![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“Raanjhanaa”
IMDB rating: 7.8/10
My rating: 7.0/10
নামটা মোটামোটি সবারই জানা। মাঝে অনেকগুলো পোস্ট দেখলাম ফেবুতে। সেগুলোর মূল বক্তব্যই ছিল যে এই ফিল্মটা নিয়ে তেমন কোনো আলোচনা আর রিভিউ দিচ্ছে না কেউ। যাই হোক, এই ফিল্মটা নিয়ে আমার কিছু কথাবার্তা আছে, যারা আগ্রহী, পড়ে নিতে পারেন।
প্রথমত আসি ছবির পটভূমিতে। ফিল্মের মূল চরিত্র দুটির ছোটবেলার ঘটনাগুলো আমার মনে হয় খুবই সুন্দর করে ফুটিয়ে তুলতে চেয়েছেন গল্পের লেখক এবং স্ক্রিপ্টরাইটার দুজনে মিলেই। সিকোয়েন্সগুলো দেখে নিজের ছোটবেলার কথাগুলো মনে পড়ে যাওয়ার মত। ধনুশ এর কিশোরকালীন চেহারাটা খুবই মানানসই ছিল, তবে কেন যেন সোনম এর সাথে যাচ্ছিল না বিষয়টা। অবশেষে তারা দুজনেই বড় হয়ে যায় এবং সোনম এর প্রেম হয় অভয় এর সাথে। কাহিনী বাস্তবতা নিয়ে এগোতে থাকে। এদিকে টানা আট বছর ধরে সোনম এর প্রেমে হাবুডুবু খেতে খেতে আর অপেক্ষা করতে করতে জীবন কাটতে থাকে ধনুশ এর। এভাবেই এগোতে থাকে গল্প। নানান টানাপোড়ান এর মধ্যে দিয়ে তাদের মাঝবয়সী প্রেক্ষাপটটি কেন যেন বাস্তবতার বাইরে ছিল কিছুটা। কাহিনীটির মাঝে নতুনত্ব থাকলেও কিছুটা একঘেয়েমী চলে আসে এক পর্যায়ে। যাক, তবে খারাপ না একেবারেই গল্পটা। আসলে বেশ ভালো।
ক্যামেরা, সিনেমাটোগ্রাফী, এফেক্ট, এগুলোর বিষয়ে তেমন কিছুই বলার নেই। কারণ তেমন আহামরী কোনো শট চোখে পড়েনি আমার।
এবার আসি আসল কথায়। অভিনয়। এধরনের ফিল্মে অভিনয় অনেকটা নিরামিষে পাঁচফোড়ন এর মত কাজ করে। অন্য একটা স্টান্ডার্ডে নিয়ে যায় ফিল্মকে। এখানেও ঠিক তেমনটাই হয়েছে। সোনম কাপুর এর অভিনয়ে কোথায় যেন বার বার একটা শুভঙ্করের ফাঁকি থেকেই যায়। হয়তবা, এই ধরনের চরিত্রের জন্য এখনও পারফেক্ট না সোনম। ধনুশ বাবাজির অভিনয় দেখে মনে হয়েছে, ছেলেটা আসলেই মনে হয় জীবনযুদ্ধে জর্জরিত। এতটা স্মুথ অভিনয় করল কিভাবে ছেলেটা? ছবির মূল আকর্ষনও ছিল এই ছেলেটা। পুরোটা ফিল্মে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা লেগেছে ওর অভিনয়ের দিকে। সামনেই অনেক বড় কিছু করবে বলে ধারনা হচ্ছে। এই ফিল্মে আরো একটা ক্যারেক্টারকে কেন যেন পারফেক্ট মনে হয়েছে। সে হল বিন্দিয়া। মেয়েটা দারূন অভিনয় করেছে। একেবারে ফ্ললেস যাকে বলে।
অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম ফিল্মটার জন্য। যদিও তেমন ভালো প্রিন্ট পাইনি, তবুও এক বন্ধুর বদৌলতে দেখেই ফেললাম। যারা এখনও ফিল্মটি দেখেননি, অন্তত ধনুশ এর অভিনয়ের জন্যও দেখতে পারেন। ভালো লাগবে।
©somewhere in net ltd.