ট ফাস্ট এগোতে থাকবে, আর আপনারও দৌড়তে হবে ফিল্মের গতির সাথে সাথে।
দ্বিতীয়ত, টম ক্রুজের কিছু বিখ্যাত ফিল্মের দরূণ আমি তাঁর মোটামোটি ফ্যান টাইপের মানুষ। যদিও মিশন ইম্পসিবল এ টম ক্রুজকে আমার কেন যেন খুব একটা ভালো লাগেনি। এই ফিল্মটি দেখে আবারও ভদ্রলোকের ফ্যান হয়ে গেলাম। অসাধারণ বোল্ড এই চরিত্রের জন্য টম ক্রুজই ছিল কাস্ট ম্যানেজারের পারফেক্ট চয়েজ। মূল চরিত্রের ডায়লগ ডেলিভারী আর এ্যাকশন ছিল চোখে পড়ার মত। ওভারঅল, গুড ওয়ান স্যার।
এবার আসি টেকনিক্যাল বিষয়ে। বরাবরের মত এই ফিল্মেও সিনেমাটোগ্রাফীতে সূক্ষ নজর রাখার চেষ্টা করেছি। ক্যামেরার ওয়াইডনেসের প্রোপার ইউটিলাইজেশন করেছেন সিনেমাটোগ্রাফার। বিশেষ করে চেজিং সিনগুলো খুবই সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। আর সিনেমাতোগ্রাফীর গ্রামার ফলো করেছেন একদম ভালো ছাত্রটির মত। ফিল্মটির আরও একটি আকর্ষনীয় দিক হল এর ব্যাকগ্রাউন্ড সাউন্ড এবং সাউন্ডট্রাকগুলো। এক কথায় অসাধারন। অসাধারন একটি এ্যাকশন-থ্রিলার।
©somewhere in net ltd.